SSC রসায়ন ষষ্ঠ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর PDF ( A+) ১০০% কমন উপযোগী

SSC রসায়ন ষষ্ঠ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। রসায়নে A+ পাওয়া পানির মত সহজ করে তুলবে এই প্রশ্নগুলি। ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর রসায়ন ষষ্ঠ অধ্যায়  প্রশ্নের উত্তর। এগুলি নিম্নে দেওয়া হল

SSC রসায়ন ষষ্ঠ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

প্রশ্ন ১। অ্যাভোগেড্রো সংখ্যার মান কত?
উত্তর : অ্যাভোগেড্রো সংখ্যার মান 6.02×1023 

প্রশ্ন ২। এক মোল পানিতে কয়টি অণু থাকে?
উত্তর : এক মোল পানিতে 6.023×1023 সংখ্যক অণু থাকে।

প্রশ্ন ৩ । প্রমাণ অবস্থায়। মোল গ্যাসের আয়তন কত লিটার?
উত্তর : প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4L।

প্রশ্ন ৪ | Stoichiometry কী? 
উত্তর : রসায়নে অণু, পরমাণু, বিক্রিয়ক, উৎপাদ ইত্যাদির হিসাব- নিকাশই Stoichiometry.

প্রশ্ন ৫। মোলার আয়তন কাকে বলে?
উত্তর : এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। পাঠ মোল এবং আণবিক সংকেত; মোলার দ্রবণ বা মোলারিটি

প্রশ্ন ৬। মোল কাকে বলে?
উত্তর : রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর (পরমাণুর ক্ষেত্রে) অথবা আণবিক ভরকে (অণুর ক্ষেত্রে) গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে সংশ্লিষ্ট পদার্থের এক মোল বলে।

প্রশ্ন ৭। মোলার দ্রবণ কাকে বলে?
উত্তর : স্থির তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটারে এক মোল দ্রব দ্রবীভূত থাকে।

প্রশ্ন ১৩। আণবিক সংকেত কাকে বলে?
উত্তর : কোনো যৌগের অনুস্থিত প্রতিটি মৌলের পরমাণুগুলোর প্রকৃত সংখ্যাকে প্রতীকের মাধ্যমে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করাকে যৌগটির আণবিক সংকেত বলে।

প্রশ্ন ১৪। স্থূল সংকেত কী?
উত্তর : যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণুর সরল অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে

প্রশ্ন ১৫। বেনজিনের আণবিক সংকেত কী?
উত্তর : বেনজিনের আণবিক সংকেত : CHOT

প্রশ্ন ১৬ ৷ ইথিনের স্থূল সংকেত কী?
উত্তর : ইথিনের স্থূল সংকেত হচ্ছে- CH2

প্রশ্ন ১৭। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে?
উত্তর : যে প্রক্রিয়ায় এক বা একাধিক মৌল বা যৌগ রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে নতুন এক বা একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে

প্রশ্ন ১৮। অ্যানালার এর সংজ্ঞা দাও।
উত্তর : রাসায়নিক বিক্রিয়ার সময় সবচেয়ে রিশুদ্ধ রাসায়নিক পদার্থকে অ্যানালার বলে। অ্যানালার হলো 95.5% বিশুদ্ধ রাসায়নিক পদার্থ ।

প্রশ্ন ১৯ । লিমিটিং বিক্রিয়ক কী?
উত্তর : কোনো রাসায়নিক বিক্রিয়ায় প্রয়োজনের চেয়ে কম পরিমাণে থাকা বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক বলে

প্রশ্ন ২০। উৎপাদের শতকরা পরিমাণ কী?
উত্তর : উৎপাদের শতকরা পরিমাণ বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ
বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ x 100

প্রশ্ন ২১। কেলাস পানি কাকে বলে?
উত্তর : আর্দ্র বা সোদক কেলাসের প্রতি অণুতে যুক্ত নির্দিষ্ট সংখ্যক
পানির অণুকে কেলাস পানি বলে।

প্রশ্ন ২২। পানিযুক্ত কপার সালফেটের বর্ণ কেমন?
উত্তর : পানিযুক্ত কপার সালফেটের বর্ণ নীল ।

SSC রসায়ন ষষ্ঠ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
এসএসসি রসায়ন বই থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে যেমন। এসএসসির রসায়ন সকল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। এসএসসি রসায়ন সকল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর। এসএসসি রসায়নে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এসএসসি রসায়নের সকল অধ্যায়ের  নোট। এসএসসি রসায়ন সকল অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। এবং রসায়নের সাজেশন নবম । দশম শ্রেণীর রসায়ন সপ্তম অধ্যায়  প্রশ্নের উত্তর

রসায়নের সকল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

Post a Comment

Previous Post Next Post