শিক্ষা ও মনুষ্যত্ব গল্পে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

শিক্ষা ও মনুষ্যত্ব গল্পে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

বাংলায় A+ পেতে পানির মত সহজ করে তুলবে এই প্রশ্নগুলি। শিক্ষা ও মনুষ্যত্ব গল্পে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। শিক্ষা ও মনুষ্যত্ব গল্পে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। এগুলি নিম্নে দেওয়া
শিক্ষা ও মনুষ্যত্ব গল্পে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন -১ মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন  
উত্তর : মোতাহের হোসেন চৌধুরী ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন । 

প্রশ্ন -২ মোতাহের হোসেন চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন 
উত্তর : মোতাহের হোসেন চৌধুরী কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন ।

প্রশ্ন -৩  মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়  
উত্তর : মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে ।

প্রশ্ন -৪ মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন 
 উত্তর : মোতাহের হোসেন চৌধুরী ‘ শিখা ' পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন । 

প্রশ্ন -৫  শিখা ' পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো  
উত্তর : শিখা ’ পত্রিকা ঢাকা থেকে প্রকাশিত হতো । 

প্রশ্ন -৬ মোতাহের হোসেন চৌধুরীর গদ্যে কোন লেখকের প্রভাব লক্ষণীয় 
উত্তর : মোতাহের হোসেন চৌধুরীর গদ্যে প্রমথ চৌধুরীর প্রভাব লক্ষণীয় । 

প্রশ্ন -৭ মোতাহের হোসেন চৌধুরীর অনুবাদগ্রন্থ দুটির নাম লেখো ।
উত্তর : মোতাহের হোসেন চৌধুরীর অনুবাদগ্রন্থ দুটির নাম ' সভ্যতা ' এবং ' সুখ ' । 

  প্রশ্ন -৮ মোতাহের হোসেন চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন 
উত্তর : মোতাহের হোসেন চৌধুরী ১৯৫৬ সালে মৃত্যুবরণ করেন । 
 
প্রশ্ন -৯ মানুষের জীবনকে কীসের সাথে তুলনা করা যায় ? 
উত্তর : মানুষের জীবনকে দোতলা ঘরের সাথে তুলনা করা যায় ।
 
প্রশ্ন -১০ মানবসত্তা বলতে লেখক কী বুঝিয়েছেন ? 
উত্তর : মানবসত্তা বলতে লেখক মনুষ্যত্বকে বুঝিয়েছেন ।
 
প্রশ্ন -১১ জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই কোনটি  
উত্তর : জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা ।

প্রশ্ন -১২ জীবসত্তার ঘরেও কে কাজ করে 
উত্তর : শিক্ষা জীবসত্তার ঘরেও কাজ করে ।
 
প্রশ্ন -১৩ . জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে 
উত্তর : জীবসত্তার ঘরে শিক্ষা ক্ষুৎপিপাসার ব্যাপারটিকে মানবিক করে তোলে । 

প্রশ্ন -১৪ শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি ? 
উত্তর : শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিই শিক্ষার শ্রেষ্ঠ দিক ।

প্রশ্ন -১৫  শিক্ষা অপ্রয়োজনীয় দিকই শ্রেষ্ঠ ' কেন ? 
উত্তর : শিক্ষার অপ্রয়োজনীয় দিক মানুষকে শেখায় এবং মনোমালিক শেখায় । 

প্রশ্ন -১৬ কে অর্থচিন্তার নিগড়ে বন্দি  
উত্তর : আমরা সকলেই অর্থচিন্তার নিগড়ে বন্দি ।

প্রশ্ন -১৭ ধনী - দরিদ্র সকলের অন্তরে কী ধ্বনি উত্থিত হয়েছে  
উত্তর : ধনী - দরিদ্র সকলের অন্তরে একই ধ্বনি উত্থিত হচ্ছে ; চাই , চাই আরও চাই ।

প্রশ্ন -১৮ কোন চিন্তা থেকে মুক্ত হতে পারলে শিক্ষা মানবজীবনে সোনা ফলাবে 
উত্তর : অর্থচিন্তার নিগড় থেকে মুক্ত হতে পারলে শিক্ষা মানবজীবনে সোনা ফলাবে । জীবনকে উপভোগ করতে হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করতে এই দিকটিই শিক্ষার শ্রেষ্ঠ দিক ।

প্রশ্ন -১৯ লেখক মোতাহের হোসেন চৌধুরী কোন চেষ্টাকে অভিনন্দন যোগ্য বলেছেন 
উত্তর : অর্থচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলেছে তাকে লেখক মোতাহের হোসেন চৌধুরী অভিনন্দনযোগ্য বলেছেন । 

প্রশ্ন ২০ কারা কারাগারকেই স্বর্গতুল্য মনে করে 
উত্তর : আলো - হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে । 
 
