SSC জীববিজ্ঞান একাদশ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর ( PDF A+১০০% কমন উপযোগী প্রশ্ন )

SSC জীববিজ্ঞান একাদশ  অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান A+ পাওয়া পানির মত সহজ করে তুলবে এই প্রশ্নগুলি। ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান জ্ঞানমূলক

SSC জীববিজ্ঞান একাদশ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

প্রশ্ন ১। প্রজনন কী?
উত্তর : প্রজনন হলো এমন একটি শারীরতত্ত্বীয় কার্যক্রম যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে ভবিষ্যৎ বংশধর রেখে যায়।

প্রশ্ন ২। অযৌন প্রজনন কী? 
উত্তর: মুকুলোদগম, বিভাজন, খণ্ডায়ন প্রভৃতি প্রক্রিয়ায় যে প্রজনন ঘটে তাই হলো অযৌন প্রজনন ।

প্রশ্ন ৩। ক্লীব ফুল কাকে বলে?
উত্তর : যখন কোনো ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবকের যেকোনো একটি অনুপস্থিত থাকে তখন তাকে ক্লীব ফুল বলে।

প্রশ্ন ৪। যুক্তধানী কাকে বলে?
উত্তর : যখন পরাগধানী একগুচ্ছে থাকে, তখন তাকে যুক্তধানী বলে।

প্রশ্ন ৫। অবৃন্তক ফুল কী?
উত্তর : বৃত্তহীন ফুলকে অবৃন্তক ফুল বলে। যেমন— হাতীশুঁড়।

প্রশ্ন ৬। পুষ্পাক্ষ কাকে বলে?
উত্তর : ফুলের বৃন্তশীর্ষে অবস্থিত গোলাকার অংশ যাতে বাকি চারটি স্তবক পরপর সাজানো থাকে তাকে পুষ্পাক্ষ বলে

প্রশ্ন ৭। ফুল কী?
উত্তর : প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপই হচ্ছে ফুল।

প্রশ্ন ৮। পুষ্পমঞ্জরি কী?
উত্তর : গাছের ছোট একটি শাখায় ফুলগুলো বিশেষ নিয়মে সাজানো থাকে। ফুলসহ এ শাখাই হলো পুষ্পমঞ্জরি।

প্রশ্ন ৯। নিয়ত পুষ্পমঞ্জরি কী?
উত্তর : পুষ্প উৎপাদনের ফলে নিয়ত পুষ্পমঞ্জরি বলে।

প্রশ্ন ১০। পরাগথলি কী?
উত্তর : পুংকেশরের পুংদণ্ডের শীর্ষের থলের মতো অংশটিই পরাগধানী বা পরাগথলি।

প্রশ্ন ১১। স্পোরোফাইটের প্রথম কোষ কোনটি?
উত্তর : স্পোরোফাইটের প্রথম কোষ হলো জাইগোট ।

প্রশ্ন ১২। সম্পূর্ণ ফুল কাকে বলে? 
উত্তর : যে ফুলে পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক এ পাঁচটি স্তবক থাকে তখন তাকে সম্পূর্ণ ফুল বলে।

প্রশ্ন ১৩। প্রতিপাদ কোষ কী? 
উত্তর : গর্ভযন্ত্রের বিপরীত দিকের কোষ তিনটি হলো প্রতিপাদ কোষ।

প্রশ্ন ১৪। এক লিঙ্গ ফুল কী?
উত্তর : যখন কোনো ফুলে পুংস্তবক বা স্ত্রীস্তবকের যেকোনো একটি অনুপস্থিত থাকে তাই একলিঙ্গ ফুল ।
প্রশ্ন ১৫। নিষেক কী?
উত্তর : যৌন প্রজননে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনই হলো নিষেক।

প্রশ্ন ১৬। পরাগায়নের মাধ্যম কাকে বলে?
উত্তর : যে মাধ্যম পরাগধানী থেকে পরাগরেণু বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায়, তাকে পরাগায়নের মাধ্যম বলে। যেমন- বায়ু, পানি।

প্রশ্ন ১৭। পর-পরাগায়ন কাকে বলে?
উত্তর : একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগ সংযোগ ঘটে তখন তাকে পর-পরাগায়ন বলা হয়।

প্রশ্ন ১৮। ভিন্নবাসী উদ্ভিদ কী?
উত্তর : যখন দুই ধরনের জননকোষ আলাদা দেহে সৃষ্টি হয় সেই উদ্ভিদকে ভিন্নবাসী উদ্ভিদ বলে।

প্রশ্ন ১৯। দ্বি-নিষেক কী?
উত্তর : একই সময়ে ডিম্বাণুর সাথে একটি পুংগ্যামেটের মিলন ও সেকেণ্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুংগ্যামেটের মিলন প্রক্রিয়াই দ্বি-নিষেক


