SSC জীববিজ্ঞান ২য় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর PDF ( A+) ১০০% কমন উপযোগী

SSC জীববিজ্ঞান ২য় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর। ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন SSC জীববিজ্ঞান ২য় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর

 SSC জীববিজ্ঞান ২য় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর 

১. আদিকোষের ক্রোমোজোমে কোনটি পাওয়া যায়?
ক)DNA
খ)RNA
গ)ATP
ঘ)DNARNA
উত্তর:ক)DNA

২.আদি প্রকৃতির কোষে কোনটি থাকে?
ক)মাইটোকন্ড্রিয়া
খ)রাইবোজোম
গ) লাইসোজোম
ঘ)প্লাস্টিড
উত্তর:খ)রাইবোজোম

৩)জীবদেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্র গঠনে অংশ নেয় কোন কোষ?
ক) জননকোষ
খ) দেহকোষ
গ) জাইগোট
ঘ) প্রোক্যারিওটিক কোষ
উত্তর:খ) দেহকোষ

8.ব্যাকটেরিয়াতে কোন অঙ্গাণুটি উপস্থিত।
ক)মাইটোকন্ড্রিয়া
খ) প্লাস্টিড
গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
ঘ) রাইবোজোম
উত্তর:ঘ) রাইবোজোম

৫)নিচের কোনটির কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি?
ক) ব্যাকটেরিয়া
খ) শৈবাল
গ) ভাইরাস
ঘ) ছত্রাক
উত্তর:ঘ) ছত্রাক

৬.ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কোনটি থাকে?
ক)পেকটিন
খ) পলিস্যাকারাইড
গ) কাইটিন
ঘ)লিগনিন
উত্তর:গ) কাইটিন

৭.কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে ?
ক)Artocarpus
খ)Copsychus
গ)Trichomonas
ঘ)Apis
উত্তর:গ)Trichomonas

৮. বৃক্কের সংগ্রাহক নালিকায় কোন আবরণী টিস্যু দেখা যায়?
ক) স্কোয়ামাস
খ) কলামনার
গ) কিউবয়ডাল
ঘ) স্ট্র্যাটিফাইড
উত্তর:গ) কিউবয়ডাল

৯.সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি?
ক) অক্সিজোম
খ)ফাইকোএরিধি
গ) ফাইকোসায়ানিন
ঘ)থাইলাকয়েড
উত্তর:ঘ)থাইলাকয়েড

১০. প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়?
ক)গ্রানা
খ)স্ট্রোমা
গ(ম্যাট্রিক্স
ঘ) ল্যামেলাম
উত্তর:ক)গ্রানা

১১.ক্লোরোপ্লাস্টের কোন অংশে সালোকসংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয়?
ক) দুই ঝিল্লির মাঝে
খ)গ্রানায়
গ)স্ট্রোমায়
ঘ) গ্রানাম ল্যামেলাে
উত্তর:খ)গ্রানায়

১২.কোনটি প্লাস্টিড নয়?
ক) ক্লোরোপ্লাস্ট
খ)কোমোপ্লাস্ট
গ)লিউকোপ্লাস্ট
ঘ) টনোপ্লাস্ট
উত্তর:ঘ) টনোপ্লাস্ট

১৩. নিম্নের কোনটি খাদ্য সঞ্চয়কারী অঙ্গাণু?
ক) ক্লোরোপ্লাস্ট
খ)ক্রোমোপ্লাস্ট
গ) লিউকোপ্লাস্ট
ঘ)প্রোটোপ্লাস্ট
উত্তর:গ) লিউকোপ্লাস্ট

১৪. গাজরের মূলে কোন ধরনের প্লাস্টিড দেখা যায়?
ক)ক্লোরোপ্লাস্ট
খ)টনোপ্লাস্ট
গ)লিউকোপ্লাস্ট
ঘ)ক্রোমোপ্লাস্ট
উত্তর:ঘ)ক্রোমোপ্লাস্ট

১৫. প্রাণী কোষে পাওয়া যায় কোনটি?
ক)ক্লোরোপ্লাস্ট
খ) লিউকোপ্লাস্ট
গ)ক্রোমোপ্লাস্ট
ঘ) গলজিবস্তু
উত্তর:ঘ) গলজিবস্তু

১৬. লাইসোজোমের কাজ কোনটি?
ক) আমিষ সংশ্লেষ
খ)খাদ্য সঞ্চয়
গ) প্রবাহ পমের নির্দেশনা
ঘ)জীবাণু ধ্বংস
উত্তর:ঘ)জীবাণু ধ্বংস

