SSC রসায়ন তৃতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর PDF ( A+) ১০০% কমন উপযোগী

SSC রসায়ন তৃতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর । রসায়নে A+ পাওয়া পানির মত সহজ করে তুলবে এই প্রশ্নগুলি। ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর রসায়ন তৃতীয়  অধ্যায়  প্রশ্নের উত্তর। এগুলি নিম্নে দেওয়া হল

SSC রসায়ন তৃতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর 

প্রশ্ন ১। মৌলের প্রতীক কাকে বলে?
উত্তর : কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে মৌলের প্রতীক বলে।

প্রশ্ন ২। খাদ্য লবণের সংকেত লিখ।
উত্তর : খাদ্য লবণের সংকেত হলো NaCl

প্রশ্ন ৩। ফিটকিরির সংকেত লিখ ?
উত্তর : ফিটকিরির সংকেত: K2SO4.Al2(SO4)3. 24H2O

প্রশ্ন ৪। বক্সাইটের সংকেত লিখ ?
উত্তর : বক্সাইটের সংকেত হলো- Al2O3.2H2O

প্রশ্ন ৫। সালফার অণুটির সংকেত লিখ।
উত্তর : সালফার অণুর সংকেত Sa

প্রশ্ন ৬। ক্যালসিয়াম ফসফেটের সংকেত লিখ।
উত্তর : ক্যালসিয়াম ফসফেটের সংকেত : Ca3 (PO4)2. |

প্রশ্ন ৭। কৃত্রিম মৌল কাকে বলে?
উত্তর : যেসব মৌল প্রকৃতিতে পাওয়া যায় না, গবেষণাগারে তৈরি করা হয় সেসব মৌলকে কৃত্রিম মৌল বলে।

প্রশ্ন ৮। মানুষের শরীরে কয় ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে?
উত্তর : মানুষের শরীরে ২৬ ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে।

প্রশ্ন ৯। পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে?
উত্তর : কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে সে মৌলের পরমাণুর ভরসংখ্যা বলা হয় ।

প্রশ্ন ১০। আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে?
উত্তর : কোনো একটি পরমাণুর ভর এবং একটি কার্বন-12 পরমাণু অংশের অনুপাতকে ঐ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে

প্রশ্ন ১৫। একটি প্রোটনের ভর কত?
উত্তর : একটি প্রোটনের ভর 1.673 × 10-24 g
বলে।

প্রশ্ন ১১। প্রোটনের আপেক্ষিক আধান কত?
উত্তর : প্রোটনের আপেক্ষিক আধান + I ।

প্রশ্ন ১২। পারমাণবিক সংখ্যা কাকে বলে? 
উত্তর : কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটনের সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বলে ।

প্রশ্ন ১৩। আর্সেনিক এর পারমাণবিক সংখ্যা কত?
উত্তর : আর্সেনিক (As) এর পারমাণবিক সংখ্যা 33 ।

প্রশ্ন ১৪। পারমাণবিক ভর কাকে বলে?
প্রশ্ন ১৬। ইলেকট্রনের আধান কত?
উত্তর : ইলেকট্রনের আধান - 1.60 × 10 -1" কুলম্ব ।

প্রশ্ন ১৭। একটি ইলেকট্রনের ভর কত?
উত্তর : একটি ইলেকট্রনের ভর 9.11 × 10-2*g 

প্রশ্ন ১৮। পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যাকে কী দ্বারা চিহ্নিত করা হয়?
উত্তর : পারমাণবিক সংখ্যাকে Z এবং ভর সংখ্যাকে A দ্বারা চিহ্নিত করা হয়।

প্রশ্ন ১৯। কোনটি পরমাণুর নিজস্ব সত্তা ও পরিচয় বহন করে?
উত্তর : প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা পরমাণুর নিজস্ব সত্তা ও পরিচয় বহন করে।

প্রশ্ন ২০। আপেক্ষিক পারমাণবিক ভরের একক কী?
উত্তর : আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। পাঠ পরমাণুর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন হিসাব, আইসোটোপ

প্রশ্ন ২১। আইসোটোপ কাকে বলে?
উত্তর : যেসব মৌলের পরমাণুসমূহের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে।

প্রশ্ন ২২। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে ?
উত্তর : যে সকল আইসোটোপের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে (নিজে নিজেই) ভেঙে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি ইত্যাদি নিৰ্গত করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে।

প্রশ্ন ২৩। তেজস্ক্রিয়তা কাকে বলে?
উত্তর : তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে ।

প্রশ্ন ২৪। নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা কী? 
উত্তর : পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন এর মোট সংখ্যাই হলো নিউক্লিয়ন সংখ্যা।

