প্রবাস বন্ধু গল্পে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF ১০০% বোর্ড কমন উত্তর উত্তর)

প্রবাস বন্ধু  গল্পে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রবাস বন্ধু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। বাংলায় A+ পেতে পানির মত সহজ করে তুলবে এই প্রশ্নগুলি।  ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র প্রবাস বন্ধু  গল্পের প্রশ্ন উত্তরপ্রবাস বন্ধু  গল্পে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন -১ সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন ?
উত্তর : সৈয়দ মুজতবা আলী ১৯০৪ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন -২ সৈয়দ মুজতবা আলী সিলেটের কোন স্কুলে লেখাপড়া করেন ? 
উত্তর : সৈয়দ মুজতবা আলী সিলেট গভর্নমেন্ট হাইস্কুলে লেখাপড়া করেন। 

প্রশ্ন -৩ সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন ? 
উত্তর : সৈয়দ মুজতবা আলী জার্মানির বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

প্রশ্ন -৪ সৈয়দ মুজতবা আলীকে কী অভিযোগের কারণে চাকরি ছাড়তে হয় ? 
উত্তর : সৈয়দ মুজতবা আলীকে পাকিস্তানি সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে চাকরি ছাড়তে হয়।

প্রশ্ন -৫ সৈয়দ মুজতবা আলী কত সালে বিশ্বভারতীর রিডার নিযুক্ত হন ? 
উত্তর : সৈয়দ মুজতবা আলী ১৯৬১ সালে বিশ্বভারতীর রিডার নিযুক্ত হন। 

প্রশ্ন -৭ সৈয়দ মুজতবা আলীর একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো। 
উত্তর : সৈয়দ মুজতবা আলীর একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম  দেশে - বিদেশে। 

প্রশ্ন -৮ সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : সৈয়দ মুজতবা আলী ১৯৭৪ সালে মৃত্যুবরণ করেন। 

প্রশ্ন -৯ চাচা কাহিনী ' গ্রন্থটির লেখক কে ?
উত্তর : চাচা কাহিনী গ্রন্থটির লেখক সৈয়দ মুজতবা আলী।

প্রশ্ন -১০ লেখক কোন গ্রামে বাসা খুঁজে পেয়েছিলেন ? 
উত্তর : লেখক খাজামোল্লা গ্রামে বাসা খুঁজে পেয়েছিলেন।

প্রশ্ন -১১ কাবুল থেকে খাজা মোল্লা গ্রামের দূরত্ব কত ?
উত্তর : কাবুল থেকে খাজা মোল্লা গ্রামের দূরত্ব আড়াই মাইল।

প্রশ্ন -১২  অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন ? 
উত্তর : অধ্যক্ষ জিরার ফ্রান্সের অধিবাসী ছিলেন। 

প্রশ্ন -১৩ প্রবাস বন্ধু  রচনায় বর্ণিত কাজের চাকরের নাম কী ? 
উত্তর : ‘ প্রবাস বন্ধু ’ রচনায় বর্ণিত কাজের চাকরের নাম আবদুর রহমান।

প্রশ্ন-১৫ আবদুর রহমানের উচ্চতা কত ছিল ? 
উত্তর : আব্দুর রহমানের উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি।

প্রশ্ন -১৬ রিলিফ ম্যাপের চেহারা মানে কী ?  
উত্তর : রিলিফ ম্যাপের চেহারা মানে শীতে গ্রীষ্মে শরীরের চামড়া চিরে।

প্রশ্ন -১৭ লেখক আবদুর রহমানের চোখ দুটিকে কীসের সঙ্গে তুলনা করেন ? 
উত্তর : লেখক আবদুর রহমানের চোখ দুটিকে চিনেমাটির ডাবরে ভেসে ওঠা পান্তুয়ার সঙ্গে তুলনা করেছেন 

প্রশ্ন -১৮ আবদুর রহমান পূর্বে কোথায় কাজ করেছে ? 
উত্তর : আবদুর রহমান পূর্বে পল্টনের মেসে কাজ করেছে।

প্রশ্ন -১৯ কাবুলে বরফ আসে কোথা থেকে ? 
উত্তর : কাবুলে বরফ আসে পাগমানের পাহাড় থেকে ।

প্রশ্ন -২০ শীতকালে নিচ থেকে বরফ কী বোঝাই করে আনা হয় ? 
উত্তর : শীতকালে নিচ থেকে বরফ গাধা বোঝাই করে আনা হয়

প্রশ্ন -২১  কাবুল শহরে নিশাচর হতে হলে কী প্রয়োজন ?
উত্তর : কাবুল শহরে নিশাচর হতে হলে তাগদ ও হাতিয়ার প্রয়োজন। 

প্রশ্ন -২২ ভিক্টোরিয়া আলবার্ট আঁতাত হয়েছিল কোথায় ? 
উত্তর : ভিক্টোরিয়া আলবার্ট আঁতাত হয়েছিল ইংল্যান্ডে।

প্রশ্ন -২৩ মাংসের কোরমাটা কীসের মাংসে তৈরি করা হয়েছিল ? 
উত্তর : মাংসের কোরমাটা দুম্বার মাংসে তৈরি করা হয়েছিল। 

