একাত্তরের দিনগুলি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

একাত্তরের দিনগুলি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

একাত্তরের গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। বাংলায় A+ পেতে পানির মত সহজ করে তুলবে এই প্রশ্নগুলি।  ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর বাংলা প্রথম একাত্তরের পড়া গল্পের প্রশ্ন উত্তর

একাত্তরের দিনগুলি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন -১ জাহানারা ইমাম কত সালে জন্মগ্রহণ করেন ?
উত্তর : জাহানারা ইমাম ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন -২ জাহানারা ইমাম কোথায় জন্মগ্রহণ করেন ?
উত্তর : জাহানারা ইমাম মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন -৩ জাহানারা ইমামের পিতা পেশায় কী ছিলেন ?
উত্তর : জাহানারা ইমামের পিতা ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন । 

প্রশ্ন -৪ জাহানারা ইমাম কোথায় অধ্যাপনা করেন ? 
উত্তর : জাহানারা ইমাম ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে অধ্যাপনা করেন।

প্রশ্ন -৫ . জাহানারা ইমামের প্রথম সন্তানের নাম কী ?
উত্তর : জাহানারা ইমামের প্রথম সন্তানের নাম রুমী। 

প্রশ্ন -৬ জাহানারা ইমামের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ছেলের নাম কী ? 
উত্তর : জাহানারা ইমামের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ছেলের নাম রুমী। 

প্রশ্ন -৭ . রুমী শহিদ হন যুদ্ধের কোন সময়ে ? 
উত্তর : রুমী শহিদ হন যুদ্ধের শেষের দিকে।

প্রশ্ন -৮ জাহানারা ইমামকে কী বলা হয়?
উত্তর : জাহানারা ইমামকে শহিদ জননী বলা হয়। 

প্রশ্ন -৯ জাহানারা ইমামের লেখা মুক্তিযুদ্ধের ওপর স্মৃতিচারণমূলক বইটির নাম কী ? 
উত্তর : জাহানারা ইমামের লেখা মুক্তিযুদ্ধের ওপর স্মৃতিচারণমূলক বইটির নাম ‘ একাত্তরের দিনগুলি।

প্রশ্ন -১০ সাহিত্যকর্মে অবদানের জন্য জাহানারা ইমাম কী পুরস্কার লাভ করেন ? 
উত্তর : সাহিত্যকর্মে অবদানের জন্য জাহানারা ইমাম বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

প্রশ্ন -১১ . জাহানারা ইমাম কত সালে মৃত্যুবরণ করেন ? 
উত্তর : জাহানারা ইমাম ১৯৯৪ সালে মৃত্যুবরণ করেন ।

প্রশ্ন -১২ . যুদ্ধের সময় জামী কোন শ্রেণির ছাত্র ছিল ? 
উত্তর : যুদ্ধের সময় জামী দশম শ্রেণির ছাত্র ছিল । 

প্রশ্ন -১৩ , রুমীর ছোট ভাই এর নাম কী ? 
উত্তর : রুমীর ছোট ভাইয়ের নাম জামী।

প্রশ্ন -১৪ রোদ হয় বৃষ্টি হয় খ্যাঁকশিয়ালির বিয়ে হয় ছড়াটি কে কাটছিল ? 
উত্তর : রোদ হয় বৃষ্টি হয় খ্যাকশিয়ালির বিয়ে হয় ছড়াটি কাটছিল জামী।

প্রশ্ন -১৫ কে এসে জিজ্ঞেস করল  আপনারা যাবেন না ফুপু ? 
উত্তর : করিম এসে জিজ্ঞেস করল আপনারা যাবেন না ফুপু ।

প্রশ্ন -১৬ মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কী হয়েছিল ? 
উত্তর : মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের হলগুলো খালি হয়ে গিয়েছিল।

প্রশ্ন -১৭ . মামার বাড়ির সবাই এসে কোথায় উঠেছিল ?
 উত্তর : মামার বাড়ির সবাই এসে শান্তিনগরে উঠেছিল 

