SSC জীববিজ্ঞান ১ম অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর PDF ( A+) ১০০% কমন উপযোগী

SSC জীববিজ্ঞান ১ম অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর । ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন

জীববিজ্ঞান ১ম অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর 

১.প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি
 ক)জীববিজ্ঞান
 খ)বনবিজ্ঞান
 গ)কৃষিবিজ্ঞান
 ঘ)সমুদ্রবিজ্ঞান 
 উত্তর: ক)জীববিজ্ঞান

 ২.' Biology ' শব্দটি কোন ভাষা হতে আগত ? 
ক)ল্যাটিন 
খ)গ্রিক 
গ)জার্মান
ঘ) ফ্রান্স
উত্তর :খ)গ্রিক

৩.' Bios ' শব্দের অর্থ কী ?
ক)জ্ঞান
খ)জীবন 
গ)পরিধি 
ঘ) সংখ্যা 
উত্তর:খ)জীবন

৪.জীববিজ্ঞানের জনক কে ?
ক)ডারউইন 
খ)কেলভিন
গ)অ্যারিস্টটল 
ঘ)মেন্ডেল
উত্তর:গ)অ্যারিস্টটল

৫)হাইড্রোজেন আর অক্সিজেনের আনুপাতিক সংযোগে কী তৈরি হয় ?
ক)H₂S 
খ)03
গ)H2O 
ঘ)CO2 
উত্তর:গ)H2O 

৬. জীবজগৎ সম্পর্কে সহজে ও সু-শৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটি?
ক)Taxonomy
খ) Entomology
গ)Physiology
ঘ)Genetics
উত্তর:ক)Taxonomy

৭)শারীরবিদ্যা এর আলোচিত বিষয় কোনটি?
ক) রেচন
খ)ভ্রূণের গঠন
গ) দৈহিক গঠন
ঘ) জীবের ক্রমবিকাশ
উত্তর:ক) রেচন

৮. শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটি?
ক) জীবের বিবর্তন
খ) সালোকসংশ্লেষণ
গ) ভ্রূণের বিকাশ
ঘ) টিস্যুর বিন্যাস
উত্তর:খ) সালোকসংশ্লেষণ

৯. জননকোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়?
ক) শারীরবিদ্যা
খ) ভ্রূণবিদ্যা
গ) বংশগতিবিদ্যা
ঘ) অঙ্গসংস্থানবিদ্যা
উত্তর:খ) ভ্রূণবিদ্যা

১০. জীববিজ্ঞানের কোন শাখায় 'যোগ্যতমের টিকে থাকা' নিয়ে আলোচনা করা হয়?
ক)Embryology
খ)Evolution
গ)Histology
ঘ)Parasitology
উত্তর:খ)Evolution

১১. নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়?
ক)বাস্তুবিদ্যা
খ) বিবর্তন বিদ্যা
গ)‌ প্রাণ রসায়নে
ঘ)জীবপ্রযুক্তি
উত্তর: খ) বিবর্তন বিদ্যা

১২. প্রাকৃতিক পরিবেশের সাথে কোন বিদ্যা জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞান?
ক) বন্যপ্রাণি
খ) বাস্ত 
গ) কৃষি
ঘ) কীটতত্ত্ব
উত্তর:খ) বাস্ত 

১৩. হরমোন নিয়ে আলোচনা করা হয় কোনটিতে? 
ক)Endocrinology
খ)Microbiology 
গ)Biotechnology
ঘ)Entomology
উত্তর:ক)Endocrinology

১৪. নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা নয়?
ক)কীটতত্ত্ব
খ) পরজীবীবিদ্যা
গ) অণুজীববিজ্ঞান
ঘ)এন্ডোক্রাইনোলজি
উত্তর:ঘ)এন্ডোক্রাইনোলজি

১৫. নিচের কোনটি এন্ডোক্রাইনোলোজির সাথে সম্পর্কযুক্ত?
ক) হরমোন
খ) এনজাইম
গ)কোষ
উত্তর:ক) হরমোন

