SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ প্রশ্ন উত্তর PDF ( A+) ১০০% কমন উপযোগী

SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ প্রশ্ন উত্তর । ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন

 SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর 

১.ADP এর সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়াকে বলা হয়- 
ক)ফটোলাইসিস 
খ)অক্সিডেটিভ ফসফোরাইলেশন
গ)ফটোফসফোরাইলেশন
ঘ) ফার্মেন্টেশন
উত্তর:গ)ফটোফসফোরাইলেশন

২. কোনটি অ্যাডিনোসিন ডাই-ফসফেট?
ক)AMP
খ)ADP
গ)AD₂P
ঘ)ADP₂
উত্তর:খ)ADP

৩. জৈব মুদ্রা কোনটি?
ক)ADP
খ)ATP
গ)NADP
ঘ)FAD
উত্তর:খ)ATP

৪.কোনটিকে “শক্তিমুদ্রা” বলা হয়?
ক)GTP
খ)ATP
গ)NADH 2
ঘ)FADH2
উত্তর:খ)ATP

৫. মুক্ত শক্তির বাহক হলো-
ক)ADP
খ) GTP
গ)ATP
ঘ)DNA
উত্তর:গ)ATP

৬. ATP তৈরিতে ADP কোনটি হতে শক্তি সঞ্চয় করে?
ক) ক্লোরোফিল
খ)ইলেকট্রন
গ) ফোটন
ঘ)প্রোটন 
উত্তর:গ) ফোটন

৭.পানিতে শতকরা কত ভাগ CO2 থাকে?
ক)0.003%
খ)0.03%
গ)0.3%
ঘ(3.0%
উত্তর:গ)0.3%

৮. সালোকসংশ্লেষণ কীসের মধ্যে সেতুবন্ধন তৈরি করে?
ক) জীবন ও খাদ্যের
খ) শ্বসন ও জীবনের
গ) সূর্যালোক ও জীবনের
ঘ) উদ্ভিদ ও প্রাণীর
উত্তর:গ) সূর্যালোক ও জীবনের

৯.বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত?
ক)20.99%
খ)২০.১৫%
গ)20.95%
ঘ)২০%
উত্তর:গ)20.95%

১০. কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি?
ক)মরিচ 
খ)ফণিমনসা
গ)সুন্দরী ও 
ঘ)হাইড্রিলা
উত্তর:ঘ)হাইড্রিলা

১১. নিচের কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণ হার বেশি?
ক) বট গাছ 
খ) পেয়ারা
গ)কচুরিপানা
ঘ) কাঁঠাল 
উত্তর:গ)কচুরিপানা

১২. কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার অপেক্ষাকৃত বেশি?
ক) জলজ 
খ) স্থলজ 
গ)মরুজ
ঘ) মেরুজ
উত্তর:ক) জলজ 

১৩. স্ট্রোমাতে শর্করা তৈরির সময় ব্যবহৃত হয়? 
ক) উৎসেচক বায়ু 
খ)CO২. ATP
গ) বায়ু-, N
ঘ)N.C

উত্তর:ক) উৎসেচক বায়ু 
১৪. শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় কোনটি?
ক) পানি
খ) কার্বন ডাইঅক্সাইড
গ) অক্সিজেন
৪) কার্বন মনোক্সাইড

উত্তর:গ) অক্সিজেন
১৫. পাইরুভিক এসিডের রাসায়নিক সংকেত কোনটি?
ক)CHO,
খ)CH,OH
গ)C3H4O3
ঘ)C4H3O
উত্তরঃগ)C3H4O3

১৬. H2O বিয়োজিত হয়ে উৎপন্ন হয় -
i. e 
ii. H2
iii. O₂
 নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ও ii
উত্তর:ক) i, ii ও iii

১৮আরীকরণ শক্তি হলো-
i. NADP 
ii. ATP
iii. NADPH2
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ও ii
উত্তর:গ) ii ও iii