প্রশ্ন ২০। জেনারেটিভ কোষ কাকে বলে?
উত্তর : পরাগরেণুর মাইটোটিক বিভাজনের ফলে একটি বড় কোষ এবং একটি ক্ষুদ্র কোষ সৃষ্টি হয়। এই বড় কোষটিকে নালিকোষ এবং ছোট কোষটিকে জেনারেটিভ কোষ বলে।

প্রশ্ন ২১। বহিঃনিষেক কী?
উত্তর : যে নিষেক ক্রিয়া প্রাণিদেহের বাইরে সংঘটিত হয় তাই বহিঃনিষেক।

প্রশ্ন ২২। সহবাসী উদ্ভিদ কী?
উত্তর : যখন দুই ধরনের জননকোষ একই দেহে সৃষ্টি হয় তখন তাকে সহবাসী উদ্ভিদ বলে।

প্রশ্ন ২৩। ভ্ৰূণথলি কী?
উত্তর : নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যুর মধ্যে অবস্থিত থলির ন্যায় অংশই হলো ভ্ৰূণথলি।

প্রশ্ন ২৪। অন্তঃনিষেক কী
উত্তর : স্ত্রীদেহের জননাঙ্গে সংঘটিত নিষেক প্রক্রিয়াই হলো অন্তঃনিষেক 

প্রশ্ন ২৫। Triploid কী?
উত্তর : যে সকল কোষে 3n সংখ্যক ক্রোমোজোম থাকে তাই Triploid।

প্রশ্ন ২৬। নিষিক্তকরণ শেষে ডিম্বক কিসে পরিণত হয়?
উত্তর : নিষিক্তকরণ শেষে ডিম্বক বীজে পরিণত হয়।

প্রশ্ন ২৭। ব্লাস্টোসিস্ট কাকে বলে?
উত্তর : কোষ বিভাজনের শেষ পর্যায়ে গঠন্মুখ ভ্ৰূণ ডিম্বনালি থেকে জরায়ুতে পৌঁছে। এ পর্যায়ে ভ্রূণকে ব্লাস্টোসিস্ট বলে।

প্রশ্ন ২৮। অমরা কী?
উত্তর : যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্ৰূণ এবং মাতৃ জরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাকে গর্ভফুল বা অমরা বলে 


প্রশ্ন ২৯। বয়ঃসন্ধিকাল কী?
উত্তর : কৈশোর এবং তারুণ্যের সন্ধিকালই হলো বয়ঃসন্ধিকাল।

প্রশ্ন ৩০। ফিটাস কী?
উত্তর : প্রায় ৮ সপ্তাহ বয়স্ক ভ্রূণকে ফিটাস বলে।

প্রশ্ন ৩১। জাইগোট কী?
উত্তর : শুক্রাণু সক্রিয়ভাবে ডিম্বাণুতে প্রবেশ করে এবং এদের নিউক্লিয়াস দুটি পরস্পর একীভূত হয়। একীভূত হয়ে যে কোষটি উৎপন্ন হয় তাই জাইগোট

প্রশ্ন ৩২। গর্ভাবস্থা কতদিন বিদ্যমান থাকে?
উত্তর : গর্ভাবস্থা গড়ে প্রায় ৪০ সপ্তাহ অর্থাৎ ২৮০ দিন বিদ্যমান থাকে 

প্রশ্ন ৩৩। হরমোন কী?
উত্তর : মানব ও বিভিন্ন প্রাণীর দেহের এক ধরনের বিশেষ নালিবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রস, যা রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নালিবিহীন গ্রন্থি নিঃসৃত এ রসই হরমোন।

প্রশ্ন ৩৪। নাড়ি কী?
উত্তর : নাড়ি হলো মূলত একটি নারি যার ভিতর দিয়ে মাতৃদেহের সাথে ভ্রূণের বিভিন্ন পদার্থের বিনিময় ঘটে ।

প্রশ্ন ৩৫। মানব ভ্রূণে কতটি ক্রোমোজোম থাকে?
উত্তর : মানব ভ্রূণে ৪৬টি ক্রোমোজোম থাকে ।

প্রশ্ন ৩৬। ভ্রূণের নাভি কি দ্বারা মাতৃদেহের সাথে সংযুক্ত?
উত্তর : আম্বিলিকাল কর্ড দ্বারা ভ্রূণের নাভি মাতৃদেহে যুক্ত।

পাঠ প্রজনন সংক্রান্ত রোগ : এইডস
প্রশ্ন ৩৭। AIDS কী?
উত্তর : AIDS হলো Acquired Immune Deficiency Syndrome.

প্রশ্ন ৩৮। HIV এর পূর্ণরূপ কী?
উত্তর : HIV এর পূর্ণরূপ হল Human Immune Deficiency Virus.


SSC জীববিজ্ঞান একাদশ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
আরো যে সকল বিষয়গুলো জানতে পারবেন, নবম-দশম/SSC জীববিজ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। নবম দশম শ্রেণী জীববিজ্ঞান প্রশ্ন উত্তর।জীববিজ্ঞান জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান mcq । নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান সকল অধ্যায়ের mcq

Post a Comment

Previous Post Next Post