আম আঁটির ভেঁপু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF ১০০% বোর্ড কমন উত্তর উত্তর)

আম আঁটির ভেঁপু গল্পের   জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

আম আঁটির ভেঁপু জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। বাংলায় A+ পেতে পানির মত সহজ করে তুলবে এই প্রশ্নগুলি।  ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র আম আঁটির ভেঁপু  গল্পের প্রশ্ন উত্তর

আম আঁটির ভেঁপু গল্পের   জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চব্বিশ পরগনা জেলার মুরি গ্রামে জন্মগ্রহণ করেন

প্রশ্ন-২. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কী? 
উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম- মহানন্দ বন্দ্যোপাধ্যা

প্রশ্ন-৩ পথের পাঁচালী' কার লেখা? 
উত্তর: ‘পথের পাঁচালী’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা।

প্রশ্ন-৪ দৃষ্টিপ্রদীপ উপন্যাসের লেখক কে? 
উত্তর: ‘দৃষ্টিপ্রদীপ' উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ।

প্রশ্ন-৫ কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবী পুরস্কারে ভূষিত হন? 
উত্তর: ‘ইছামতি' উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবী পুরস্কারে ভূষিত হন।

প্রশ্ন-৬. হরিহরের পুত্র কোথায় বসে খেলা করছিল? 
উত্তর: হরিহরের পুত্র ঘরের রোয়াকে বসে খেলা করছিল।

প্রশ্ন-৭ টোল-খাওয়া টিনের ভেঁপু বাঁশির দাম কত? 
উত্তর: টোল-খাওয়া টিনের ভেঁপু বাঁশির দাম চার পয়সা।

প্রশ্ন-৮ অপুর টোল-খাওয়া টিনের ভেঁপু বাঁশিটির দাম কত? 
উত্তর: অপুর টোল-খাওয়া টিনের ভেঁপু বাঁশির দাম চার পয়সা

প্রশ্ন-৯ অপুর খেলনা পিস্তলটির দাম কত পয়সা?  
উত্তর: অপুর খেলনা পিস্তলটির দাম দুই পয়সা।

প্রশ্ন-১০ কী খেলতে খাপরাগুলির লক্ষ্য অব্যর্থ?
উত্তর: গঙ্গা-যমুনা খেলতে খাপরাগুলির লক্ষ্য অব্যর্থ।

প্রশ্ন-১১ কাঠের ঘোড়াটি কীসের মতো পড়েছিল? 
উত্তর: কাঠের ঘোড়াটি পিজরাপোলের আসামির মতো পড়েছিল

প্রশ্ন-১২ অপুর কোন খেলনাটি পিজরাপোলের আসামির মতো পড়ে আছে? 
উত্তর: অপুর কাঠের ঘোড়া পিজরাপোলের আসামির মতো পড়ে আছে।

প্রশ্ন-১৩ অপুর দিদির নাম কী?  
উত্তর: অপুর দিদির নাম দুর্গা।

প্রশ্ন-১৪ উঠানের কোন জায়গা হতে দুর্গা অপুকে ডেকেছিল
উত্তর: উঠানের কাঁঠালতলা হতে দুর্গা অপুকে ডেকেছিল।

প্রশ্ন-১৫ দুর্গার বয়স কত?  
উত্তর: দুর্গার বয়স দশ-এগারো বছর।

প্রশ্ন-১৬ কার গায়ের রং অপুর মতো ফর্সা নয়?
উত্তর: দুর্গার গায়ের রং অপুর মতো ফর্সা নয়। 

প্রশ্ন-১৭ হরিহর রায়ের জ্ঞাতি ভাইয়ের নাম কী?
উত্তর: হরিহর রায়ের জ্ঞাতি ভাইয়ের নাম নীলমণি রায়।

প্রশ্ন-১৮ অপুর চোখ কেমন ছিল? 
উত্তর: অপুর চোখ ছিল বেশ ডাগর ডাগর।

প্রশ্ন-১৯ দুর্গা কীসের ভেতরে কচি আমগুলো কেটে রেখেছিল? 
উত্তর: দুর্গা নারিকেলের মালার মধ্যে কচি আমগুলো কেটে রেখেছিল । 

প্রশ্ন-২০. দুর্গা অপুকে তেল আর নুন আনতে বলল কেন?
উত্তর: দুর্গা অপুকে তেল আর নুন আনতে বলল আমের কুসি জারাবে বলে।

প্রশ্ন-২১ হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কী?
উত্তর: হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম নীলমণি।

প্রশ্ন-২২ ভুবন মুখুয্যের বাড়ি কত সময়ের পথ?  
উত্তর: ভুবন মুখুয্যের বাড়ি পাঁচ মিনিটের পথ।

প্রশ্ন-২৩ আম-আঁটির ভেঁপু গল্পে সর্বজয়া কে?
উত্তর: 'আম-আঁটির ভেঁপু গঞ্জে সর্বজয়া হলেন অপু-দুর্গার মা।

প্রশ্ন-২৪. দুর্গার বাবার নাম কী?
উত্তর: দুর্গার বাবার নাম হরিহর।

প্রশ্ন-২৫ মা খিদে পেয়েছে!' কে বলল? 
উত্তর: 'মা খিদে পেয়েছে এ কথাটি বলেছে অপু। 

প্রশ্ন-২৬ অপুর দাঁত টক হয়ে গিয়েছিল কেন?
উত্তর: আম খেয়ে অপুর দাঁত টক হয়ে গিয়েছিল।

প্রশ্ন-২৭. গোয়ালিনীর নাম কী? 
উত্তর: গোয়ালিনীর নাম স্বর্ণ

প্রশ্ন-২৮. স্বর্ণ গোয়ালিনী অপুদের বাড়ি এলো কেন?
উত্তর: স্বর্ণ গোয়ালিনী অপুদের বাড়ি এলো গাই দোয়াতে। 

