SSC জীববিজ্ঞান দ্বাদশ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর ( PDF A+১০০% কমন উপযোগী প্রশ্ন )

SSC জীববিজ্ঞান দ্বাদশ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান A+ পাওয়া পানির মত সহজ করে তুলবে এই প্রশ্নগুলি। ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান জ্ঞানমূলক 

SSC জীববিজ্ঞান দ্বাদশ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

প্রশ্ন ১। বংশগতি কী?
উত্তর : জীবের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনসমূহ প্রজননের মাধ্যমে পিতামাতা থেকে বংশানুক্রমে সন্তান-সন্তুতির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াই হলো বংশগতি 

প্রশ্ন ২। বংশগতি কাকে বলে? 
উত্তর : মাতা-পিতা থেকে তাদের বৈশিষ্ট্যসমূহ সন্তানসন্ততিতে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বংশগতি বলে।

প্রশ্ন ৩। বংশগতিবিদ্যা কাকে বলে?
উত্তর : জীববিজ্ঞানের যে বিশেষ শাখায় বংশগতি সম্বন্ধে বিশদভাবে আলোচনা ও গবেষণা করা হয় তাকে বংশগতি বিদ্যা বলে ।

প্রশ্ন ৪। বংশগতি বিদ্যার জনক কে?
উত্তর : বংশগতিবিদ্যার জনক হলো গ্রেগর জোহান মেন্ডেল।

প্রশ্ন ৫। জেনেটিক্স এর সূত্রসমূহ কে আবিষ্কার করেন?
উত্তর : গ্রেগর জোহান মেন্ডেল জেনেটিক্স এর সূত্রসমূহ আবিষ্কার করেন।

প্রশ্ন ৬। বংশগতির প্রধান উপাদান কী?
উত্তর : বংশগতির প্রধান হলো ক্রোমোজোম।

প্রশ্ন ৭। কত লক্ষ প্রাণী প্রজাতি শনাক্ত করা সম্ভব হয়েছে?
উত্তর : প্রায় তের লক্ষ প্রাণী প্রজাতি শনাক্ত করা সম্ভব হয়েছে।

প্রশ্ন ৮। সর্বপ্রথম জীবনের উৎপত্তি কোথায় হয়েছিল?
উত্তর : সর্বপ্রথম জীবনের উৎপত্তি হয়েছিল সমুদ্রের পানিতে।

প্রশ্ন ৯। লোকাস কী?
উত্তর : ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাই হলো লোকাস।

প্রশ্ন ১০৷ পিউরিন কী?
উত্তর : পিউরিন হলো নাইট্রোজেনঘটিত ক্ষারক।

প্রশ্ন ১১। প্রকট বৈশিষ্ট্য কী?
উত্তর : মাতাপিতা থেকে প্রথম বংশধরে জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে।

প্রশ্ন ১২। প্রচ্ছন্ন জিন কাকে বলে?
উত্তর : যে জিনের বৈশিষ্ট্যটি প্রথম বংশধরে প্রকাশ পায় না তবে দ্বিতীয় বংশধরে এক-চতুর্থাংশ জীবে প্রকাশ পায় তাকে প্রচ্ছন্ন জিন বলে।

প্রশ্ন ১৩। জিন কী?
উত্তর : জিন হলো জীবের সকল দৃশ্য ও অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক।

প্রশ্ন ১৪। প্রকরণ কাকে বলে?
উত্তর : বংশগতভাবে প্রাপ্ত জিনের বিভিন্নতার কারণে জীবগোষ্ঠীর বিভিন্ন সদস্যদের মধ্যে বংশগত পার্থক্যের সৃষ্টি হয় এই পার্থক্যকেই প্রকরণ বলে।

প্রশ্ন ১৫। DNA কী?
উত্তর : DNA হলো Deoxyribo Nucleic Acid যা ক্রোমোজোমের প্রধান উপাদান।

