SSC জীববিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর PDF ( A+) ১০০% কমন উপযোগী

SSC জীববিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর  । ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন

SSC জীববিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর 

১. কোষস্থ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কি বলে?
ক) ক্যালোজ 
খ)এনজাইম 
গ)ন্যাকটার
ঘ)কোষরস
সঠিক উত্তর :ঘ

২.নিচের কোনটি হাইডোফিলিক পদার্থ নয়?
ক)সেলুলোজ 
খ) কিউটিন 
গ)স্টার্চ
ঘ)জিলাটিন
সঠিক উত্তর :খ

৩.প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি?
ক)60% 
খ)70%
গ)80%
ঘ)90%
সঠিক উত্তর :ঘ

8. পূর্ণবয়স্ক মানুষের দেহে পানির পরিমাণ কত?
ক)86-60% 
খ)৬০-৬৫% 
গ)90-90%পইইট্রট্রটট
ঘ)70-75%
সঠিক উত্তর :ঘ

পোস্টটি.শুকনো কাঠ পানি শোষণ করে স্ফীত হওয়ার সাথে সম্পর্কিত কোনটি?
ক) প্রস্বেদন 
টব্যাপন
গ) অভিস্রবণ
ঘ) ইমবাইবিশন
সঠিক উত্তর :ঘ

৬.বর্ষাকালে ঘরের দরজা আটকানো কষ্টকর হয় কোনটির জন্য?
ক) ইমবাইবিশন
খ)ব্যাপন
গ)প্রস্বেদন
ঘ)অভিস্রবণ
সঠিক উত্তর :ক

৭. ব্যাপন কী ধরনের প্রক্রিয়া-
ক)জৈব 
খ)ভৌত
গ) অজৈব
ঘ)শারীরবৃত্তীয়
সঠিক উত্তর :খ

৮. কোনো পদার্থের অণুগুলো ঘনস্থান হতে হালকা স্থানে ব্যাপিত হওয়াকে কি বলে? 
ক) ব্যাপন 
খ) অভিস্রবণ
গ)শ্বসন
ঘ)প্রস্বেদন
সঠিক উত্তর :ক

নিচের উদ্দীপক অনুসারে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
মিসেস রিনার রান্না করা পায়েশের সুঘ্রাণ পেয়ে তার ছোট ছেলে শিপন দৌড়ে রান্নাঘরে এসে মাকে বললো যে, পায়েশের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে এবং পরবর্তীতে মাকে সে কিসমিসগুলো ফুলে টসটসে হওয়ার কারণ জিজ্ঞাসা করলো।
৯.প্রথম ও দ্বিতীয় ঘটনাটি যথাক্রমে-
ক)ব্যাপন অভিস্রবণ
খ)ব্যাপন ইমবাইবিশন
গ) ইমবাইবিশন ও অভিস্রবণ 
ঘ)অভিস্রবণ ও ব্যাপন
সঠিক উত্তর :ক

১০. কিসমিসের ঘটনাটির সাথে জড়িত প্রক্রিয়ার ক্ষেত্রে-
 i. বৈষম্যভেদ্য ঝিল্লি থাকে
ii. কম ঘন দ্রবণ থেকে দ্রাবক বেশি ঘন দ্রবণের দিকে যায়
iii. দ্রাবক তার বেশি ঘন এলাকা থেকে কম ঘন এলাকায় যায় নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর :i ও  ii
১১. উদ্ভিদের পানি পরিশোষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
ক)অভিস্রবন ও শ্বসন 
খ) অভিস্রবন ও প্রস্বেদন
গ)শ্বসন ও প্রস্বেদন 
ঘ) ব্যাপন ও শ্বসন
সঠিক উত্তর :খ

১২. কোন প্রক্রিয়ায় উদ্ভিদে খনিজ পদার্থ পাশের কোষে স্থানান্তরিত হয়।
ক)ইমবাইবিশন 
খ) ব্যাপন
গ)অভিস্রবণ 
ঘ) শ্বসন
সঠিক উত্তর :গ

১৩. মূলরোম থেকে পানি কর্টেক্সে প্রবেশ করে কোন পদ্ধতিতে?
ক) প্রস্বেদন 
খ) কোষান্তর ব্যাপন 
গ) অভিস্রবণ
ঘ) কোষান্তর অভিস্রবণ
সঠিক উত্তর :ঘ

১৪. চিনি পরিবহনে সহায়তা করে নিচের কোনটি ? 
ক)N
খ) Fe
গ)B
ঘ)S
সঠিক উত্তর :গ

১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও :
 P. মার রান্না করা পায়েশে কিশমিশগুলো ফুলে টসটসে হয়েছে।
Q. রাতে হাসনাহেনার গন্ধে চারদিক মুখরিত।
R. স্থলজ উদ্ভিদ একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয়।
১৫."P" প্রক্রিয়াটি
i. উদ্ভিদ জীবনে অতীব গুরুত্বপূর্ণ 
ii. দ্বারা উদ্ভিদ কোষের রসস্ফীতি ঘটে
iii. উদ্ভিদের ক্ষেত্রে 'R' প্রক্রিয়ার উপর নির্ভরশীল নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর : i, ii ও iii