১৬. ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি?
ক) হিস্টোলজি
খ)স্বগবিদ্যা
গ) বাস্তবিদ্যা
ঘ)কীটতত্ত্ব
উত্তর:ঘ)কীটতত্ত্ব

১৭. জীববিজ্ঞানের কোন শাখা মৌমাছি নিয়ে গবেষণা করে? 
ক) চিকিৎসা বিজ্ঞান
খ) ফার্মেসী
গ)কীটতত্ত্ব 
ঘ)বনবিজ্ঞান 
উত্তর:ঘ)কীটতত্ত্ব

১৮. নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা?
ক)হিস্টোলজি 
খ)ভূপবিদ্যা
গ) বংশগতিবিদ্যা
ঘ)সমুদ্রবিজ্ঞান
উত্তর:ঘ)সমুদ্রবিজ্ঞান

১৯)জীববিজ্ঞানের প্রায়োগিক শাখা কোনটি? 
ক)ফরেস্ট্রি
খ)জেনেটিকস
গ)ইকোলজি
ঘ)ট্যাক্সোনমি
উত্তর:ক)ফরেস্ট্রি

২০. নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা?
ক)ভূণবিদ্যা 
খ)জীবপ্রযুক্তি
গ)এন্ডোক্রাইনোলজি
ঘ)বাস্তুবিদ্যা
উত্তর:খ)জীবপ্রযুক্তি

২১. ফলিত জীববিজ্ঞানের শাখা হলো—
 i. Biogeography
 ii. Biostatistics
iii. Bioinformatics
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii
খ) i, ii ও iii
গ) i ও ii
ঘ) ii ও iii
উত্তর:ঘ) ii ও iii

২২)কে জীবজগতকে পাঁচটি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন?
ক)মারগুলিস
খ)আর. এইচ. হুইটেকার
গ)টমাস কেভলিয়ার স্মিথ
ঘ)ক্যারোলাস লিনিয়াস
উত্তর:খ)আর. এইচ. হুইটেকার

২৩. পরাজ্য প্রস্তাবিত হয় কত সালে?
ক)1974 
খ)1778
গ)1969
ঘ)1735

উত্তর:গ)1969

২৪. কোনটি সুপার কিংডম?
ক) মনেরা
খ) প্রোক্যারিওটা
গ)প্রোটিস্টা
ঘ)মানষি
উত্তর:খ) প্রোক্যারিওটা

২৫. ব্যাকটেরিয়ার রাজ্য কোনটি?
ক) মনেরা
খ) প্রোটিস্টা 
গ) ফানজাই
ঘ)প্লানটি
উত্তর:ক) মনেরা

২৬. ডায়াবেটিস চিকিৎসার উপাদান তৈরিতে কোন রাজ্যের জীব ব্যাবহার‌ করা হয়?
ক)মনেরা
খ)প্রোটিস্টা
গ)ফানজাই
ঘ)প্লানটি
উত্তর:ক)মনেরা

২৭. কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে? ক)মাইটোকন্ড্রিয়া
খ) রাইবোজোম
গ)প্লাস্টিড
ঘ)এন্ডোপ্লাজমিক রেটিকুলাম,
উত্তর:খ) রাইবোজোম

২৮. Nostoc কোন রাজ্যের অন্তর্ভুক্ত?
ক)মনেরা
খ)প্লানটি 
গ)প্রোটিস্টা
ঘ)ফানজাই
উত্তর:ক)মনেরা

২৯. Plasmid বহনকারী জীবাণুটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত?
ক)মনেরা
খ)প্লানটি 
গ)প্রোটিস্টা
ঘ)ফানজাই
উত্তর:ক)মনেরা

৩০. Paramecium কোন রাজ্যের জীব?
ক)মনেরা
খ)প্লানটি 
গ)প্রোটিস্টা
ঘ)ফানজাই
উত্তর:গ)প্রোটিস্টা

৩১. কোনটি প্রোটিস্টার উদাহরণ?
ক)ব্যাকটেরিয়া 
খ)প্যারামেসিয়াম
গ)মাশরুম
ঘ)পেনিসিলিয়া
উত্তর:খ)প্যারামেসিয়াম

