SSC জীববিজ্ঞায় ৫ম অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর PDF ( A+) ১০০% কমন উপযোগী

SSC জীববিজ্ঞান ৫ম  অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান A+ পাওয়া পানির মত সহজ করে তুলবে এই প্রশ্নগুলি। ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান MCQ

SSC জীববিজ্ঞায় ৫ম অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর

১.উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টি?

ক)১৬
খ)৪
গ)১০
ঘ)৬
সঠিক উত্তর :ক

২.উদ্ভিদের ক্ষেত্রে নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে?

ক)ক্লোরিন 
খ)পটাশিয়াম
গ) বোরন 
ঘ)দস্তা
সঠিক উত্তর :খ

৩.উদ্ভিদের ম্যাক্রো উপাদান কোনটি?

ক) Cu
খ) CL
গ)Ca
ঘ)Mo
সঠিক উত্তর :গ

৪.নিচের কোনটি মাইক্রো উপাদান?

ক)কার্বন 
খ)পটাশিয়াম 
গ) সালফার
ঘ)জিংক
সঠিক উত্তর :ঘ

৫.উদ্ভিদের কোষ কলায় পানির পরিমাণ বৃদ্ধি করে কোনটি?

ক)P
খ)K
গ)N
ঘ)S
সঠিক উত্তর :গ

৬.ক্লোরোফিলের উপকরণ নিচের কোনগুলো?  

ক)আয়রন, ফসফরাস 
খ) পটাসিয়াম, ক্যালসিয়াম
গ) নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম
ঘ) সালফার, বোরন
সঠিক উত্তর :গ

৭.উদ্ভিদের মূল বর্ষনের প্রয়োজনীয় উপাদান কোনটি?

ক)পটাসিয়াম
খ) ফসফরাস 
গ)আয়রন
ঘ) ম্যাঙ্গানিজ
সঠিক উত্তর :খ

৮.ফসফোলিপিড, NADP, ATP প্রভৃতির সাংগঠনিক উপাদান কোনটি?

ক)নাইট্রোজেন
খ) ফসফরাস
গ) পটাসিয়াম
ঘ) আয়রন
সঠিক উত্তর :খ

৯.কোনটির অভাবে উদ্ভিদের পাতা বেগুনি রং ধারণ করে? 

ক) ফসফরাস
খ) নাইট্রোজেন
গ) পটাসিয়াম
ঘ)ম্যাগনেসিয়াম
সঠিক উত্তর :ক

১০. ডাইব্যাক রোগ সৃষ্টি হয় কোনটির অভাবে? 

ক) বোরন
খ) সালফার
গ)ফসফরাস
ঘ)লৌহ
সঠিক উত্তর :খ

১১.কোনটির অভাবে ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়?

ক) বোরন
খ) সালফার
গ)ফসফরাস
ঘ)নাইট্রোজেন
সঠিক উত্তর :ক

১২. শাখার শীর্ষ মরে যায় কোনটির অভাবে? 

ক) ম্যাগনেসিয়াম
খ) নাইট্রোজেন
গ)বোরন 
ঘ) লৌহ
সঠিক উত্তর :গ
১৩. ক্যালসিয়ামের অভাবে- 
i. বয়স্ক পাতায় ক্লোরোসিস হয় 
ii. উদ্ভিদের বর্ধনশীল শীর্ষ মরে যায়
iii. উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়ে 
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ও ii
সঠিক উত্তর :গ

১৪.কোন খাবারে ক্যালরি মান বেশি হবে?

ক) ভাত
খ) অলু
গ) রুটি
ঘ) খিচুড়ি 
সঠিক উত্তর :ঘ

১৫. আঁশযুক্ত খাদ্য কোনটি?

ক) মাছ 
খ) মাংস 
গ) সবজি
ঘ) ডিম
সঠিক উত্তর :গ

১৬. কোন খাবার খেলে ক্ষুধা প্রবণতা হ্রাস পায়?