১৭.কোষকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে কোনটি?
ক) নিউক্লিয়াস
খ) মাইটোকন্ড্রিয়া
গ) গলজি বডি
ঘ) লাইসোজোম
উত্তর:ঘ) লাইসোজোম

১৮. প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন হয় কোনটিতে?
ক) রাইবোজোম
খ) লাইসোজোম
গ)এন্ডোপ্লাজমিক
ঘ) রেটিকুলাম
উত্তর:ক) রাইবোজোম

১৯. কোনটি প্রোটিন সংশ্লেষণ করে?
ক)ক্রোমোপ্লাস্ট সেন্ট্রোজোম
খ) রাইবোজোম
গ) গলজি বস্তু
ঘ) গলজি বস্তু
উত্তর:খ) রাইবোজোম

২০. প্রাণিকোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণ এর স্থান নির্ধারণ করে?
ক)গলজিবস্তু
খ)) লাইসোজোম
গ) রাইবোজোম
ঘ)এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
উত্তর:গ) রাইবোজোম

২১. নিউক্লিয়াসের কোন অংশটি প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে?
ক)নিউক্লিয়ার ঝিল্লি
খ) নিউক্লিওপ্লাজম
গ) ক্রোমাটিন জালিকা
ঘ)নিউক্লিওলাস
উত্তর:ঘ)নিউক্লিওলাস

২২. পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয় কোনটির কোষপ্রাচীর?
ক) মাশরুম
খ)অ্যামিবা
গ) ব্যাকটেরিয়া
ঘ) বহুকোষী শৈবাল
উত্তর:গ) ব্যাকটেরিয়া

২৩. কোনটি সাইটোপ্লাজমের অংশ নয়?
ক)এক্টোপ্লাজম
খ) মাইটোকন্ড্রিয়া
গ)কোষগহ্বর
ঘ)কোষঝিল্লি
উত্তর:গ)কোষগহ্বর

২৪. প্রোটিন সংশ্লেষী অঙ্গাণুগুলো হলো-
ক)সেন্ট্রোসোম ও ক্রোমোজোম
খ) নিউক্লিওলাস ও লাইসোজোম
গ) রাইবোজোম ও এন্ডোপ্লাজমিক জালিকা
ঘ) লাইসোজোম ও রাইবোজোম
উত্তর:গ) রাইবোজোম ও এন্ডোপ্লাজমিক জালিকা

২৫. প্রাণী কোষে পাওয়া যায় কোনটি?
ক) ক্লোরোপ্লাস্ট
খ) ক্রোমোপ্লাস্ট
গ) লিউকোপ্লাস্ট
ঘ)গলজিবস্তু
উত্তর:ঘ)গলজিবস্তু

২৬. কোষঝিল্লির ভাঁজকে কী বলে?
(ক) হাইলাম
খ) মাইক্রোভিলাই
গ) ক্রিস্টি
ঘ) ম্যাট্রিক্স
উত্তর:খ) মাইক্রোভিলাই

২৭. কাঁচা পেঁপেতে যে প্লাস্টিড থাকে তা হলো-
i. ক্লোরোপ্লাস্ট
ii. ক্রোমোপ্লাস্ট
iii. লিউকোপ্লাস্ট
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i
উত্তর:ঘ) i

২৮. লিউকোপ্লাস্ট পাওয়া যায়-
i. মূলে
ii. ফলে
iii. জননকোষে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ও ii
উত্তর:খ) i ও iii

২৯. ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়-
i. সবুজ পাতায়
ii. গাজরের মূলে
iii. রঙিন ফুলে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ও ii
উত্তর:গ) ii ও iii

৩০. সরল টিস্যু কত প্রকার?
ক) ৬
খ)৫
গ)৩
ঘ)৪
উত্তর:গ)

৩১.সালোকসংশ্লেষণ ঘটনের স্থান কোন টিস্যু?
ক)জাইলেম
খ) ফ্লোয়েম
গ) প্যারেনকাইমা
ঘ)স্ক্লেরেনকাইমা
উত্তর:গ) প্যারেনকাই

৩৩. প্যারেনকাইমা টিস্যুতে কোনটি ঘটে?
ক) খাদ্য প্রস্তুত
খ) দৃঢ়তা প্রদান
গ)পানি পরিবহন
ঘ) খনিজ লবণ পরিবহন
উত্তর:ক) খাদ্য প্রস্তুত

৩৪. প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কোনটি?
ক)জীবিত, সমব্যাमীয়
খ) পুরু প্রাচীরযুক্ত, ফাঁকা নাই
গ)প্রোটোপ্লাজমপূর্ণ, নিউক্লিয়াসবিহীন
ঘ)লিগনিনযুক্ত, খাটে
উত্তর:ক)জীবিত, সমব্যাসীয়