প্রশ্ন -২৪ দুম্বার মাংসের গামলায় কী দেখে লেখকের অপাঙক্তেয় বলে মনে হলো ?
উত্তর : দুম্বার মাংসের গামলার একটি আলু দেখে লেখকের কাছে অপাঙক্তেয় বলে মনে হলো। 

প্রশ্ন -২৫ আবদুর রহমানের রান্না লেখকের কেমন মনে হয়েছে ? 
উত্তর : আবদুর রহমানের রান্না লেখকের উৎকৃষ্ট মনে হয়েছে 

প্রশ্ন -২৬ আবদুর রহমান পেঁজা বরফের গুঁড়োয় ভর্তি ডাবরের নিচে কী নিয়ে আসে ? 
উত্তর : আবদুর রহমান পেঁজা বরফের গুঁড়োয় ভর্তি ডাবরের নিচে বাগেবালার বরফি আঙুর নিয়ে আসে।

প্রশ্ন -২৭ কোন জায়গার বরফি আঙুর তামাম আফগানিস্তানে মশহুর ? 
উত্তর : বাগেবালার বরফি আঙুর তামাম আফগানিস্তানে মশহুর  

প্রশ্ন -২৮ লেখক কী খেতে পছন্দ করেন না ? 
উত্তর : লেখক মিষ্টি খেতে পছন্দ করেন না। 

প্রশ্ন -২৯ আবদুর রহমান কী ধরনের চা নিয়ে এলো ? 
উত্তর : আবদুর রহমান কাবুলি সবুজ চা নিয়ে এলো।

প্রশ্ন -৩০ কাবুলি সবুজ চা পেয়ালায় ঢাললে কেমন দেখায় ?
উত্তর : কাবুলি সবুজ চা পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রঙের দেখায়। 

প্রশ্ন -৩১ পানশির কী ?
উত্তর : পানশির হলো উত্তর আফগানিস্থানের একটি প্রদেশ  

প্রশ্ন -৩২ আবদুর রহমানের বাড়ি আফগানিস্তানের কোথায় ? 
উত্তর : আবদুর রহমানের বাড়ি উত্তর আফগানিস্তানের পানশির অঞ্চলে  

প্রশ্ন -৩৩ লেখক শীতকালটা কোথায় কাটাতে চাইলেন কেন ? 
উত্তর : লেখক শীতকালটা পানশির কাটাতে চাইলেন প্রাণ বাঁচানোর জন্য। 

প্রশ্ন -৩৪ ওরভোয়া কী অর্থ নির্দেশ করে ? 
উত্তর : ‘ ওরভোয়া আবার দেখা হবে অর্থ নির্দেশ করে।

প্রশ্ন -৩৫ আবদুর রহমানের সরল আতিথেয়তাকে শেষাবধি লেখক কীভাবে গ্রহণ করেছেন ? 
উত্তর : আবদুর রহমানের সরল আতিথেয়তাকে শেষাবধি লেখক শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছেন।

প্রশ্ন -৩৭ তাগদ  শব্দার্থ কী ? 
উত্তর : তাগদ শব্দার্থ শক্তি। 

প্রশ্ন -৩৮ তম্বী  বলতে কী বোঝায় ? 
উত্তর : তম্বী বলতে তিরস্কার বোঝায়।

প্রশ্ন -৩৯  পুনরপি  শব্দের অর্থ কী ?
উত্তর : পুনরপি শব্দের অর্থ পুনরায়। 

প্রশ্ন -৪০  ব্রহ্মরন্ধ্র শব্দের অর্থ কী ? 
উত্তর : ‘ ব্রহ্মরন্ধ ’ শব্দের অর্থ— তালুর কেন্দ্রবর্তী ছিদ্র । 
 
প্রশ্ন -৪১  প্রবাস বন্ধু  গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে গৃহীত ? 
উত্তর : প্রবাস বন্ধু গল্পটি লেখকের  দেশে - বিদেশে  গ্রন্থ থেকে গৃহীত।
 
প্রশ্ন -৪২ প্রবাস বন্ধু  ভ্রমণকাহিনিটি দেশে - বিদেশে গ্রন্থের কোন অংশে আছে ?
উত্তর : প্রবাস বন্ধু ভ্রমণকাহিনিটি দেশে বিদেশে গ্রন্থের পঞ্চদশ অংশে আছে। 

প্রশ্ন -৪৩ আফগানিস্তানের রাজধানীর নাম কী ? 
উত্তর : আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল।

প্রশ্ন -৪৪ খাজামোল্লা গ্রাম কোথায় অবস্থিত ?
উত্তর : কাবুলের সন্নিকটে খাজামোল্লা গ্রাম অবস্থিত।

প্রশ্ন -৪৫ লেখক খাজামোল্লা নামক গ্রামে বাসের সময় দেখভালের দায়িত্ব কে ছিলেন ? 
উত্তর : লেখক খাজামোল্লা নামক গ্রামে বাসের সময় দেখভালের দায়িত্ব ছিলেন আবদুর রহমান।

প্রশ্ন -৬ সৈয়দ মুজতবা আলী কোথায় রিডার নিযুক্ত হন ? 
উত্তর : সৈয়দ মুজতবা আলী বিশ্বভারতীতে রিডার নিযুক্ত হন।


বাংলা ১ম পত্র জ্ঞানমূলক  প্রশ্ন উত্তর

Post a Comment

Previous Post Next Post