ক) আঁশযুক্ত খাবার
খ)প্রোটিন যুক্ত খাবার
গ)শর্করাযুক্ত খাবার
ঘ) স্নেহজাতীয় খাবার
সঠিক উত্তর :ক

১৭. ১০০ গ্রাম পরিমাপের নিচের খাদ্য থেকে ক্যালরি বেশি পাওয়া যাবে কোনটি থেকে?

ক) ভাত
খ) চিনি 
গ) মাছ
ঘ)চর্বি
সঠিক উত্তর :ঘ

১৮. বিএমআর আমাদের শরীরের কতভাগ শক্তির উৎপাদন নিয়ন্ত্রণ করে?

ক) 60 থেকে 75 ভাগ 
খ)72 থেকে 82 ভাগ
গ) 80 থেকে 90 ভাগ
ঘ)360 থেকে 70 ভাগ
সঠিক উত্তর :ক

১৯.আমিষে শতকরা কতভাগ নাইট্রোজেন থাকে?

ক)20
খ)18 
গ)16
ঘ)17
সঠিক উত্তর :গ

২০. মিশ্র আমিষে কত রকম অ্যামাইনো এসিড থাকে?

ক)৬
খ)৮
গ)১০
ঘ)১৪
সঠিক উত্তর :খ

২১. এক শর্করার উৎস কোনটি?

ক) সবজি
খ) ফলের রস
গ)) চিনি 
ঘ) দুধ
সঠিক উত্তর:খ

২৩. কোন শর্করাটি দেহে সর্বাপেক্ষা দ্রুত শোষিত হবে? 

ক)মধু
খ) চিনি 
গ) ভাত
ঘ)আলু
সঠিক উত্তর :ক
২৪. কোনটি কার্বোহাইড্রেট তৈরি করতে সক্ষম? 
ক) ফাইটোপ্লাঙ্কটন
খ) রাইজোবিয়াম 
গ) মাশরুম
ঘ) ঘাসফড়িং
সঠিক উত্তর :গ

25. ভোজ্য তেলে কোন ভিটামিন থাকে?

ক) এ
খ)বি 
গ) সি
ঘ)ডি
সঠিক উত্তর :ঘ

২৬. চর্বিতে দ্রবণীয় ভিটামিন নিচের কোনটিতে পাওয়া যায়? 

ক) মলা মাছ
খ) কাঁচামরিচ
গ)কলিজা
ঘ)বাধাকপি
সঠিক উত্তর :ক

27. একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈহিক ওজনের শতকরা কত ভাগ পানি থাকা প্রয়োজন?

ক)30-50 
খ)55-70
গ)20-40 
ঘ)50-65
সঠিক উত্তর :ঘ

 ২৮. পানি শোষণ ও মলের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে কোনটি?

ক)পেকটিন
খ) সেলুলোজ
গ)লিগনিল
ঘ) রাফেজ
সঠিক উত্তর :ঘ

২৯. মিসেস সালমার ওজন 70 কেজি, উচ্চতা 135 সেমি এবং বয়স 40 বছর। তিনি মোটেও পরিশ্রম করেন না। তাহলে তার দৈনিক ক্যালরি চাহিদা কত হবে?

ক)1382.2 
খ)1672
গ)1658.4
ঘ)1682.4 
সঠিক উত্তর :

৩০. খাদ্য পিরামিডের নিচের স্তরে খাদ্য উপাদান কোনটি? ক)ভিটামিন

খ)শর্করা 
গ)আমিষ
ঘ) স্নেহ
সঠিক উত্তর :খ

৩১. আদর্শ খাদ্য পিরামিডের সর্বোস্তরে কোনটি থাকা উচিত?

ক)আমিষ
খ) শতকরা
গ) স্নেহ
ঘ)খনিজ লবণ
সঠিক উত্তর :গ

৩২. ১ কিলোক্যালরি সমান কত কিলোজুল?

ক)৪.২ কি.জুল 
খ) ৪.৮ কি. জুল
গ)৮.৪ কি জুল
ঘ) ৬.৪ কি. জুল
সঠিক উত্তর :ক

৩৩. সুস্বাস্থ্যের আদর্শমান কোনটি? 