১৯.. ব্ল্যাকম্যান কত সালে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন?
ক)১৯০৫
খ) ১৯১৫
গ) ১৯২০
ঘ) ১৯২৫
উত্তর:ক)১৯০৫

 ২০. ক্যালভিন তাঁর আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান কত সালে?
ক)১৯৫১
খ) ১৯৬১
গ) ১৮৫১
ঘ) ১৮৬১
উত্তর:খ) ১৯৬১

২১. আলোক নিরপেক্ষ পর্যায়ে নিচের কোনটি বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়?
ক)NADPHO
খ)H₂O
গ) CO2
ঘ)O২
উত্তর:গ) CO2

২২.C3- উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কোনটি?
ক)ল্যাকটিক এসিড
খ)পাইরুভিক এসিড
গ) ফসফোগ্লিসারিক এসিড 
ঘ)অক্সালোএসেটিক এসিড
উত্তর:গ) ফসফোগ্লিসারিক এসিড 

২৪. কোনটি C3 উদ্ভিদ
ক) আখ 
খ) পাট
গ)ভুট্টা
ঘ) মুথা ঘাস 
উত্তর:খ) পাট

২৫. C4 উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ- 
ক)রাইবুলোজ ১, ৫ ভাই ফসফেট
খ)ডাই হাইড্রক্সি এসিটোন ফসফেট
গ) অক্সালো এসিটিক এসিড 
ঘ)ফসফো মিসারিক এসিড 
উত্তর:গ) অক্সালো এসিটিক এসিড 

২৬. কোন উপাদানগুলোর সংযুক্তির কারণে ATP উৎপন্ন হয়?
i. ADP
ii. Pi
iii. সৌরশক্তি
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ও ii
উত্তর:ঘ) i ও ii

২৭.. নিচের কোন তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয়।
ক)420nm
খ)360 nm
গ)860 nm
ঘ)560 nm
উত্তর:ক)420nm

২৮. সালোকসংশ্লেষণে অনুঘটক হিসেবে কাজ করে কোনটি?
ক) পটাশিয়াম 
খ) নাইট্রোজেন
গ)লৌহ
ঘ) ম্যাগনেসিয়াম
উত্তর:ক) পটাশিয়াম 

২৯. কোনটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবক?
ক) অক্সিজেন 
খ)শর্করা
গ) পটাশিয়াম
ঘ) এনজাইম
উত্তর:ক) অক্সিজেন 

৩০. সালোকসংশ্লেষণের জন্য পরিমিত তাপমাত্রা হলো-
ক)০ - ২০° সে.
খ)২০ - ৩৫° সে.
গ)২২ - ৩৫° সে.
ঘ)২২ - ৪৫° সে.
উত্তর:গ)২২ - ৩৫° সে.


৩১. পাতার বয়স বাড়ার সাথে ক্লোরোপ্লাস্টের সম্পর্ক কী?
ক) সংখ্যায় বেশি হবে 
খ) কম সংখ্যক হবে
গ)অপরিবর্তিত থাকবে
ঘ)কার্যকারিতা কমে যাবে
উত্তর:ক) সংখ্যায় বেশি হবে 

৩২. সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবক নয় কোনটি?
ক) অক্সিজেন 
খ) পানি
গ)ক্লোরোফিল 
ঘ) খনিজ পদার্থ
উত্তর:গ)ক্লোরোফিল 

৩৩. নিচের কোনটি সালোকসংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক নয়?
ক)এনজাইম
খ) শর্করা
গ) পটাসিয়াম
ঘ) আলো
উত্তর:ঘ) আলো

৩৪. গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোন অংশে সংগঠিত হয়?
ক) গলজি বস্তুতে 
খ) মাইটোকন্ড্রিয়ায় 
গ) নিউক্লিয়াসে
ঘ)সাইটোপ্লাজমে
উত্তর:ঘ)সাইটোপ্লাজমে