১৬. 'P' ও 'Q' প্রক্রিয়া দুটির
i. প্রথমটিতে দ্রাবক বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয়
ii. দ্বিতীয়টিতে অণুগুলো বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের। এলাকায় ছড়িয়ে পড়ে
iii. 'Q' এক ধরনের 'P' প্রক্রিয়া
সঠিক উত্তর :  ii ও iii

নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও : পানির অণু বাধাহীনভাবে অধিক ঘনত্বের দ্রবণ হতে নিম্ন ঘনত্বের দ্রবণের দিকে একটি বৈষম্যপর্দাতেন করে প্রকাশ করে। 
১৭.উপরে উল্লেখিত প্রক্রিয়ার নাম কী?
ক)ব্যাপন
খ) ইমবাইবিশন
গ)মাস প্রবাহ
ঘ) অভীস্রবন
সঠিক উত্তর : ঘ

১৮.উপরে উল্লেখিত প্রক্রিয়ার শর্তগুলো হলো-
i. দু'টি ভিন্ন ঘনত্বের দ্রবণের প্রয়োজন 
ii. পানি বাধাহীনভাবে চলতে পারে 
iii. দ্রব বাধাহীনভাবে চলতে পারে না
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর :  i,ও ii 
১৯. উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয় ?
ক)লেন্টিসেল
খ) বৰ্ষবৰ্ণয়  
গ) লোয়ী
ঘ)কাইটিন
সঠিক উত্তর : ক

২০. নিচের কোনটি প্রস্বেদনের অভ্যন্তরীণ প্রভাবক?
ক) তাপমাত্রা  
খ)আলো
গ)ত্বকরন্দ্র
ঘ) আপেক্ষিক আর্দ্রতা » 
সঠিক উত্তর : গ

২১.প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি' নামে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী? 
ক) লিনিয়াস 
খ) লোয়ী
গ) গ্রেগর জোহান মেন্ডেল 
ঘ)কার্টিস
সঠিক উত্তর : ঘ

২২. পত্ররন্ধ্রের সাথে যুক্ত কোষ কোনটি?
ক)লেন্টিসেল 
খ) স্পঞ্জি প্যারেনকাইমা 
গ) প্যালিসেড প্যারেনকাইমা
ঘ) গাউসেল
সঠিক উত্তর : ক

২৩. পত্ররন্দ্রীয় প্রস্বেদনের হার কত?
ক)৭৫ - ৮০%
খ)৮০-৮৫% 
গ)৮৫ – ৯০%
ঘ) ,৯০ - ৯৫%
সঠিক উত্তর : ঘ

২৪. প্রস্বেদনের বাহ্যিক প্রভাবক কোনগুলো?
ক)আলো, পত্ররন্দ্র 
খ) তাপমাত্রা, আলো
গ)পত্ররন্ধ্র, পাতার সংখ্যা
ঘ)তাপমাত্রা, পাতার সংখ্যা
সঠিক উত্তর : খ

২৫. প্রস্বেদনের হার বৃদ্ধির সাথে কোনটি সম্পর্কিত?  
ক)বায়ুচাপ বৃদ্ধি 
খ)পাতার সংখ্যা বেশি
গ)পত্রফলকের আয়তন ছোট
ঘ)নিম্ন তাপমাত্রা
সঠিক উত্তর : খ

২৬. শীতকালে ফ্লোয়েমগুচ্ছে খাদ্য চলাচল বিঘ্ন হওয়ার কারণ--
i. সিভপ্লেটে ক্যালোজ জমে যাওয়া
ii. সঙ্গীকোষে ক্যালোঞ্জ জমে যাওয়া 
iii. সিডকোষের রন্ধ্র ছোট হওয় যাওয়া
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর : i, ও iii

২৯.মানবদেহে তাপের সমতা রক্ষা করা কোনটির কাজ?
ক) হরমোন 
খ) এনজাইম
গ) লসিকা
ঘ) রক্ত
সঠিক উত্তর :ঘ

৩০.কোন রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে?
ক)অণুচক্রিকা
খ)WBC
গ)RBC
ঘ) প্লাটিলেট
সঠিক উত্তর :খ

৩১. কোনটি রক্তকে রক্তবাহিকর মধ্যে জমাট বাঁধতে বাধা প্রদান করে?
ক) মনোসাইট 
খ) বেসোফিল 
গ) নিউট্রোফিল
ঘ) লিম্ফোসাইট
সঠিক উত্তর :খ