ক)30-34.9
খ)18.5-24.9 
গ)35-39.9
ঘ)25-29.9
সঠিক উত্তর :খ

৩৪. কোন গ্রন্থিতে গলগণ্ড হয়?

ক)থাইমাস 
খ) থাইরয়েড 
গ) অ্যাডরেনাল
ঘ) প্যারাথাইরয়েড
সঠিক উত্তর :খ

৩৫. উত্তরবঙ্গে গয়টার রোগীর সংখ্যা বেশি কেন? 

ক) আয়োডিনের অভাব 
খ) ক্যালসিয়ামের অভাব 
গ)ফসফরাসের অভাব
ঘ) আয়রনের অভাব
সঠিক উত্তর :ক

৩৬. ইলিশ মাছ নিচের কোন রোগটি প্রতিরোধ করে? 

ক) ডায়াবেটিস 
খ) গয়টার
গ) এপিলেপসি
ঘ) আমাশয়
সঠিক উত্তর :খ

৩৭.আমাশয় ত্বকের কোনটি ভিটামিন 'D' তৈরিতে অংশগ্রহণ করে?

ক) শতকরা
খ) আমিষ
গ) কোলেস্টেরল
ঘ) লিপিড
সঠিক উত্তর :গ

৩৮. রিকেটস রোগের লক্ষণগুলো নিম্নরূপ—

i. দেহের হাড়গুলো দুর্বল হওয়া 
ii. বুক ধড়ফড় করা
iii. গিট ফুলে যাওয়া
নিচের কোনটি সঠিক
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i
সঠিক উত্তর :খ

৩৯. রহিমের উচ্চতা ১.২৫ মিটার এবং ওজন ৪০ কেজি। রহিমের BMI কত?

ক)২৬.৬
খ)২৫.৬
গ)২৪.৬
ঘ)২৩.৬
সঠিক উত্তর :খ

8০. সোহানের শারীরিক উচ্চতা ও ওজন যথাক্রমে 162 সে. মি. এবং 45 কেজি। তার BMI কত?

ক)27.34 
খ)17.17 
গ)25.25
ঘ)10.28
সঠিক উত্তর :খ

৪১.ফারহানের উচ্চতা ১৬১ সে.মি. এবং ওজন ৭০ কেজি। তার BMI নির্দেশ করে-

ক) সুস্বাস্থ্যের আদর্শ মান
খ) অতিরিক্ত ওজন
গ) মোটা হওয়ার ১ম স্তর 
ঘ) মোটা হওয়ার ২য় স্তর 
সঠিক উত্তর :খ

৪২. ফারহানের বয়স ২৫ বছর হলে তার BMI কত?

ক)১৭১২.৫ ক্যালরি 
খ)১৬৬০ ক্যালরি 
গ) ১৪৯৯.৩ ক্যালরি
ঘ) ১৩৭৩ ক্যালরি
সঠিক উত্তর :খ
নিচের উদ্দীপকটি পড় এবং ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও : তাহিমের দেহের ওজন 60 কেজি এবং উচ্চতা 140 সে.মি.।

৪৩. তাহিমের BMI এর মান কত?

ক)25.4 
খ)30.6
গ)28.5
ঘ)32.7
সঠিক উত্তর :খ
৪৪. তাহিমের শরীরের-
i. ওজন অতিরিক্ত
ii. মোটা হওয়ার প্রথম স্তর 
iii. বেছে খাদ্যগ্রহণ ও ব্যায়াম করা প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i 
সঠিক উত্তর :গ

৪৫. দীর্ঘ জীবন লাভে প্রতিদিন কত ঘণ্টা শরীরচর্চা প্রয়োজন?

ক)১
খ)২
গ)৩
ঘ)৪
সঠিক উত্তর :ক

৪৬. সুস্থ জীবনের জন্য নিয়মিত কোনটি প্রয়োজন?