৩৫. ক্রেবস চক্র   দুই অণু গ্লুকোজ হতে কত অণু CO২ উৎপন্ন হয়?-
ক) দুই 
খ) চার 
গ)ছয়
ঘ) আট
উত্তর:ঘ) আট

৩৬. শ্বসন প্রক্রিয়ায় কোন ধাপে ৪ অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়-
ক)গ্লাইকোলাইসিস
খ)আসিটাইল কো-এ  
গ) ক্রেবস চক্র
ঘ)ইলেকট্রন প্রবাহতর
উত্তর:গ) ক্রেবস চক্র

৩৭. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় দুই অণু গ্লুকোজ থেকে কয় অণু পাইরুতিক এসিড সৃষ্টি হয়?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তর ঘ) ৪

৩৮. অবাত শ্বসন ঘটে কোন উদ্ভিদে?
ক) ভুট্টা 
খ)ঈস্ট
গ) ফার্স
ঘ)শৈবাল
উত্তর:খ)ঈস্ট

৩৯. অবাত শ্বসনে ১ অণু গ্লুকোজ হতে যতটি ATP তৈরি হয় তা হতে কত কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়?
ক) ১৬.৬
খ)১৮.৬
গ)১২.৬
ঘ)১৪.৬
উত্তর:ঘ)১৪.৬

৪০. ২ অণু FADH২ হতে কয়টি ATP উৎপন্ন হয়? 
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৬
উত্তর:গ) ৪

৪১. ৩ অণু FADH২ হতে কত অণু ATP তৈরি হয়?
ক) ৩
খ) ৬
গ) ৯
ঘ) ১২
উত্তর:খ) ৬

৪২. এক অণু গ্লুকোজ জারণের তৃতীয় ধাপে কয় অণু CO২ উৎপন্ন হয়?
ক) ১
খ) ২
গ) ৪
ঘ) ৬
উত্তর:গ) ৪

৪৩. গ্লুকোজ ক্রেবস চক্রে কোনটির জারণ ঘটে?
ক)পাইরুভিক এসিড
খ)এডিনোসিন ট্রাইফসফেট
গ) অ্যাসিটাইল Co-A
ঘ)গ্লুকোজ
উত্তর:ঘ)গ্লুকোজ

৪৪. অ্যাসিটাইল কো-এ সৃষ্টি ধাপটিতে যে কয়টি ATP উৎপন্ন হয় তার চারগুণ ATP উৎপন্ন হয় নিচের কোন ধাপে?
ক) গ্লাইকোলাইসিস 
খ)ক্রেবস চক্র
গ) ইলেকট্রন প্রবাহতন্ত্র
ঘ)CILO, এর অসম্পূর্ণ জারণ
উত্তর:খ)ক্রেবস চক্র

৪৫. ২ অণু FADH২ হতে কয়টি ATP উৎপন্ন হয়?
ক)২
খ)৩
গ)৪
ঘ)৫
উত্তর:গ)৪

৪৬. সবাত শ্বসনের অ্যাসিটাইল কো-এ সৃষ্টি হয় কোথায়?
ক) প্লাজমামেমব্রেনে
খ) মাইটোকন্ড্রিয়াতে
গ) সাইটোপ্লাজমে
ঘ) লাইসোজোমে
উত্তর:গ) সাইটোপ্লাজমে

৪৭. এক অণু অ্যাসিটাইল কো এনজাইম-এ কতটি কার্বন পরমাণু থাকে? 
ক)২
খ)৩
গ)৪
ঘ)৫
উত্তর:ক)২

৪৮. ETS তন্ত্র কোথায় সংঘটিত হয়?   
ক) সাইটোপ্লাজমে
খ) মাইটোকন্ড্রিয়াতে 
গ) নিউক্লিয়াসে
ঘ) গলগি বডিতে
উত্তর:খ) মাইটোকন্ড্রিয়াতে 

৪৯. সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে কত ATP তৈরি করে?
ক) ২০ ATP
খ)38 ATP
গ)৩৮ ATP
ঘ)২৪ ATP
উত্তর:গ)৩৮ ATP

