মানুষ মুহম্মদ (স.) গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF ১০০% বোর্ড কমন উত্তর উত্তর)

মানুষ মুহম্মদ (স.) গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

মানুষ মুহম্মদ (স.) জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। বাংলায় A+ পেতে পানির মত সহজ করে তুলবে এই প্রশ্নগুলি।  ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র মানুষ মুহম্মদ (স.) গল্পের প্রশ্ন উত্তর

মানুষ মুহম্মদ (স.) গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১ মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধের লেখক কে? 
উত্তর: মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের লেখক মোহাম্মদ ওয়াজেদ আলি।

প্রশ্ন-২. মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্ম কত সালে?
উত্তর: মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্ম ১৮৯৬ খ্রিষ্টাব্দে।

প্রশ্ন-৩. মোহাম্মদ ওয়াজেদ আলী কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: মোহাম্মদ ওয়াজেদ আলী সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে জন্মগ্রহণ করেন ।

প্রশ্ন-৪ ছাত্রজীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন? 
উত্তর: ছাত্রজীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন।

প্রশ্ন-৫. 'স্মার্ণানন্দিনী' গ্রন্থটি কে রচনা করেছেন?
উত্তর: স্মার্ণানন্দিনী' গ্রন্থটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচনা করেছেন।

প্রশ্ন-৬ মোহাম্মদ ওয়াজেদ আলী কত সালে কলকাতা ছেড়ে বাঁশদহ ফিরে আসেন?
উত্তর: মোহাম্মদ ওয়াজেদ আলী ১৯৩৫ সালে কলকাতা ছেড়ে বাঁশদহ ফিরে আসেন।

প্রশ্ন-৭ মোহাম্মদ ওয়াজেদ আলী কত সালে মৃত্যুবরণ করেন? 
উত্তর: মোহাম্মদ ওয়াজেদ আলী ১৯৫৪ সালের ৮ই নভেম্বর মৃত্যুবরণ করেন ।

প্রশ্ন-৮ মহানবি (স.)-এর মৃত্যু সংবাদ শুনে কে উলঙ্গ তরবারি হাতে লাফিয়ে উঠলেন?
উত্তর: মহানবি (স.) এর মৃত্যু সংবাদ শুনে হযরত ওমর (রা.) উলঙ্গ তরবারি হাতে লাফিয়ে উঠলেন ।

প্রশ্ন-৯ যে বলিবে হযরত মরিয়াছেন, তাহার মাথা যাইবে'- উন্নিটি কার? 
উত্তর: 'যে বলিবে হযরত মরিয়াছেন, তাহার মাথা যাইবে'- উক্সিটি বীরবাহু ওমর (রা.)-এর 

প্রশ্ন-১০ শেষ পর্যন্ত হযরতের মৃত্যুশয্যার পাশে কে ছিলেন?
উত্তর: মহামতি আৰু বকর (রা.) হযরতের মৃত্যু শয্যার পাশে শেষ পর্যন্ত ছিলেন। 

প্রশ্ন-১১ অমর অবিনশ্বর কে?
উত্তর: আল্লাহ অমর অবিনশ্বর।

প্রশ্ন-১২ সকলের মহাযাত্রা কার দিকে? 
উত্তর: আল্লাহর দিকেই সকলের মহাযাত্রা।

প্রশ্ন-১৩ কার গম্ভীর উদ্ভিতে সকলের চৈতন্য হয়েছিল?
উত্তর: হযরত আবুবকর (রা.)-এর গম্ভীর উক্তিতে সকলের চৈতন্য হয়েছিল। 

প্রশ্ন-১৪ কার শিথিল অঙ্গ মাটিতে লুটাল?
উত্তর: হযরত ওমর (রা.)-এর শিথিল অঙ্গ মাটিতে লুটাল।

প্রশ্ন-১৫ 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে 'স্থিতধী' বলা হয়েছে কাকে? 
উত্তর: 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে স্থিতধী বলা হয়েছে হযরত আবু বকর (রা.) কে।

প্রশ্ন-১৬ মহানবি কোন গুণ দ্বারা মানুষের মন আকর্ষণ করেছিলেন?
উত্তর: মানবীয় গুণাবলি দ্বারা তিনি সকলের মন আকর্ষণ করেন।