প্রশ্ন -১৮ ইসলামিক ফাউন্ডেশন কী উপলক্ষ্যে অনুষ্ঠান করছিল ? 
উত্তর : ইসলামিক ফাউন্ডেশন নজরুল জয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠান করছিল। 

প্রশ্ন -১৯ লেখিকার বেড সাইড টেবিলের কালিদানিতে কোন ফুলের কলি ছিল ? 
উত্তর : লেখিকার বেড সাইড টেবিলের কালিদানিতে ' বনি প্রিন্স ' ফুলের কলি ছিল । 

প্রশ্ন -২০ লেখিকা কাদের জানোয়ার বলেছেন ?
উত্তর : লেখিকা পাকিস্তানি হানাদারদের জানোয়ার বলেছেন।

প্রশ্ন -২১ কী ভর্তি করে হাত আর চোখ বেঁধে মানুষ নিয়ে যাচ্ছে ? 
উত্তর : ট্রাক ভর্তি করে হাত আর চোখ বেঁধে মানুষ নিয়ে যাচ্ছে।

প্রশ্ন -২২ সদরঘাট ও সোয়ারীঘাটে কীসের গন্ধে দাঁড়ানো যাচ্ছিল না ? 
উত্তর : সদরঘাট ও সোয়ারীঘাটে লাশের গন্ধে দাঁড়ানো যাচ্ছিল না। 

প্রশ্ন -২৩ লেখিকার বাগানে কী ধরনের গোলাপ গাছ ছিল ? 
উত্তর : লেখিকার বাগানে হাইব্রিড টি রোজ ছিল।

প্রশ্ন-২৪  একাত্তরের দিনগুলি ' রচনার প্রথম মঙ্গলবার কত তারিখ ছিল ?
উত্তর : ' একাত্তরের দিনগুলি ' রচনার প্রথম মঙ্গলবার ছিল ১৩ ই এপ্রিল ১৯৭১। 

প্রশ্ন -২৫ . লেখিকা দুঃখকষ্ট ভুলে থাকার জন্য কীসের নেশার কথা বলেছেন ? 
উত্তর : লেখিকা দুঃখকষ্ট ভুলে থাকার জন্য বাগান করার নেশার কথা বলেছেন।

প্রশ্ন -২৬,১৯৭১ সালের মে মাসের কত তারিখে মাধ্যমিক স্কুল খোলার হুকুম হয়েছিল ?
উত্তর : ১৯৭১ সালের ৯ ই মে তারিখে মাধ্যমিক স্কুল খোলার হুকুম হয়েছিল । 

প্রশ্ন -২৭ দেশবাসীর ওপর কাদের নির্মম নিষ্পেষণ চলেছিল ? 
উত্তর : দেশবাসীর ওপর হানাদার পাকিস্তানি জানোয়ারদের নির্মম নিষ্পেষণ চলেছিল।

প্রশ্ন -২৮ রেডিও - টিভিতে কাদের ধরে নিয়ে প্রোগ্রাম করানো হয়েছিল ? 
উত্তর : বিখ্যাত ও পদস্থ ব্যক্তিদের ধরে নিয়ে প্রোগ্রাম করানো হয়েছিল ।
 
প্রশ্ন -২৯ খবরের কাগজে বিবৃতি দেওয়ার কূটকৌশল কাদের ধরে নিয়ে করা হয়েছিল ? 
উত্তর : খবরের কাগজে বিবৃতি দেওয়ার কূটকৌশল বুদ্ধিজীবী ও শিল্পীদের ধরে নিয়ে করা হয়েছিল । 

প্রশ্ন -৩০ গোয়েবলসের কথা উল্লেখ আছে কত তারিখের ঘটনায়।
উত্তর : গোয়েবলসের কথা উল্লেখ আছে ১৭ ই মে,১৯৭১ সালের ঘটনায়।

প্রশ্ন -৩১ গোয়েবলস রাজনীতিতে কী রটনার প্রবর্তক ? 
উত্তর : গোয়েবলস রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রটনার প্রবর্তক ।