৫০. ক্রেবস চক্র, ফ্যাটি এসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া কোষের কোথায় ঘটে?
ক)নিউক্লিয়াসে 
খ) প্লাস্টিডে
গ) মাইটোকন্ড্রিয়ায়
ঘ)সেন্ট্রোসোমে
উত্তর:গ) মাইটোকন্ড্রিয়ায়

৫১. কোন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়?
ক)সালোকসংশ্লেষণ 
খ)শ্বসন 
গ) ব্যাপন
ঘ) অভিস্রবণ
উত্তর:খ)শ্বসন 

৫২. শ্বসনে এক অণু অ্যাসিটাইল Co-A থেকে উৎপন্ন হয় 
i. ৩ অণু NADH 2 
ii. ১ অণু FADH
iii. ২ অণু CO2 
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ও ii
উত্তর:ক) i, ii ও iii

 
৫৩. গ্লাইকোলাইসিসের জন্য প্রযোজ্য-
i. অক্সিজেন আবশ্যক
ii. দুই মলিকিউল পাইরুভিক এসিড উৎপন্ন হয়।
iii. সাইটোপ্লাজম স্থান 
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ও ii
উত্তর:গ) ii ও iii
৫৪. সবাত শ্বসনে অ্যাসিটাইল কো-এ উৎপাদিত বস্তু-
i. FADH2
ii. NADH 2
iii. CO2 
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ও ii
উত্তর:গ) ii ও iii
৫৫. অবাত শ্বসন প্রক্রিয়ায় ১ অণু গ্লুকোজ হতে যতটি Y যৌগ উৎপন্ন হয় তা হতে কত কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়?
ক) ১০.৬
খ)১২.৬
গ)১৩.৬
ঘ)১৪.৬
উত্তর:ঘ)১৪.৬

৫৬. শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত?
ক) ২০° সে. - ২৫° সে.
খ)২০°সে. ৩৫° সে. 
গ)২০° সে. - ৪৫° সে.
ঘ)২০° সে. - ৪০° সে.
উত্তর:ঘ)২০° সে. - ৪০° সে.

৫৮. কখন শ্বসন এর হার বেড়ে যায়? 
ক) রাতে
খ)বিকেলে
গ) দিনের আলোতে
ঘ) চাঁদের আলোতে
উত্তর:গ) দিনের আলোতে

৫৯. শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কোনটি?  
ক)20° - 25°
খ)25°-30°
গ) 30° - 34°
ঘ)20° - 45°
উত্তর:ঘ)20° - 45°

৬০. নিচের কোনটিতে ল্যাকটিক এসিডের ফার্মেন্টেশন হয়?
ক)পাউরুটি
খ) দ‍ই
গ) মিষ্টি
ঘ) বিস্কুট 
উত্তর:খ) দ‍ই

৬১.অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে পরিণত করে?
ক) কার্বন ডাইঅক্সাইড
খ) হাইড্রোকার্বন
গ) ক্লোরোফরম
ঘ) অ্যালকোহল
উত্তর:ঘ) অ্যালকোহল

৬২. কোন গ্যাস এর চাপে রুটি ফাঁপা হয়?
ক) NO2
খ)CO২
গ) N 2
ঘ)O 2

উত্তর:খ)CO২
৬৩. ঈস্টে ও ব্যাকটেরিয়াতে এক অণু গ্লুকোজ হতে কত অণু CO২তৈরি হয়?
ক)৬ অণু
খ)৩৮ অণু
গ) ৮ অণু
য) ২ অণু
উত্তর:য) ২ অণু

SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
আরো যে সকল বিষয়গুলো জানতে পারবেন, নবম-দশম/SSC জীববিজ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। নবম দশম শ্রেণী জীববিজ্ঞান প্রশ্ন উত্তর।জীববিজ্ঞান জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান mcq । নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান সকল অধ্যায়ের mcq

জীববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ প্রশ্নোত্তর

Post a Comment

Previous Post Next Post