প্রশ্ন-১৭ হযরত মুহম্মদ (স.) কোন বংশে জন্মগ্রহণ করেন? 
উত্তর: হযরত মুহম্মদ (স.) মক্কার শ্রেষ্ঠ কোরাইশ বংশে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-১৮ হযরত মুহম্মদ (স.) আবাল্য কী ছিলেন? 
উত্তর: হযরত মুহম্মদ (স.) আবাল্য আল-আমিন ছিলেন।

প্রশ্ন-১৯ আৰু মা'বদ কী চরাতেন?
উত্তর: আবূ মা'বদ মেষপাল চরাতেন।

প্রশ্ন-২০ উম্মে মা'বদ হযরত মুহম্মদ (স.) এর মুখের ভাষণকে কেমন বলেছেন? 
উত্তর: উম্মে মা'বদ হযরত মুহম্মদ (স.) এর মুখের ভাষণকে মধুবর্ষী বলে অভিহিত করেছেন

প্রশ্ন-২১ কীসের সাধনায় মহানবি (স.)-এর চরিত্র মধুময় হয়েছিল? 
উত্তর: সত্যের নিবিড় সাধনায় মহানবি (স.)-এর চরিত্র মধুময় হয়েছিল ।

প্রশ্ন-২২ কখনো অভিশাপ দেওয়ার চিন্তা কার অন্তরে উদিত হয়নি?
উত্তর: কখনো অভিশাপ দেওয়ার চিন্তা হযরত মুহম্মদ (স.)-এর অন্তরে উদিত হয়নি 

প্রশ্ন-২৩ এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো” এই প্রার্থনা করেছিলেন কে? 
উত্তর: 'এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো' এই প্রার্থনা করেছিলেন হযরত মুহম্মদ (স.)।

প্রশ্ন-২৪ কোথায় সত্য প্রচার করতে যেয়ে হযরত মুহাম্মদ (স.) ভীষণ বিপদের সম্মুখীন হয়েছিলেন? 
উত্তর: তায়েফে সত্য প্রচার করতে যেয়ে হযরত মুহম্মদ (স.) ভীষণ বিপদের সম্মুখীন হয়েছিলেন। 

প্রশ্ন-২৫  কার বিরুদ্ধে মুহম্মদ (স.)-এর বিন্দুমাত্র অভিযোগ নেই? 
উত্তর: অত্যাচারীর বিরুদ্ধে মুহম্মদ (স.) এর বিন্দুমাত্র অভিযোগ নেই। 

প্রশ্ন-২৬  উপহাসিত, অপমানিত হয়েও হযরতের মুখ। দিয়ে কী উচ্চারিত হয়নি? 
উত্তর: উপহাসিত, অপমানিত হয়েও হযরতের মুখ দিয়ে ক্রোধ, ঘৃণা বা বিরক্তি একটি শব্দও উচ্চারিত হয়নি।

প্রশ্ন-২৭ হযরত মুহম্মদ (স.) মানুষের দ্বারে দ্বারে কীসের বাণী বহন করছেন?
উত্তর: হযরত মুহম্মদ (স.) মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করছেন।

প্রশ্ন-২৮ যখন দেখা গেল কোরেশরা সত্যকে গ্রহণ করবে না, তখন হযরত মুহম্মদ (স.) কী করলেন?
উত্তরঃ যখন দেখা গেল কোরেশরা সত্যকে গ্রহণ করবে না তখন হযরত মুহম্মদ (স.) মদিনায় চলে গেলেন।

প্রশ্ন-২৯ কাদের ছিন্ন মুণ্ডু আনার জন্য বিপুল পুরস্কারের লোভ দেখানো হয়েছিল?
উত্তর: হযরত মুহম্মদ (স.) ও হযরত আবুবকর (রা.)-এর ছিন্ন মুণ্ডু আনার জন্য বিপুল পুরস্কারের লোভ দেখানো হয়েছিল। 

প্রশ্ন-৩০ হুদায়বিয়ার সন্ধিতে মুসলিমদের স্কন্ধে কী চাপিয়ে দেওয়া?
উত্তর: হুদায়বিয়ার সন্ধিতে মুসলিমদের স্কন্ধে অপমানজনক শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। 

প্রশ্ন-৩১ 'মানুষ মুহম্মদ (স.)' রচনায় মজলিসের একপ্রান্তে কে বসে ছিল?
উত্তর: 'মানুষ মুহম্মদ (স.)' রচনায় মজলিসের একপ্রান্তে একজন অন্ধ বসে ছিল। 

