নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর | ১০০% কমন উপযোগী

নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 

বাংলায় A+ পেতে পানির মত সহজ করে তুলবে এই প্রশ্নগুলি। নিমগাছ গল্পে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নিমগাছ গল্পে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। এগুলি নিম্নে দেওয়া হলো
নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর |
প্রশ্ন-১. বনফুলের প্রকৃত নাম কী?  
উত্তর: বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়।

প্রশ্ন-২. বনফুল কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: বনফুল ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন

প্রশ্ন-৩. কোন পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু হয়? 
উত্তর: মেডিক্যাল অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু হয় ।
প্রশ্ন-৪. বনফুল কীসের মাধ্যমে সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন? 
উত্তর: ১৯১৮ সালে 'শনিবারের চিঠি' নামক পত্রিকায় ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লেখার মাধ্যমে বনফুল সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন
প্রশ্ন-৫. বনফুল রচিত 'দূরবীন' কী জাতীয় রচনা?
উত্তর: বনফুল রচিত ‘দূরবীন' একটি গল্পগ্রন্থ।
প্রশ্ন-৬. 'বনফুল' এর লেখনীর বৈশিষ্ট্য কী? 
উত্তর: বাস্তবজীবন ও জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র উপাদানের উপস্থাপন ‘বনফুল' এর লেখনীর বৈশিষ্ট্য ।
প্রশ্ন-৭. ‘তৃণখণ্ড' বনফুলের কী ধরনের রচনা?
উত্তর: ‘তৃণখণ্ড' বনফুল রচিত উপন্যাস।
প্রশ্ন-৮. ‘সে ও আমি’ বনফুলের কী ধরনের রচনা ? 
উত্তর: ‘সে ও আমি' বনফুলের রচিত উপন্যাস।
প্রশ্ন-৯. বনফুল ভারত সরকারের কাছ থেকে কী উপাধি লাভ করেন? 
উত্তর: বনফুল ভারত সরকারের কাছ থেকে ‘পদ্মভূষণ' উপাধি লাভ করেন ।
প্রশ্ন-১০. বনফুল কত সালে মৃত্যুবরণ করেন? 
উত্তর: বনফুল ১৯৭৯ সালে মৃত্যুবরণ করেন ।
প্রশ্ন-১১. কোন গাছের ছাল ও পাতা চর্মরোগের অব্যর্থ মহৌষধ? 
উত্তর: নিমগাছের ছাল ও পাতা চর্মরোগের অব্যর্থ মহৌষধ।
প্রশ্ন-১২. নিমগাছের কী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? 
উত্তর: নিমগাছের কচিপাতা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ।
প্রশ্ন-১৩. বেগুন সহযোগে কাঁচা নিমের পাতা কিসের পক্ষে ভারি উপকারী?
উত্তর: বেগুন সহযোগে কাঁচা নিমের পাতা যকৃতের পক্ষে ভারি উপকারী। 
প্রশ্ন-১৪. নিমগাছের কচি ডাল ভেঙে লোকজন কী করে?
 উত্তর: নিমগাছের কচি ডাল ভেঙে লোকজন চিবোয়।
প্রশ্ন-১৫. নিমের ডাল চিবোলে কী হয়? 
উত্তর: নিমের ডাল চিবোলে দাঁত ভালো থাকে ।
প্রশ্ন-১৬. লোকে নিমগাছের কচি ডাল চিবোয় কেন?
 উত্তর: লোকে নিমাগাছের কচি ডাল চিবোয় কারণ এতে দাঁত ভালো থাকে ।
প্রশ্ন-১৭. কবিরাজরা কোন গাছের প্রশংসায় পঞ্চমুখ ? 
উত্তর: কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ।
প্রশ্ন-১৮. বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হন?
 উত্তর: বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন।