৩২. নিচের কোনটি ক্রোমাটিন বস্তুতে DNA, RNA ও প্রোটিন থাকে?
ক)মনেরা
খ)প্লানটি 
গ)প্রোটিস্টা
ঘ)ফানজাই
উত্তর:গ)প্রোটিস্টা

৩৩. কোনটির দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত?
ক)ব্যাকটেরিয়া
খ) বহুকোষী শৈবাল 
গ)প্যারামেসিয়াম
ঘ)মাশরুম
উত্তর:ঘ)মাশরুম

৩৪. ফানজাই রাজ্যের জীব কোনটি?
ক)মাশরুম
খ)অ্যামিবা
গ)প্যারামেসিয়াম
ঘ)নীলাভ সবুজ শৈবাল

উত্তর:ক)মাশরুম
৩৫. কোনটির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত?
ক)পেনিসিলিয়াম 
খ)প্যারামেসিয়াম
গ)ডায়াটম
ঘ)ব্যাকটেরিয়া
উত্তর:ক)পেনিসিলিয়াম 

৩৬. হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে কোনটিতে? 
ক)ভলভক্স
খ)ডায়াটম 
গ) মাশরুম
ঘ)নষ্টক
উত্তর:গ) মাশরুম

৩৭. কোনটির কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত?
ক)ইস্ট
খ)ডায়াটম
গ)ব্যাকটেরিয়া
ঘ)প্যারামেসিয়াম
উত্তর:ক)ইস্ট

৩৮. মৃতজীবী বা পরজীবীদের স্থান দেওয়া হয়েছে কোন রাজ্যে ? 
ক)প্রোটিস্টা 
খ) অ্যানিমেলিয়া
গ) ফানজাই
ঘ)মনেরা

উত্তর:গ) ফানজাই
৩৯. কাইটিন দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটির? 
ক) অ্যামিবা
খ)ডায়াটম 
গ) পেনিসিলিয়াম 
ঘ)প্যারামেসিয়াম
উত্তর:গ) পেনিসিলিয়াম 

৪০.আর্কিগোনিয়েট জীব কোনটি?
ক)পেনিসিলিয়াম
খ)মাশরুম 
গ) ব্যাকটেরিয়া
ঘ)শৈবাল
উত্তর:ঘ)শৈবাল

৪১.নিচের কোনটি আর্কিগোনিয়েটস্?
ক)Agaricus
খ) Artocarpus
গ)penicillium
ঘ)Nostoc
উত্তর:খ) Artocarpus

 ৪২. কোন রাজ্যের যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের?
ক) ফানজাই
খ)প্লানটি
গ)প্রোটিস্টা
ঘ)অ্যানিমেলিয়া
উত্তর:খ)প্লানটি

৪৩. কোন রাজ্যের সদস্যরা হেটারোট্রোফিক?
ক)মনেরা প্রোটিস্টা
খ) ফানজাই 
গ)প্রোটিস্টা
ঘ) অ্যানিমেলিয়া
উত্তর:ঘ) অ্যানিমেলিয়া

৪৪. মানুষকে হেটারোট্রফিক বলা হয় কেন?
(ক) জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান
 খ)কোষে প্লাস্টিড অনুপস্থিত
গ) কোষ গহ্বর ছোট
ঘ)কোষ প্রাচীর অনুপস্থিত
উত্তর:খ)কোষে প্লাস্টিড অনুপস্থিত

৪৫. নিচের কোনটি স্বভোজী?
ক)এগারিকাস 
খ)আমগাছ
গ) স্বর্ণলতা
ঘ)T.M.V
উত্তর:খ)আমগাছ

৪৬. Protista রাজ্যের বৈশিষ্ট্য হলো-
i. সুগঠিত নিউক্লিয়াসবিশিষ্ট
ii. কনজুগেশন এর মাধ্যমে যৌনজনন ঘটে
iii. কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ও ii
উত্তর:ঘ) i ও ii