ক) বেশি পরিশ্রম করা
খ) কম পরিশ্রম করা
গ) পরিমিত পরিশ্রম করা 
ঘ)® শুধু বিশ্রাম
সঠিক উত্তর :গ

৪৭. বিশ্রাম কোন চক্রের সাথে সম্পৃক্ত?

ক) খাদ্যচক্র
খ)দিনরাত্রি চক্র
গ) চাঁদ-সূর্য চক্র
ঘ) অন্ত্রিক চক্র
সঠিক উত্তর :খ

৪৮. খাদ্য সংরক্ষণের মাধ্যমে কোনটি বন্ধ করা হয়?

ক) চর্বি জাতীয় অংশের বিজারণ 
খ) শর্করার জারণ 
গ) চর্বি জাতীয় অংশের জারণ 
ঘ) শর্করার বিজারণ
সঠিক উত্তর :খ

৪৯. খাদ্য সংরক্ষণে অননুমোদিত রাসায়নিক পদার্থ কোনটি?

ক)ফরমালিন
খ) ক্যালসিয়াম এগারনেট
গ)সরবেট
ঘ) লবণ 
সঠিক উত্তর :ক

৫০. ডিডিটি কোথায় ব্যবহার করা হয়? 

ক)আইসক্রিমে
খ)শুটকিতে
গ) রঙ্গিন পানীয়তে
ঘ) শাক-সবজিতে
সঠিক উত্তর :খ

৫১. খাদ্য সংরক্ষণে অনুমোদিত রাসায়নিক পদার্থ হলো- 

i.সোডিয়াম বাইসালফেট
ii. ডিডিটি
iii. ক্যালসিয়াম এপারনেট
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i 
সঠিক উত্তর :খ

৫২. মানুষের ছেদন দাঁতের মোট সংখ্যা কয়টি?

ক) দুইটি
খ)চার
গ)ছয়
ঘ)আটটি
সঠিক উত্তর :খ

৫৩. কোনো কিছু (খাবার) ছেড়ার জন্য কোন দাঁত ব্যবহৃত হয়?

ক)পেষণ
খ)অগ্রপেষণ 
গ) ছেদন
ঘ)কর্তন
সঠিক উত্তর :গ

৫৪.অগ্ন্যাশয় রসে কোন এনজাইমগুলো থাকে? 

ক) লাইপেজ, ল্যাকটোজ, সুক্রোজ
খ)অ্যামাইলেজ, লাইপেজ, মিউসিন 
গ) ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ
ঘ) ল্যাকটোজ, টিপসিন
সঠিক উত্তর :গ

৫৫.পিত্তথলি কোন নালির মাধ্যমে ডিওডেনামে প্রবেশ করে?

ক)পিত্তনালি
খ) যকৃত অগ্ন্যাশয় নালি
গ) আন্ত্রিক নালি
ঘ) অগ্ন্যাশয় নালি
সঠিক উত্তর :খ

৫৬.যকৃত রসের উপাদান হলো-

i. পানি
ii. কোলেস্টেরল 
iii. পিতলবণ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i 
সঠিক উত্তর :ক

৫৭. “ রসায়ন গবেষণাগার” নিচের কোনটিকে বলা হয়? 

ক) অগ্ন্যাশয়
খ) পাকস্থলি
গ)যকৃত 
ঘ)মস্তিষ্ক
সঠিক উত্তর :গ

৫৮. ইউরিয়া কোথায় তৈরি হয়? 

ক) বৃকে
খ) দেহকোষে
গ) রেনাল ধমনীতে
ঘ)যকৃত 
সঠিক উত্তর :ঘ

৫৯. গ্লুকাগন নিঃসরণে কোন গ্রন্থি কাজ করে?

ক) অগ্ন্যাশয় 
খ) আন্ত্রিক
গ) গ্যাস্ট্রিক
ঘ)যকৃত
সঠিক উত্তর :ক

৬০. কোনটির মাধ্যমে কোলেস্টেরোল দেহ থেকে অপসারিত হয়?