প্রশ্ন-৩২ হযরত মুহম্মদ (স.)-এর মাজার কোথায়?
উত্তর: হযরত মুহম্মদ (স.)-এর মাজার মদিনায়।

প্রশ্ন-৩৩ 'তায়েফ কি
উত্তর: 'তায়েফ' সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি উর্বর প্রদেশ 

প্রশ্ন-৩৪ তায়েফের অবস্থান কোথায়? 
উত্তর: তায়েফের অবস্থান সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি উর্বর প্রদেশে।

প্রশ্ন-৩৫ হুদায়বিয়া কী?
প্রশ্ন-৩৬ হুদায়বিয়ার সন্ধি রাসুল (স.)-এর কীসের পরিচায়ক?
উত্তর: হুদায়বিয়ার সন্ধি রাসুল (স.)-এর রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক।

প্রশ্ন-৩৭ আয়েশা (রা.) কার কন্যা ছিলেন? 
উত্তর: আয়েশা (রা.) হযরত আবুবকর (রা.)-এর কন্যা ছিলেন।

প্রশ্ন-৩৮ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ কে?
উত্তর: সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহম্মদ (স.)।

প্রশ্ন-৩৩ মুহম্মদ (স.) মানুষের মধ্যে শ্রেষ্ঠ কেন?
উত্তর: মুহম্মদ (স.) মানুষের মধ্যে শ্রেষ্ঠ কারণ একমাত্র তাঁর মানুষের সকল মানবীয় গুণাবলির উপস্থিতি বিদ্যমান।

প্রশ্ন-৪০. 'পরহিতব্রতী' শব্দের অর্থ কী?
উত্তর: 'পরহিতব্রতী' শব্দের অর্থ-পরের উপকারে নিয়োজিত 

প্রশ্ন-৪১. 'অরাতি' শব্দটির অর্থ কী
উত্তর: 'অরাতি' শব্দটির অর্থ শত্রু। 

প্রশ্ন-৪২. ‘পৌত্তলিক' শব্দের অর্থ কী? 
উত্তর: 'পৌত্তলিক' শব্দের অর্থ হলো মূর্তিপূজক।

প্রশ্ন-৪৩, 'সমাচ্ছন্ন' শব্দের অর্থ কী? 
উত্তর: 'সমাচ্ছন্ন' শব্দের অর্থ অভিভূত।

প্রশ্ন-৪৪. "হিজরত' অর্থ কী? 
উত্তর: হিজরত অর্থ পরিত্যাগ।

প্রশ্ন-৪৫. 'লোট্টাঘাত' শব্দের অর্থ কী? 
উত্তর: 'লোস্ট্র্যাঘাত' শব্দের অর্থ ঢিলের আঘাত।

প্রশ্ন-৪৬ ইসলামের দ্বিতীয় খলিফার নাম কী? 
উত্তর: ইসলামের দ্বিতীয় খলিফার নাম হযরত ওমর (রা.)।

প্রশ্ন-৪৭ রাহী' শব্দের অর্থ কী?  
উত্তর: 'রাহী' শব্দের অর্থ পথিক

প্রশ্ন-৪৮'অনুরুদ্ধ' শব্দের অর্থ কী?
উত্তর: 'অনুরুদ্ধ' শব্দের অর্থ অনুরোধ করা হয়েছে এমন মধ্যেই
প্রশ্ন-৪৯. ‘মরু ভাস্কর' গ্রন্থের লেখক কে?

উত্তর: ‘মরু ভাস্কর' গ্রন্থের লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী

প্রশ্ন-৫০. ‘মানুষ মুহম্মদ (স.)' রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 
উত্তর: মানুষ মুহম্মদ (স.) রচনাটি মোহাম্মদ ওয়াজেদ আলীর 'মরু ভাস্কর' গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 

উত্তর: হুদায়বিয়া হলো একটি যুদ্ধক্ষেত্র যেখানে বিধর্মীদের সঙ্গে রাসুল (সা.) এর একটি সন্ধিপত্র স্বাক্ষরিত হয়

বাংলা ১ম পত্র জ্ঞানমূলক  প্রশ্ন উত্তর

Post a Comment

Previous Post Next Post