৪৭. মনেরা রাজ্যের জীবেরা- 
i. শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে 
ii. তবে কেউ ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে
iii. এককোষী, ফিলামেন্টাস
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ও ii
উত্তর:ক) i, ii ও iii

৪৮. অ্যামিবাতে—
i. বহুকোষ আছে
ii. সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান
iii. ভূণ গঠিত হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ও ii
উত্তর:ক) i, ii ও iii

৪৯. প্রোটিস্টা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রজননের পদ্ধতি হলো- 
i. কনজুগেশন
ii. মাইটোসিস
iii. মিয়োসিস
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ও ii
উত্তর:গ) ii ও iii

৫০. ফানজাই সম্পর্কে সঠিক তথ্য হলো-
i. খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে
ii. ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত
iii. হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ও ii
উত্তর:ক) i, ii ও iii

৫১. কিংডম Plantae-র জন্য প্রযোজ্য?
 i. উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান
ii. অধিকাংশই স্থলজ, মৃতজীবী
iii. প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোকসংশ্লেষণকারী উদ্ভিদ নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ও ii
উত্তর:খ) i ও iii

৫২.পিঁয়াজের বৈজ্ঞানিক নামের গণ অংশ কোনটি?
ক) Apis
খ) Allium
গ)Solanum
ঘ)Oryza
উত্তর:খ) Allium

৫৩. দ্বিপদ নামকরণের সর্বশেষ ধাপ কোনটি?
ক)গোত্র
খ) জগৎ
গ) বর্গ
ঘ)প্রজাতি
উত্তর:ঘ)প্রজাতি

৫৪. কোন বৈজ্ঞানিক নামটি সঠিকভাবে লিখা হয়নি,
 ক) Artocarpus heterophyllus
 খ) Nymphaea nouchali
গ)Copsychus Saularis
ঘ)Homo sapiens
উত্তর:গ)Copsychus Saularis

৫৫. নিম্নের কোন গ্রন্থে লিনিয়াস দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন?
ক)Species Plantarum
খ) De Planties
গ)Systema Nature
ঘ)Phylogenic Taxonomy
উত্তর:ক)Species Plantarum

৫৬. উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি কোনটি? 
ক) ICZN
খ) IMVN
গ) IMCB
ঘ) ICBN
উত্তর:ঘ) ICBN

৫৭. ঢাকায় আবিষ্কৃত ব্যাঙটির বৈজ্ঞানিক নাম কী?
ক)Gakerana dhaka
খ)Zakerana dhaka
গ)Jekerena dhaka
ঘ) Zekirana dhaka
উত্তর:খ)Zakerana dhaka

৫৮. সোনালী আঁশের বৈজ্ঞানিক নাম কোনটি?
ক)Oryza sativa
খ)Nymphea nouchali
গ)Corchorus capsularis
ঘ)Olium cepa
উত্তর:গ)Corchorus capsularis

৫৯.পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি?
ক)Apis indica
খ)Oryza sativa
গ)Allium cepa
ঘ)Allium sativum
উত্তর:গ)Allium cepa

৬০.Corchorus capsularis কোনটির বৈজ্ঞানিক নাম?
ক)পাট
খ)ধান
গ)কাঁঠাল 
ঘ) শাপলা
উত্তর:ক)পাট

৬১. মৌমাছির বৈজ্ঞানিক নাম কী?
ক)Apis indica
খ)Periplaneta americana
গ)Nymphaea nouchali
ঘ)Copsychus saularis
উত্তর:ক)Apis indica

SSC জীববিজ্ঞান ১ম অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর
আরো যে সকল বিষয়গুলো জানতে পারবেন, নবম-দশম/SSC জীববিজ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। নবম দশম শ্রেণী জীববিজ্ঞান প্রশ্ন উত্তর।জীববিজ্ঞান জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান mcq । নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান সকল অধ্যায়ের mcq

জীববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ প্রশ্নোত্তর

Post a Comment

Previous Post Next Post