ইংরেজি রাইটিং অংশে A+ পাওয়ার কৌশল

ভালো রেজাল্ট করার পূর্ব শর্ত হলো রাইটিং অংশ ভালো করা। ইংরেজি রাইটিং অংশে A+ পাওয়ার কৌশল । এটি অবলম্বন করে অনেক কম মুখস্থ করেও অনেক বেশি লিখা যায় অনেক ভালো রেজাল্ট করা সম্ভব হয়। শুধু তাই না এগুলো ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়িয়ে তুলে  যে কোন পরিস্থিতিতে অজানা তথ্যকে খুব সুন্দর করে উপস্থাপন করার ক্ষেত্রে এর ভূমিকা অপরিসীম। ইংরেজি রাইটিং অংশে  ফুল মার্কস বা A+ পাওয়ার কৌশল গুলো উল্লেখ করা হলো

ইংরেজি রাইটিং অংশে  A+ পাওয়ার কৌশল

  • ইংরেজি রাইটিং অংশ কি?
  • কিভাবে ফুল মার্কস পাব?
  • কেন ফুল মার্কস পাবে
  • ইংরেজি রাইটিং অংশ কি?
ইংরেজি রাইটিং অংশ বলতে বোঝানো হয়েছে যে  ইংরেজি দ্বিতীয় পত্র নামক একটা বই রয়েছে সেটির দ্বিতীয় অংশ অর্থাৎ রাইটিং অংশকে যেমন  paragraph composition dialogue letter email story application CV ইত্যাদি।

কিভাবে ফুল মার্কস পাওয়া সম্ভব?

চলো একটি উদাহরণের মাধ্যমে বুঝি ধরো যে,,টেস্ট পেপার এর সাজেশন ৪০ টার মতো Application সাজেশন করা হয়েছে যেগুলো পড়লে পরীক্ষায় কমন পড়বে এখন  ০ টা অ্যাপ্লিকেশন মুখস্ত করা কি সম্ভব? কেমন হয় এগুলোকে টাইপ আকারে ভাগ করে ৪০ টা Application কে যেন তিন থেকে চারটা Application মাধ্যমে লিখা যায় সেরকম ভাবে একটা Application লিখলে। চলো টাইপ আকারে ভাগ করি (উদাহরণ)

ইংরেজি রাইটিং অংশে  ফুল মার্কস বা A+ পাওয়ার কৌশল

Type 1 :  Set up club

  1. Set up Computer club 
  2. Debating club 
  3. English language club
  4. Set up Canteen 
  5. Camp
  6. School hostel 
  7. Multimedia classroom
  8. enhancing multimedia  
  9. library facilities
  10. increasing common room facilities 
  11. extra lessons immediately       

Type 2 : Travels

  1. Study tour
  2. Picnic
  3. Annual sports
  4. cultural part
  5. an excursion             

Type 3: DC 

  1. repairing a bridge
  2. damaged road
  3. constricting a bridge
  4. flood affected people
  5. cyclone affected people

এভাবে টাইপে আকারে রাইটিং অংশ পড়া গেলে পরীক্ষায় ১০/১০ পাওয়া সম্ভব।

কেন ফুল মার্কস পাবে?

যদি কেউ টাইপ আকারে না পড়ে একটি দিয়ে সবগুলো Application লেখার চেষ্টা করে সে ক্ষেত্রে যে সম্বন্ধে পরীক্ষায় Application আসছে তার সাথে আংশিক কিছুটা মিল থাকে পরীক্ষায় চাওয়ার বিষয়বস্তু এক টপিকে লিখা হয়ে গেছে আরেকটা টপিকে এভাবে উল্টাপাল্টা লিখলে নাম্বার পাওয়া যায় না যেহেতু আংশিক মিল থাকে এর জন্য স্যারেরা কিছুটা নাম্বার দেয় এতে করে ফুল মার্কস পাওয়া যায় না।
কিন্তু টাইপা করে শিখে রাখলে যে Application আসছে সে সম্বন্ধে লেখা যায় এবং ঐ বিষয়বস্তুই ফুটে ওঠে । যেহেতু ঐ বিষয়বস্তুর ফুটে ওঠে সেহেতু স্যারেরা নাম্বার দিতে বাধ্য 


English Writing site type Auto note

1টি দিয়ে ভ্রমণ সম্বন্ধে 5টি Application লিখ 
1টি Paragraph দিয়ে 100টি  লেখা নিয়ম pdf 
১ টি Email শিখে, 100 টি /অসংখ্য Email লেখ 
একটি email দিয়ে অনেক গুলো লেখার নিয়ম pdf
1টি Dialogue দিয়ে অনেক লেখার নিয়ম pdf
একটি letter দিয়ে অনেক লেখার নিয়ম pdf
1টি দিয়ে ভ্রমণ সম্বন্ধে 6টি letter লেখ pdf 
১টি Email দিয়ে ভ্রমণ সম্বন্ধে 5 টি  লেখা pdf 
Good side paragraph pdf
Bad side paragraph pdf
1টি দিয়ে science technology সম্পর্কে সব paragraph  pdf 
1টি দিয়ে habit hobby সম্বন্ধে সব paragraph pdf 
1টি দিয়ে person সম্বন্ধে সব paragraph pdf 
1টি composition দিয়ে science technolog সম্বন্ধে সব  pdf 
1টি composition দিয়ে any Journey সম্বন্ধে সব pdf
Good side composition pdf
Bad side composition pdf
একটি CV দিয়ে অনেক লেখার নিয়ম pdf
একটি CV দিয়ে অনেক লেখার নিয়ম 
1টি application দিয়ে অনেক গুলো লেখার নিয়ম pdf
একটি অ্যাপ্লিকেশন দিয়ে অনেক লেখার নিয়ম 
1টি দিয়ে Set up রিলেটেড সব 5টি Application 
1টি দ্বারা Set up রিলেটেড সব Application  লেখ pdf  
1টি দ্বারা  DC কাছে এই রিলেটেড সব Applicationpd

Post a Comment

Previous Post Next Post