৩৫. জলজ উদ্ভিদের বায়ুকুঠুরীযুক্ত প্যারেনকাইমাকে কী বলে?
ক)কোলেনকাইমা
খ) অ্যারেনকাইমা
গ) স্ক্লেরেনকাইমা
ঘ)ক্লোরেনকাইমা
উত্তর:খ) অ্যারেনকাইমা

৩৬. কোনটিকে স্টোনসেল বলা হয়?
ক) উড প্যারেনকাইমা
খ)ট্রাকিড
গ)ভেসেল
ঘ) ফ্লোরাইড
উত্তর:ঘ) ফ্লোরাইড

৩৭. নিচের কোনটি উদ্ভিদদেহে দৃঢ়তা প্রদান এবং পানি ও খনিজ লবণ পরিবহন করা এর মূল কাজ?
ক) প্যারেনকাইমা
খ) কোলেনকাইমা
গ) অ্যারেনকাইমা
ঘ)স্কেলেরেনকাইমা
উত্তর:ঘ)স্কেলেরেনকাইমা

৩৮. পার্শ্বীয় জোড়াকূপ এর সাহায্যে পানি চলাচল করে কোন কোষে?
ক)ট্রাকিড
খ) সিডকোষ
গ) ভেসেল
ঘ)সঙ্গীকোষ
উত্তর:ক)ট্রাকিড

৩৯. কোন কোষগুলো খাটো চোঙের ন্যায়?
ক) ট্রাকিড
খ)ভেসেল
গ) জাইলেম প্যারেনকাইমা
ঘ)জাইলেম ফাইবার
উত্তর:গ) জাইলেম প্যারেনকাইমা

৪০. নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত?
ক)শনিটাম
খ) পাইনাস
গ) সুপারি
ঘ)ঢেঁকি শাক
উত্তর:গ) সুপারি

৪১. কোনটির প্রাচীর ঘেষে প্রোটোপ্লাজম থাকে?
ক) ট্রাকিড
খ)ভেসেল
গ) সঙ্গীকোষ
ঘ) সিভনল
উত্তর:ঘ) সিভনল

৪২. বাস্ট ফাইবার এর ক্ষেত্রে কোনটি সঠিক?
ক)সিভনল গঠন করে
খ) প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে
গ) সিডপ্লেট গঠন হয়
ঘ)গৌণবৃদ্ধির সময় উৎপন্ন হয়
উত্তর:ঘ)গৌণবৃদ্ধির সময় উৎপন্ন হয়

৪৩. কোনটিতে ফ্লোয়েম প্যারেনকাইমা আছে?
ক) গম
খ) ধান
গ) নারিকেল
ঘ) আম
উত্তর:ঘ) আম

৪৪. সিভনলের ছিদ্রযুক্ত প্রস্থচ্ছেদকে কী বলা হয়?
ক)সীভপ্লেট
খ) ভেসেল
গ)সঙ্গীকোষ
ঘ)ট্রাকিড
উত্তর:ক)সীভপ্লেট

৪৫. ফার্ন ও ব্যস্ত বীজি উদ্ভিদে কোনটি অনুপস্থিত?
ক)সিভকোষ
খ) ফ্লোয়েম প্যারেনকাইমা
গ) সঙ্গীকোষ
ঘ)ফ্লোয়েম তন্তু
উত্তর:গ) সঙ্গীকোষ

৪৬.ভেসেল কোষের—
i. প্রাচীরে লিগনিন জমা থাকে
ii. কোষগুলো খাটো চোঙের মতো
iii. কোষগুলো একটির মাথায় আরেকটি সজ্জিত থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ও ii
উত্তর:গ) ii ও iii

৪৭. আম গাছের—
i. ভেসেল কোষ রস উত্তোলন করে
ii. ফ্লোয়েম প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় করে
iii. সিভকোষের সাথে সঙ্গীকোষ থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ও ii
উত্তর:ক) i, ii ও iii

৪৮. প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য-
i. পাতলা প্রাচীরযুক্ত
ii. আন্তঃকোষীয় ফাঁক থাকে
iii. স্টোন সেল থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ও ii
উত্তর:ঘ) i ও ii

SSC জীববিজ্ঞান ২য় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর
আরো যে সকল বিষয়গুলো জানতে পারবেন, নবম-দশম/SSC জীববিজ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC জীববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC জীববিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। নবম দশম শ্রেণী জীববিজ্ঞান প্রশ্ন উত্তর।জীববিজ্ঞান জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান mcq । নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান সকল অধ্যায়ের mcq

জীববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ প্রশ্নোত্তর

Post a Comment

Previous Post Next Post