প্রশ্ন ১৬। এডিনিন কী? 
উত্তর : অ্যাডিনিন হলো এক ধরনের নাইট্রোজেনাস বেস।

প্রশ্ন ১৭। নিউক্লিওটাইড কাকে বলে?
উত্তর : এক অণু নিউক্লিওসাইড (১ অণু পেন্টোজ সুগার + ১ অণু নাইট্রোজেন বেস) এর সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে নিউক্লিওটাইড বলে।

প্রশ্ন ১৮। নিউক্লিওসাইড কী?
উত্তর:এক অণু পেন্টোজ সুগার ও এক অণু নাইট্রোজেন বেস যুক্ত হয়ে যে যৌগ গঠিত হয় তাকে নিউক্লিওসাইড বলে।

প্রশ্ন ১৯। DNA ফিঙ্গার প্রিন্টিং কী?
উত্তর : DNA টেস্টের বিজ্ঞানভিত্তিক এক ব্যবহারিক পদ্ধতিই হলো DNA ফিঙ্গার প্রিন্টিং।

প্রশ্ন ২০। DNA টেস্ট বলতে কী বোঝ?
উত্তর : কোনো ব্যক্তির জৈবিক নমুনা যেমন- দাঁত, চুল, রক্ত, লালা, বীর্য ইত্যাদির DNA নকশা বের করার জন্য যে পরীক্ষা করা হয় তাকে DNA টেস্ট বলে।

প্রশ্ন ২১। PCR এর পূর্ণরূপ কী?
উত্তর : PCR এর পূর্ণরূপ হচ্ছে Polymerase chain reaction.

প্রশ্ন ২২। অটোসোম কী?
উত্তর : মানবদেহ কোষে ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২২ জোড়া ক্রোমোজোমই হচ্ছে অটোসোম।

প্রশ্ন ২৩। সেক্স-লিংকড ডিসঅর্ডার কী?
উত্তর:কিছু জিনগত অসুখ আছে যেগুলোতে মিডটেশন হয় সেক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোতে এবং সেক্স-ক্রোমোজোমের, মাধ্যমে বংশপরম্পরায় সঞ্চারিত হয় সেগুলোকেই বলা হয় সেক্স-লিংকড ডিসঅর্ডার।

প্রশ্ন ২৪। কালার ব্লাইন্ড কী?
উত্তর : কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা এমন এক অবস্থা যখন কেউ কোনো রং সঠিকভাবে চিনতে পারে না।
প্রশ্ন ২৫। সর্বজনীন কালার ব্লাইন্ড কী?

উত্তর : সর্বজনীন কালার ব্লাইন্ড হলো এমন একটি অবস্থা যখন কেউ কোনো রং সঠিকভাবে চিনতে পারে না।
প্রশ্ন ২৬। জেনেটিক ডিসঅর্ডার কী?

উত্তর:জেনেটিক ডিসঅর্ডার হলো জিনগত অস্বাভাবিকতা যা সেক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর মিউটেশনের কারণে হয়।

প্রশ্ন ২৭। থ্যালাসেমিয়া কী?
উত্তর : থ্যালাসেমিয়া হলো লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম।

প্রশ্ন ২৮। বিবর্তন কী?
উত্তর: সময়ের সাথে সাথে কম বৈচিত্র্যপূর্ণ পূর্বের জীব থেকে সুশৃঙ্খল ও অনুক্রমিক পদ্ধতিতে পর্যায়ক্রমিকভাবে বৈচিত্র্যময় জীবের বিকাশকে বিবর্তন বলে।

প্রশ্ন ২৯। Evolveri কী?
উত্তর : Evolveri একটি ল্যাটিন শব্দ যা থেকে Evolution বা বিবর্তন শব্দটি এসেছে।


SSC জীববিজ্ঞান দ্বাদশ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
আরো যে সকল বিষয়গুলো জানতে পারবেন, নবম-দশম/SSC জীববিজ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। নবম দশম শ্রেণী জীববিজ্ঞান প্রশ্ন উত্তর।জীববিজ্ঞান জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান mcq । নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান সকল অধ্যায়ের mcq

Post a Comment

Previous Post Next Post