প্রশ্ন ২৫। পৃথিবীর বয়স নির্ধারণে কোন আইসোটোপ ব্যবহৃত হয়?
উত্তর : পৃথিবীর বয়স নির্ধারণে কার্বন-14(C-14) আইসোটোপ ব্যবহৃত হয়। এটি একটি তেজস্ক্রিয় আইসোটোপ ।

প্রশ্ন ২৬। পরমাণুর কেন্দ্রে কী থাকে?
উত্তর : পরমাণুর কেন্দ্রে প্রোটন ও নিউট্রন থাকে।

প্রশ্ন ২৭। কোন স্থায়ী মূল কণিকাদ্বয়ের আপেক্ষিক ভর সমান?
উত্তর : প্রোটন ও নিউট্রনের আপেক্ষিক ভর সমান হয়।

প্রশ্ন ২৮। নিউট্রনের প্রকৃত আধান কত?
উত্তর : নিউট্রনের প্রকৃত আধান শূন্য (০)

প্রশ্ন ২৯। 99mTce থেকে গামা রশ্মি নির্গত হলে কী উৎপন্ন হয়?
উত্তর : 99MMT থেকে গামা রশ্মি নির্গত হলে 99Te ভরবিশিষ্ট আইসোটোপ উৎপন্ন হয় ।

প্রশ্ন ৩০। গাইগার কাউন্টার কী?
উত্তর : গাইগার কাউন্টার একটি যন্ত্র, যার সাহায্যে তেজস্ক্রিয় মৌল থেকে বিকিরিত রশ্মি বা কণা শনাক্ত করা হয় ।

প্রশ্ন ৩১। "Co থেকে নির্গত কোন রশ্মিটি ক্যান্সার কোষকে ধ্বংস করতে সক্ষম?
উত্তর : 6ºCo থেকে নির্গত গামা (7) রশ্মি ক্যান্সার কোষকে ধ্বংস করতে সক্ষম।

প্রশ্ন ৩২। পোলট্রি ফার্মে ব্যাকটেরিয়াজনিত রোগের উদ্ভব ঠেকাতে কোন রশ্মি ব্যবহৃত হয়?
উত্তর : পোলট্রি ফার্মে ব্যাকটেরিয়াজনিত রোগের উদ্ভব ঠেকাতে গামারশ্মি ব্যবহৃত হয়।

প্রশ্ন ৩৩। Atomic Spectra (পারমাণবিক বর্ণালি) কী?
উত্তর : ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে যাবার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্যদিয়ে প্রবেশ করালে সৃষ্ট আলোক রশ্মিকে পারমাণবিক বর্ণালি (Atomic Spectra) বলে।

প্রশ্ন ৩৪ । a-কণা কী?
উত্তর : x-কণা হলো দ্বি-ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস (GHe')।

প্রশ্ন ৩৫। পারমাণবিক বর্ণালি ব্যাখ্যার জন্য কোন পরমাণু মডেলের অবদান অনস্বীকার্য?
উত্তর : পারমাণবিক বর্ণালি ব্যাখ্যার জন্য বোর পরমাণু মডেলের অবদান অনস্বীকার্য ।
পাঠ। পরমাণুর শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস

প্রশ্ন ৩৬। অরবিট কী?
উত্তর : পরমাণুর যে সকল স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তাদেরকে অরবিট বলে।

প্রশ্ন ৩৭। উপশক্তিস্তর বা অরবিটালগুলোকে কী কী নামে আখ্যায়িত করা হয়?
উত্তর : উপশক্তিস্তর বা অরবিটালগুলোকে s, p, d ও f দ্বারা আখ্যায়িত করা হয়।

প্রশ্ন ৩৮। অরবিটালের শক্তিক্রম কী?
উত্তর : যে অরবিটালের (n+l) এর মান কম, সে অরবিটালের শক্তি
কম এবং যে অরবিটালের (n+l) এর মান বেশি সে অরবিটালের
শক্তি বেশি ।

প্রশ্ন ৩৯। 29Cu এর সঠিক ইলেকট্রন বিন্যাসটি লিখ।
উত্তর : 29Cu এর সঠিক ইলেকট্রন বিন্যাসটি হচ্ছে,
1s 2 2s 2 2p 6 3s 2 3p6 3dlo 4s'।

SSC রসায়ন তৃতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
এসএসসি রসায়ন বই থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে যেমন। এসএসসির রসায়ন সকল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। এসএসসি রসায়ন সকল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর। এসএসসি রসায়নে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এসএসসি রসায়নের সকল অধ্যায়ের  নোট। এসএসসি রসায়ন সকল অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। এবং রসায়নের সাজেশন নবম । দশম শ্রেণীর রসায়ন সপ্তম অধ্যায়  প্রশ্নের উত্তর

রসায়নের সকল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

Post a Comment

Previous Post Next Post