প্রশ্ন -৩২ গোয়েবলস কে ছিলেন ?
উত্তর : গোয়েবলস ছিলেন জার্মান বংশোদ্ভূত হিটলারের সহযোগী এবং রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রটনার প্রবর্তক। 

প্রশ্ন -৩৩টেলিভিশনের কথিকায় কী মাইরের কথা বলা হয়েছিল ? 
উত্তর : টেলিভিশনের কথিকায় গাজুরিয়া মাইরের কথা বলা হয়েছিল । 

প্রশ্ন -৩৪ কারা ঢাকায় গ্রেনেড ফুটিয়েছিল ? 
উত্তর : মুক্তিফৌজের গেরিলারা ঢাকায় গ্রেনেড ফুটিয়েছিল। 

প্রশ্ন -৩৫ ঢাকার কয় জায়গায় গ্রেনেড ফেটেছে ? 
উত্তর : ঢাকার ছয় জায়গায় গ্রেনেড ফেটেছে । 

প্রশ্ন -৩৬ . ১৯৭১ সালের ৫ ই সেপ্টেম্বর কী বার ছিল ? 
উত্তর : ১৯৭১ সালের ৫ ই সেপ্টেম্বর ছিল রবিবার । 

প্রশ্ন -৩৭ কে মার্সি পিটিশান করতে রাজি ছিলেন না ? 
উত্তর : শরীফ সাহেব মার্সি পিটিশান করতে রাজি ছিলেন না।

প্রশ্ন -৩৮ কী করলে রুমী ছাড়া পেত ? 
উত্তর : মার্সি পিটিশন করলে রুমি ছাড়া পেত। 

প্রশ্ন -৩৯ মতিয়ুর রহমান সম্বন্ধে শরীফ কার কাছ থেকে শুনেছেন ? 
উত্তর : মতিয়ুর রহমান সম্বন্ধে শরীফ ডা . রাব্বির কাছ থেকে শুনেছেন । 

প্রশ্ন -৪০ সুজা সাহেবের ভাস্তের নাম কী ? 
উত্তর : সুজা সাহেবের ভাস্তের নাম ডা . ফজলে রাব্বি ।

প্রশ্ন -৪১ . শরীফের সাথে রাব্বির কোথায় দেখা হয়েছিল ? 
উত্তর : শরীফের সাথে রাব্বির ফকিরের অফিসে দেখা হয়েছিল । 

প্রশ্ন -৪২ মতিয়ুর রহমানের ফ্যামিলি কত তারিখ করাচি থেকে ঢাকা এসেছিল ? 
উত্তর : মতিয়ুর রহমানের ফ্যামিলি ২৯ শে সেপ্টেম্বর ১৯৭১ তারিখে করাচি থেকে ঢাকা এসেছিল । 

প্রশ্ন -৪৩ মতিয়ুর রহমানের স্ত্রীর নাম কী ? 
উত্তর : মতিয়ুর রহমানের স্ত্রীর নাম মিলি । 

প্রশ্ন -৪৪ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ পাঠক সালেহ আহমদের প্রকৃত নাম কী ? 
উত্তর : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ পাঠক সালেহ আহমদের প্রকৃত নাম হাসান ইমাম । 

প্রশ্ন -৪৫ আলী যাকেরের ছদ্মনাম কী ছিল ? 
উত্তর : আলী যাকেরের ছদ্মনাম ছিল আবু মোহাম্মদ আলী । 

প্রশ্ন -৪৬ জেনারেল নিয়াজী কতজন সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন ? 
উত্তর : জেনারেল নিয়াজী নব্বই হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন। 

প্রশ্ন -৪৭ লেখিকা মনকে ব্যস্ত রাখতে চেয়েছেন কেন ?
উত্তর : মুক্তিযুদ্ধ চলাকালীন ভয়ানক স্মৃতিকে ভুলে থাকতে লেখিকা মনকে ব্যস্ত রাখতে চেয়েছেন । 