৩২. দেহের পানির পরিমাণ বেড়ে গেলে রক্তের ক্ষেত্রে কী ঘটে?
ক) বেশি তরল হয়ে যায়
খ) নাইট্রোজেনের ঘাটতি হবে
গ) কণিকা নষ্ট হয়ে যায়
ঘ) অক্সিজেনের আধিক্য ঘটবে
সঠিক উত্তর :ক

৩৩. উর্ধ্ব মহাশিরায় CO2 যুক্ত রক্ত কোথায় প্রবেশ করে?
ক) ডান নিলয়
খ)বাম নিলয়
গ) ডান অলিন্দ
ঘ) বাম অলিন্দ
সঠিক উত্তর :গ

৩৪. রক্তরসে শতকরা পানির পরিমাণ কত?
ক) ৮-৯%
খ)৯০-৯১%
গ)৯০-৮৫%
ঘ)৯১-৯২%
সঠিক উত্তর :ঘ

৩৫. নিচের কোন উপাদানটি নিঃসরণের কারণে রক্ত দ্রুত জমাট বাঁধে?
ক)থ্রোম্বোপ্লাস্টিন
খ) অক্সিহিমোগ্লোবিন
গ) ফাইব্রিনোজেন
ঘ)গ্লোবিউলিন
সঠিক উত্তর :ক

৩৬. রক্তের কাজ হলো-
i. বর্জ্য পদার্থ নিষ্কাশন
ii. তাপের সমতা রক্ষা
iii. খাদ্য সার পরিবহন
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর :i, iiও iii

৩৭. রক্ত যে অঙ্গটির সংকোচন প্রসারণের মাধ্যমে সারাদেহে সঞ্চালিত হয় সেটির অবস্থান- 
i. বক্ষ গহ্বরের মাঝখানে 
ii. যকৃতের নিচে
iii. দুই ফুসফুসের মাঝখানে
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর :i, ও iii

৩৮. কোনটির অভাবে রক্তশূন্যতা হয়—
i. লৌহের 
ii. ফলিক এসিড
iii. ভিটামিন বি-১২
নিচের কোনটি সঠিক?
 সঠিক উত্তর : i, iiও iii

৩৯. কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়?”
ক) A 
খ)AB
গ)B
ঘ)O
সঠিক উত্তর :খ

৪০. A ও B অ্যান্টিজেন কোনটিতে উপস্থিত?
ক)RBC
খ) সাইটোপ্লাজমে
গ)Platelet
ঘ)WBC
সঠিক উত্তর :ক

৪০. রক্তের 'A' গ্রুপ শুধুমাত্র নিচের কোন গ্রুপের রক্ত গ্রহণ ক?
ক)B এবং Oরতে পারবে
খ) A এবং O
গ)শুধু A 
ঘ)A এবং B
সঠিক উত্তর :খ

8১. AB ব্লাড গ্রুপবিশিষ্ট মানুষের রক্তে রক্ত গ্রহণ করতে কী ধরনের এন্টিবডি থাকে?
ক)A
খ)B
গ)AওB
ঘ) কোনো এন্টিবডি থাকে না
সঠিক উত্তর :ঘ

৪২. কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণিবিভাগ করেন?
ক) বেনজ 
খ) কার্ল রেকি
গ) স্টার্স বার্জার
ঘ) কার্ল ল্যান্ডস্টেইনার
সঠিক উত্তর :ঘ
৪৩. রক্তের গ্রুপ জানা না থাকলে সাধারণত কোন গ্রুপ নিরাপদ?
ক)A এবং Rh
খ)B এবং Rh 
গ)O এবং Rh 
সঠিক উত্তর :গ

৪৪. রহিমের রক্তে এন্টিজেন নেই কিন্তু a, bএন্টিবডি আছে। সে- 
i. রক্ত নিতে পারবে AB গ্রুপ থেকে
ii. রক্ত নিতে পারবে O গ্রুপ থেকে
iii. রক্ত দিতে পারবে সব গ্রুপকে
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর :iiও iii

নিচের উদ্দীপকের আলোকে ৪৮ ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাও : দুর্ঘটনায় আহত একজন পথচারীকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিলে ডাক্তার সাহেব তাকে তাতক্ষণিক রক্ত দেওয়া প্রয়োজন বোধ করলেন। কিন্তু রক্তের গ্রুপ জানা না থাকাতে তাকে বিশেষ একটা গ্রুপের রক্ত দিলেন।
৪৫. ডাক্তার সাহেব পথচারীকে কোন গ্রুপের রক্ত দিলেন?
ক)A 
খ)AB
গ)B
ঘ)O
সঠিক উত্তর :ঘ