প্রশ্ন-১৯. বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন কেন? 
উত্তর: নিমের হাওয়া ভালো তাই বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন ।
প্রশ্ন-২০. মানুষ কোন গাছের যত্ন নেয় না?
উত্তর: মানুষ নিমগাছের যত্ন নেয় না।
প্রশ্ন-২১. কে নিমগাছের দিকে মুগ্ধদৃষ্টিতে চেয়েছিল? 
উত্তর: একজন কবি নিমগাছের দিকে মুগ্ধদৃষ্টিতে চেয়েছিলেন।
প্রশ্ন-২২. কবির কাছে নিমগাছের থোকা থোকা ফুল দেখতে কেমন? 
উত্তর: কবির কাছে নিমগাছের থোকা থোকা ফুল দেখতে এক ঝাঁক নক্ষত্রের মতো।
প্রশ্ন-২৩. কবির ভাবনায় একঝাঁক নক্ষত্র নীল আকাশ থেকে কোথায় নেমে এসেছে?
উত্তর: কবির ভাবনায় একঝাক নক্ষত্র নীল আকাশ থেকে সবুজ সায়রে নেমে এসেছে।
প্রশ্ন-২৪. কার সঙ্গে চলে যেতে ইচ্ছে হলো নিমগাছের?
উত্তর: নতুন ধরনের লোকটি অর্থাৎ, কবির সঙ্গে চলে যেতে ইচ্ছে হলো নিমগাছটির। 
প্রশ্ন-২৫. মাটির ভিতরে অনেক দূর কী চলে গিয়েছে?
উত্তর: নিমগাছটির শিকড় মাটির ভিতরে অনেক দূর চলে গিয়েছে। 
প্রশ্ন-২৬. বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে থাকে কে? 
উত্তর: বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকে নিমগাছ ।
প্রশ্ন-২৭. নিমগাছটি কোথায় দাঁড়িয়ে ছিল?
উত্তর: নিমগাছটি বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে ছিল
প্রশ্ন-২৮. বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটার দশা কার মতো?
উত্তর: বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটার দশা নিমগাছের মতো।
প্রশ্ন-২৯. 'ছাল' শব্দের অর্থ কী? 
উত্তর: ‘ছাল' শব্দের অর্থ বাকল ।
প্রশ্ন-৩০. 'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি কী?
উত্তর: ‘নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটি হলো— 'ওদের বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটার ঠিক এক দশা।'
প্রশ্ন-৩১. কবিরাজ কাকে বলে?
উত্তর: যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্যরোগের চিকিৎসা করেন তাকে কবিরাজ বলে।
প্রশ্ন-৩২. ‘শিলে পেষা'র অর্থ কী?
উত্তর: ‘শিলে পেষা’র অর্থ হলো শিল পাটায় বাটা।
প্রশ্ন-৩৩. ‘অব্যর্থ' শব্দের অর্থ কী?
উত্তর: ‘অব্যর্থ' শব্দের অর্থ- যা বিফল হবে না।
প্রশ্ন-৩৪, ‘নিমগাছ' গল্পে শান দিয়ে বাঁধানো' বলতে কী বোঝানো হয়েছে? 
উত্তর: ‘নিমগাছ' গল্পে 'শান' দিয়ে বাঁধানো বলতে ইট ও সিমেন্ট দিয়ে বাঁধানোকে বোঝানো হয়েছে।
প্রশ্ন-৩৫. 'অদৃশ্যলোক' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 
উত্তর: 'অদৃশ্যলোক' গ্রন্থটি ১৯৪৭ সালে প্রকাশিত হয়
প্রশ্ন-৩৬. 'নিমগাছ' গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? 
উত্তর: 'নিমগাছ' গল্পটি 'অদৃশ্যলোক' গ্রন্থের অন্তর্গত
প্রশ্ন-৩৭. 'নিমগাছ' গল্পটি কী ধরনের গল্প? 
উত্তর: 'নিমগাছ' গল্পটি একটি প্রতীকীগল্প ।
প্রশ্ন-৩৮. 'নিমগাছ' গল্পের কোন বাক্যে লেখকের সীমাহীন কথার আখ্যান প্রকাশ পেয়েছে?
উত্তর: 'নিমগাছ' গল্পের শেষ বাক্যে লেখকের সীমাহীন কথার আখ্যান প্রকাশ পেয়েছে।

বাংলা ১ম পত্র জ্ঞানমূলক  প্রশ্ন উত্তর

Post a Comment

Previous Post Next Post