প্রশ্ন -৪৮ মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল ? 
উত্তর : মুক্তিযুদ্ধের সময় ঢাকা দুই নম্বর সেক্টরের অধীনে ছিল ।

প্রশ্ন -৪৯' বিরান ' শব্দের অর্থ কী ?
উত্তর :‘ বিরান ' শব্দের অর্থ হলো জনমানবহীন ।

প্রশ্ন -৫০ . ' কথিকা ' কী ?
উত্তর : ' কথিকা ' হলো নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা । 
 
প্রশ্ন -৫১ . ' চরমপত্র ' শব্দের অর্থ কী ? 
উত্তর : ' চরমপত্র ' শব্দের অর্থ— মৃত্যু পূর্ব সময়ে লিখিত উপদেশ।
 প্রশ্ন -৫২ . ‘ গাজুরিয়া মাইর ' কী ? 

উত্তর : গজারি কাঠের মতো শক্ত ও ভারী কাঠের লাঠি দিয়ে মার দেওয়াকে গাজুরিয়া মাইর বলে  
প্রশ্ন -৫৩ . ' মাসি পিটিশন ' অর্থ কী ? 
উত্তর : ‘ মার্সি পিটিশন ’ অর্থ হলো শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আবেদন । 

প্রশ্ন -৫৪ . ‘ লহমায় ' শব্দের অর্থ কী ? 
উত্তর : ‘ লহমায় ' শব্দের অর্থ — মুহূর্তে । 

প্রশ্ন -৫৫ . ‘ একাত্তরের দিনগুলি ' রচনাটি কার লেখা ?
উত্তর : ‘ একাত্তরের দিনগুলি ' রচনাটি জাহানারা ইমামের লেখা । 

প্রশ্ন -৫৬ . ‘ একাত্তরের দিনগুলি ' কী ধরনের গ্রন্থ ?
উত্তর : ‘ একাত্তরের দিনগুলি ' মহান মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক গ্রন্থ । 

প্রশ্ন -৫৭ শহিদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধে তাঁর কোন সন্তানকে হারিয়েছেন ? 
উত্তর : শহিদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধে তাঁর বড় সন্তান রুমীকে হারিয়েছেন । 

প্রশ্ন -৫৮ এই রচনায় গভীর বেদনার সঙ্গে আভাসে ইঙ্গিতে শহিদ জননীর কীসের কথা ব্যক্ত হয়েছে ? 
উত্তর : এই রচনায় গভীর বেদনার সঙ্গে আভাসে ইঙ্গিত শহিদ জননীর হৃদয়ের রক্তক্ষরণের কথা ব্যক্ত হয়েছে 

প্রশ্ন -৫৯ হানাদার বাহিনীর অতর্কিত হামলায় প্রথমেই কী বিশৃঙ্খল হয়ে পড়েছিল ? 
উত্তর : হানাদার বাহিনীর অতর্কিত হামলায় প্রথমেই ঢাকার নগরজীবন বিশৃঙ্খল হয়ে
পড়েছিল । 

প্রশ্ন -৬০ এই স্মৃতিচারণে কোন অবস্থায় মর্মন্তুদ বিবরণ পাওয়া যায় ? 
উত্তর : এই স্মৃতিচারণ যুদ্ধের সময়কার ঢাকার দুর্বিষহ অবস্থার মর্মন্তুদ বিবরণ পাওয়া যায় । 

প্রশ্ন -৬১ . হানাদার বাহিনীর কাছে ক্ষমা প্রার্থনা না করে লেখিকা কোন চেতনার পরিচয় দেন ? 
উত্তর : হানাদার বাহিনীর কাছে ক্ষমা প্রার্থনা না করে লেখিকা আত্মসমর্পণ ও স্বাধিকার চেতনার পরিচয় দেন ।

বাংলা ১ম পত্র জ্ঞানমূলক  প্রশ্ন উত্তর

Post a Comment

Previous Post Next Post