৪৬. পথচারীকে দেওয়া রক্তে-- 
i. কোনো এন্টিজেন থাকে না।
ii. b এন্টিবডি থাকে
iii. a ও b এন্টিবডি থাকে 
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর :i, ও iii

নিচের তথ্য থেকে ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও : তুমি এমন একজন রক্ত গ্রুপধারী ব্যক্তি যে কোনো গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে ।
৪৭. উদ্দীক অনুযায়ী তোমার রঙে—
i. A ও B উভয় এন্টিজেন আছে 
ii. A এন্টিজেন ও b এন্টিবডি আছে
iii. কোনো এন্টিবডি নাই
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর :i, ও iii

৪৮.উদ্দীপক অনুযায়ী তুমি নিচের কোন গ্রুপকে রক্ত দিতে পারবে?
ক)B
খ)A
গ) AB
ঘ)O
সঠিক উত্তর :গ

৪৯. পাঠ হয় পাণ্ডের গঠন ও কাজ “ডান শ এবং ডান নিলয়ের মধ্যবর্তী ছিদ্রপথ কোন ভালভ দ্বারা সুরক্ষিত থাকে? 
ক)ট্রাইকাসপিড
খ) মনোকাসপিড
গ)বাইকাসপিড 
ঘ)অর্ধচন্দ্রাকৃতির
সঠিক উত্তর :

৫০. বৃৎপিন্ড আবৃতকারী পর্দা কোনটি?
ক) পেরিকার্ডিয়াম
খ) মায়োকার্ডিয়াম
গ)এন্ডোকার্ডিয়াম 
ঘ)এপিকার্ডিয়াম
সঠিক উত্তর :ক

৫১. ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝের কপাটিকার নাম কী? 
ক) অর্ধ চন্দ্রাকার 
খ) বাইকাসপিড 
গ) ট্রাইকাসপিড
ঘ)অলিন্দ নিলয়
সঠিক উত্তর :গ

৫২. ঊর্ধ্ব মহশিরার সাহায্যে CO, সমৃদ্ধ রক্ত কোন প্রকোষ্ঠে প্রবেশ করে?
ক)ডান অলিন্দ 
খ)বাম অলিন্দ
গ) ডান নিলয় 
ঘ) ৰাম নিলয়
সঠিক উত্তর :ক

৫৩. হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যথা অনুভূত হওয়াকে কী বলে? 
ক)স্ট্রোক
খ) অ্যানজিনা
গ)অ্যাধারোফ্লোরোসিস
ঘ)অ্যানিমিয়া
সঠিক উত্তর :খ

৫৪. হৃৎপিণ্ডের প্রাচীর কয় স্তরবিশিষ্ট?
ক)১
খ)২
গ)৩
ঘ)৪
সঠিক উত্তর :গ

৫৫. মহাধমনির মুখে কোন ধরনের কপাটিকা থাকে? 
ক)দ্বিপরি কপাটিকা 
খ) ত্রিপত্রি কপাটিকা 
গ) অধ চর্ন্দ্রাকৃতির কপাটিকা
ঘ) এক পত্রি কপাটিকা
সঠিক উত্তর :গ

৫৬. বাম নিলয় থেকে O2 সমৃদ্ধ রক্ত কোন ধমনির মাধ্যমে সারা দেহে যায়?
ক)মহাধমনি
খ) ফ্লেনিক ধর্মনি
গ) সিলিয়াক ধমনি
ঘ) পালমোনারী ধমনি
সঠিক উত্তর :ক

৫৭.নিচের কোনটি শিরার বৈশিষ্ট্য?
ক)উৎপত্তি কৈশিক জালিকায়
খ)প্রাচীর পুরু ও স্থিতিস্থাপক 
গ)পাঠ কোলেস্টেরল
ঘ) কপাটিকা থাকে না
সঠিক উত্তর :ক

৫৮. ভিটামিন ডি সংশ্লেষণ করার জন্য সূর্যের আলো ত্বকে অবস্থিত কোন উপাদানটির রাসায়নিক পরিবর্তন ঘটায়?
ক)কনি 
খ) কোলেস্টেরল
গ)পেরিকন্ড্রিয়াম
ঘ)ক্যাপসুল
সঠিক উত্তর :খ

৫৯. মানুষের রক্তে LDL এর পরিমাণ কত? 
ক)৩০%
খ)৬০%
গ)৭০%
ঘ)৮০%
সঠিক উত্তর :গ

SSC জীববিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর
আরো যে সকল বিষয়গুলো জানতে পারবেন, নবম-দশম/SSC জীববিজ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। নবম দশম শ্রেণী জীববিজ্ঞান প্রশ্ন উত্তর।জীববিজ্ঞান জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান mcq । নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান সকল অধ্যায়ের mcq

জীববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ প্রশ্নোত্তর

Post a Comment

Previous Post Next Post