ক)পাকস্থলী 
খ) অগ্ন্যাশয়
গ) মূত্রনালি
ঘ) যকৃত
সঠিক উত্তর :ঘ

৬১. যকৃত অতিরিক্ত অ্যামাইনো এসিডকে ভেঙে নিচের কোন পদার্থটি তৈরি করতে পারে? 

ক) ফ্যাটি এসিড
খ) ইউরিয়া
গ) দিশারল
ঘ) ইউরিক লবণ
সঠিক উত্তর :খ

৬২. আন্ত্রিক রসের এনজাইমসমূহ

i. অ্যামাইলেজ, লাইপেজ 
ii. মলটেজ, ল্যাকটেজ
iii.শুক্রেজ, মলটেজ
 নিচের কোনটি সঠিক?
 ক) i, ii ও iii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i 
সঠিক উত্তর :খ

৬৩. নিচের কোনটি রেচন পদার্থ?

ক)অ্যামোনিয়া
খ)গ্লোবিউলিন
গ)অ্যালবুমিন
ঘ) ফাইব্রিনোজেন
সঠিক উত্তর :ক

৬৪. মানবদেহের মিশ্রগ্রন্থি নিঃসরণ করে কোনটি?

ক)TSH
খ) থাইমক্সিন 
গ) অ্যামাইলেজ
ঘ) টায়ালিন 
সঠিক উত্তর :গ

৬৫. লালায় থাকে— 

ক)টায়ালিন
খ) পেপসিন
গ)ট্রিপসিন 
ঘ)ট্রিপসিনোসিন
সঠিক উত্তর :ক

৬৬. নিচের কোন অংশের সাথে অ্যাপেনডিক্স যুক্ত থাকে?

ক)সিকাম 
খ)মলাশয়
গ)কোলন 
ঘ) পায়ু
সঠিক উত্তর :ক

৬৭. দরিদ্র দেশগুলোতে রোটা ভাইরাসজনিত মৃত্যুর হার কত শতাংশ? 

ক)81
খ)82 
গ)84
ঘ)83
সঠিক উত্তর :খ

৬৮.সাধারণত পাকস্থলীতে পরিপাক হয় না-

i. শর্করা জাতীয় খাদ্যের 
ii. আমিষ জাতীয় খাদ্যের
iii. স্নেহ জাতীয় খাদ্যের 
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i
সঠিক উত্তর :খ

৬৯. আমাশয় রোগের জীবাণু কোনটি? 

ক) Shigella
খ)Streptococcus 
গ)Mycobacterium
ঘ)Pneumococcus
সঠিক উত্তর :ক

৭০. আমাশয় প্রতিরোধে কোনটি করণীয়? 

ক)বিশুদ্ধ পানি পান
খ)আঁশযুক্ত খাবার খাওয়া 
গ)সহজপাচ্য খাদ্য গ্রহণ 
ঘ) হাঁটাচলার অভ্যাস গড়া
সঠিক উত্তর :ক

৭১. আমাশয়ের জীবাণু—

i. Pneumococcus 
ii. Entamoeba histolytica
iii. Shigella Bacteria 
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i 
সঠিক উত্তর :গ

৭২. কোনটির সংক্রমণে পেপটিক আলসার হতে পারে? 

ক)Entamoeba
খ) Mycobacterium
গ)Helicobacter 
ঘ)Shigella
সঠিক উত্তর :গ

৭৩)বেরিয়াম এক্সরের মাধ্যমে কোন রোগ নির্ণয় করা যায়?

ক)অ্যাপেনডিসাইটিস
খ) আলসার
গ)কোষ্ঠকাঠিন্য
গ)কৃমি
সঠিক উত্তর :খ
SSC জীববিজ্ঞায় ৫ম অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর
আরো যে সকল বিষয়গুলো জানতে পারবেন, নবম-দশম/SSC জীববিজ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। নবম দশম শ্রেণী জীববিজ্ঞান প্রশ্ন উত্তর।জীববিজ্ঞান জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান mcq । নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান সকল অধ্যায়ের mcq

জীববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ প্রশ্নোত্তর

Post a Comment

Previous Post Next Post