প্রশ্ন-২৯, কাড়তলির আমগাছটি কাদের?
উত্তর: কাকুড়তলির আমগাছটি পটলিদের।

প্রশ্ন-৩০. হরিহর কাজ সেরে কখন বাড়ি ফিরল? 
উত্তর: হরিহর কাজ সেরে দুপুরের কিছু পর বাড়ি ফিরল। 

প্রশ্ন-৩১ কে আমতলায় জামতলায় ঘুরে বেড়াত?
উত্তর: দুর্গা আমতলায় জামতলায় ঘুরে বেড়াত।

প্রশ্ন-৩২ আম-আঁটির ভেঁপু" গল্পে হরিহর তাগাদার জন্য কোথায় গিয়েছিল? 
উত্তর: আম-আঁটির ভেঁপু" গল্পে হরিহর তাগাদার জন্য দশঘরা গ্রামে গিয়েছিল।

প্রশ্ন-৩৩. হরিহর রায়বাড়িতে কত টাকা বেতনে চাকরি করতেন?
উত্তর: হরিহর রায়বাড়িতে আট টাকা বেতনে চাকরি

প্রশ্ন-৩৪. হরিহর কত মাস অন্তর বেতন পায়? 
উত্তর: হরিহর দু'তিন মাস অন্তর বেতন পায় ।

প্রশ্ন-৩৫. বন্ধক ছাড়া ধার দেয় না কে? 
উত্তর: বন্ধক ছাড়া ধার দেয় না সেজ ঠাকরুন।

প্রশ্ন-৩৬ আম-আঁটির ভেঁপু" গল্পে সর্বজয়াকে কে দুবেলা তাগাদা দিতে শুরু করেছে? 
উত্তর: 'আম-আঁটির ভেঁপু" গল্পে সর্বজয়াকে রাধা বোষ্টমের বৌ দুবেলা তাগাদা দিতে শুরু করেছে।

প্রশ্ন-৩৭ আম-আঁটির ভেঁপু" গল্পে কোন গায়ে কোনো বামুন নেই?
উত্তর: 'আম-আঁটির ভেঁপু" গল্পে দশঘরা গ্রামে কোনো বামুন নেই। 

প্রশ্ন-৩৮ আজকাল লক্ষ্মী কোথায় বাঁধা পড়েছে? 
উত্তর: আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা পড়েছে। 

প্রশ্ন-৩৯. রোদে বেড়িয়ে কার মুখ রাঙা হয়ে উঠেছিল ?
উত্তর: রোদে বেড়িয়ে দুর্গার মুখ রাঙা হয়ে উঠেছিল।

প্রশ্ন-৪০. দুর্গা রড়া ফলের বিচি কোথায় রেখেছিল? 
উত্তর: দুর্গা রড়া ফলের বিচি আঁচলের খুঁটে বেঁধে রেখেছিল।

প্রশ্ন-৪১ আম-আঁটির ভেঁপু' গল্পে কোন গাইটাকে একেবারে রাক্ষস বলা হয়েছে?
উত্তর: 'আম-আঁটির ভেঁপু" গল্পে দুর্গাদের রাঙি গাইটাকে একেবারে রাক্ষস বলা হয়েছে। 

প্রশ্ন-৪২ রোয়াক' কী?
উত্তর: 'রোয়াক' হলো ঘরের সামনের খোলা জায়গা বা বারান্দা।

প্রশ্ন-৪৩ পিজরাপোলের আসামি' কী? 
উত্তর: 'পিজরাপোলের আসামি হলো খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামি।

প্রশ্ন-৪৪ দাওয়া' শব্দের অর্থ কী? 
উত্তর: 'দাওয়া' শব্দের অর্থ বারান্দা। 

প্রশ্ন-৪৫ জারা' শব্দের অর্থ কী? 
উত্তর: 'জারা' শব্দের অর্থ জীর্ণ করা। 

প্রশ্ন-৪৬, ‘কালমেঘ' কী?
উত্তর: কালমেঘ হলো যকৃতের রোগে উপকারী এক প্রকার তিক্ত স্বাদের গাছ।

প্রশ্ন-৪৭. 'গরাদ' কী?
উত্তর: 'গরাদ' হলো জানলার সিক

প্রশ্ন-৪৮. ‘আম-আঁটির ভেঁপু' শীর্ষক গল্পের রচয়িতা কে? 
উত্তর: 'আম-আঁটির ভেঁপু' শীর্ষক গল্পের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন-৪৯. 'আম আঁটির ভেঁপু" গল্পটির উৎস কী?
উত্তর: 'আম-আঁটির ভেঁপু' শীর্ষক গল্পটির উৎস ‘পথের পাঁচালী' উপন্যাস।

প্রশ্ন-৫০. কোন ঘটনা অবলম্বনে 'আম-আঁটির ভেঁপু' গল্পটি রচিত হয়েছে? 
উত্তর: গ্রামীণ জীবনে প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাইবোনের আনন্দিত আখ্যান নিয়ে ‘আম-আঁটির ভেঁপু' গল্পটি রচিত হয়েছে।

প্রশ্ন-৫১ আম-আঁটির ভেঁপু'গল্পটি কী স্মরণ করিয়ে দেয়? 
উত্তর: মানুষের চিরায়ত শৈশবকেই স্মরণ করিয়ে দেয় 'আম-আঁটির ভেঁপু' গল্পটি ।

বাংলা ১ম পত্র জ্ঞানমূলক  প্রশ্ন উত্তর

Post a Comment

Previous Post Next Post