প্রশ্ন -২১ অন্ন - বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়– এই বোধটি মানুষের কীসের পরিচায়ক 
উত্তর : অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়– এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক ।

 প্রশ্ন -২২ চিন্তার স্বাধীনতা , বুদ্ধির স্বাধীনতা ও আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কি নেই 
উত্তর : চিন্তার স্বাধীনতা , বুদ্ধির স্বাধীনতা ও আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই ।
 
প্রশ্ন -২৩ আত্মার অমৃত উপলব্ধি করা যায় না কেন  
উত্তর : ক্ষুৎ - পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না । 

প্রশ্ন -২৪ মানুষকে মনুষ্যত্বলোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয় কে 
উত্তর : মানুষকে মনুষ্যত্বলোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয় শিক্ষা ।

প্রশ্ন -২৫ শিক্ষা মানুষের কোন দিকটি জাগ্রত করে
উত্তর : শিক্ষা মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করে ।

প্রশ্ন -২৬ মানব জীবনে মুক্তির জন্য মোতাহের হোসেন চৌধুরী কয়টি উপায়ের কথা বলেছেন 
উত্তর : মানবজীবনে মুক্তির জন্য মোতাহের হোসেন চৌধুরী দুটি উপায়ের কথা বলেছেন ।
 
প্রশ্ন -২৭ মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায় কেন 
উত্তর : লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে , অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে , শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায় । 

প্রশ্ন -২৮ লোভের ফলে কীসের মৃত্যু ঘটে 
উত্তর : লোভের ফলে মানুষের আত্মিক মৃত্যু ঘটে ।

প্রশ্ন -২৯ শিক্ষার আসল কাজ কী 
উত্তর : শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি করা । 
 
প্রশ্ন -৩০ জ্ঞান পরিবেশন কীসের উপায় 
উত্তর : জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় । 
  
প্রশ্ন -৩১ শিক্ষার মারফতে কী লাভ করা যায় 
উত্তর : শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায় ।
প্রশ্ন -৩২ মোতাহের হোসেন চৌধুরীর মতে , পায়ের কাঁটার দিকে নজর দিতে হলে কী উপভোগ করা যায় না 
উত্তর : মোতাহের হোসেন চৌধুরীর মতে , পায়ের কাঁটার দিকে নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না ।  শব্দার্থ ও টীকা 

প্রশ্ন -৩৩ নিগড় ’ অর্থ কী  
উত্তর : ' নিগড় ' অর্থ শিকল বা বেড়ি । 

প্রশ্ন -৩৪ . ক্ষুৎপিপাসা কী 
উত্তর : ক্ষুৎপিপাসা হলো ক্ষুধা ও তৃষ্ণা ।
 
প্রশ্ন -৩৫ . ‘ লেফাফাদুরস্তি ’ অর্থ কী 
উত্তর : ' লেফাফাদুরস্তি ' অর্থ হলো— বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভেতরে প্রতারণা । -
  
প্রশ্ন -৩৬  পিঞ্জরবদ্ধ ' শব্দের অর্থ কী 
উত্তর : ' পিঞ্জরবদ্ধ ' শব্দের অর্থ— খাঁচায় বন্দি। 

প্রশ্ন -৩৭ শিক্ষা ও মনুষ্যত্ব ' প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত 
উত্তর : ' শিক্ষা ও মনুষ্যত্ব ' প্রবন্ধটি ' সংস্কৃতি কথা ' গ্রন্থ থেকে সংকলিত ।
 
প্রশ্ন -৩৮ শিক্ষা ও মনুষ্যত্ব ” প্রবন্ধটি কোন প্রবন্ধের অংশবিশেষ 
উত্তর : ' শিক্ষা ও মনুষ্যত্ব ' প্রবন্ধটি প্রাবন্ধিকের ' সংস্কৃতি কথা ' গ্রন্থের ' মনুষ্যত্ব ' প্রবন্ধের অংশবিশেষ।

প্রশ্ন -৩৯ মানুষের সত্তা কয়টি 
উত্তর : মানুষের সত্তা দুটি ।

প্রশ্ন -৪০ জীবসত্তার প্রয়োজনে কোন চিন্তা হতে মুক্তি ঘটে 
উত্তর : জীবসত্তার প্রয়োজনে অন্নবস্ত্রের চিন্তা হতে মুক্তি ঘটে । 
 
প্রশ্ন -৪১ শিক্ষা লাভের মাধ্যমে কিসের বিকাশ ঘটে 
উত্তর : শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে 

প্রশ্ন -৪২ কোনটি মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র 
 উত্তর  : জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায়মাত্র


বাংলা ১ম পত্র জ্ঞানমূলক  প্রশ্ন উত্তর

Post a Comment

Previous Post Next Post