SSC রসায়ন একাদশ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর PDF ( A+) ১০০% কমন উপযোগী

SSC রসায়ন একাদশ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। রসায়নে A+ পাওয়া পানির মত সহজ করে তুলবে এই প্রশ্নগুলি। । ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর রসায়ন ১১ অধ্যায়  প্রশ্নের উত্তর। এগুলি নিম্নে দেওয়া হল

SSC রসায়ন একাদশ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

প্রশ্ন ১। গ্যাসহোল কী?
উত্তর : গ্যাসহোল এক প্রকার জ্বালানি, যেখানে পেট্রোলের সাথে 10 –20% ইথানল মিশ্রিত থাকে

প্রশ্ন ২। LPG এর পূর্ণরূপ কী?
উত্তর : Liquefied Petroleum Gas 

প্রশ্ন ৩। কোক কী?
উত্তর : কাঠ কয়লা বা কার্বনই কোক ।

প্রশ্ন ৪। জীবাশ্ম জ্বালানি কী? 
উত্তর : উচ্চ তাপ ও চাপে বায়ুর অনুপস্থিতিতে উদ্ভিদ ও প্রাণিদেহ হাজার হাজার বছরে ক্ষয়প্রাপ্ত হয়ে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি নামক যে জ্বালানিতে পরিণত হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে।

প্রশ্ন ৭। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত লিখ
উত্তর : অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হলো ChH2n+1 !

প্রশ্ন ৫। মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে?
উত্তর : যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে, তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে ।

প্রশ্ন ৬। হাইড্রোকার্বন কাকে বলে?
উত্তর : শুধু কার্বন ও হাইড্রোজেন এর সমন্বয়ে গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে ।

প্রশ্ন ৮। জৈব যৌগ কাকে বলে?
উত্তর : কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং এদের থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলা হয়।

প্রশ্ন ৯। অ্যালকাইন কাকে বলে?
উত্তর : ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে। এদের সাধারণ সংকেত Cn H2n2!

প্রশ্ন ১০। প্যারাফিন কী?
উত্তর : রাসায়নিকভাবে নিষ্ক্রিয় তথা আসক্তিহীন অ্যালকেনকে প্যারাফিন বলা হয় ।

প্রশ্ন ১১। অ্যালকাইল গ্রুপ কী?
উত্তর : অ্যালকেন থেকে একটি H-পরমাণু অপসারিত হলে যে মূলক বা গ্রুপ গঠিত হয় তাকে অ্যালকাইল গ্রুপ বলে। অ্যালকাইল গ্রুপের সাধারণ সংকেত CpH2n + 11

প্রশ্ন ১২। সমগোত্রীয় শ্রেণি কাকে বলে? 
উত্তর : যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে তারা একই শ্রেণিভুক্ত, এদেরকে সমগোত্রীয় শ্রেণি বলে ।

প্রশ্ন ১৩। জৈব এসিড কী?
উত্তর : যে সকল জৈব যৌগের অণুতে হাইড্রোজেন, অ্যালকাইল বা অ্যারাইল মূলকের সাথে কার্বক্সিল মূলক যুক্ত থাকে তাদের কার্বক্সিলিক .এসিড বা জৈব এসিড বলে।

প্রশ্ন ১৪। ফ্যাটি এসিডের সাধারণ সংকেত কী?
উত্তর : ফ্যাটি এসিডের সাধারণত সংকেত :CaH2n+1 COOH

প্রশ্ন ১৬। অ্যাডিপিক এসিডের সংকেত লিখ।
উত্তর : অ্যাডিপিক এসিড এর সংকেত : HOOC-(CH2) COOH

প্রশ্ন ১৭। মেলামাইন পলিমারের মনোমার কী?
উত্তর : মেলামাইন পলিমারের মনোমার হলো ইউরিয়া (NH CONH2)

প্রশ্ন ১৮। রেকটিফাইড স্পিরিট কাকে বলে? 
উত্তর : 95.6% ইথানল ও 4.4% পানির সমস্ফুটন মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে।

প্রশ্ন ১৯। অ্যালডিহাইড কী?
উত্তর : কার্বনিল কার্বনের একটি যোজনী হাইড্রোজেন পরমাণু ও অপর যোজনী অ্যালকাইল, অ্যালকিনাইল বা অ্যারাইল মূলকের সঙ্গে যুক্ত হলে যে যৌগ গঠিত হয় তাকে অ্যালডিহাইড বলে।

প্রশ্ন ২০। অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটি?
উত্তর : অ্যালডিহাইডের কার্যকরী মূলক – CHOT

প্রশ্ন ২১। মেলামাইন পলিমারের মনোমার কী?
উত্তর : মেলামাইন পলিমারের মনোমার হলো ইউরিয়া (NH2CONH5)।
প্রশ্ন ২২। নাইলন কী?
উত্তর : টাইটানিয়াম অক্সাইড (TiO2) এর উপস্থিতিতে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এর সাথে অ্যাডিপিক এসিড উত্তপ্ত করলে যে যৌগ পাওয়া যায় তাকে নাইলন বলে।
প্রশ্ন ২৩। মনোমার কি?
উত্তর : পলিমারকরণ বিক্রিয়ায় যে অসংখ্য বিক্রিয়ক অণু যুক্ত হয় এ বিক্রিয়ক অণুই হলো মনোমার।
প্রশ্ন ২৪। বায়োডিগ্রেডেবেল পদার্থ কাকে বলে?
উত্তর : যেসব পলিমার সূর্যের আলো এবং প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা বিযোজিত হতে পারে তাদেরকে বায়োডিগ্রেডেবল পদার্থ
বলা হয় ।

প্রশ্ন ২৫ । নন বায়োডিগ্রেডেবল পদার্থ কাকে বলে?
উত্তর : যেসব যৌগসমূহ অণুজীব কর্তৃক বিযোজিত হয় না তাদের নন-বায়োডিগ্রেডেবল পদার্থ বলা হয় ।

প্রশ্ন ২৬। ডেরলিনের মনোমার কী?
উত্তর : ডেরলিনের মনোমার হলো মিথান্যাল (HCHO)

প্রশ্ন ২৭। PVC কী?
উত্তর : PVC হলো পলিভিনাইল ক্লোরাইড। এটি থার্মোপ্লাস্টিক জাতীয় যুত পলিমার।

প্রশ্ন ২৮। পলিমার কী?
উত্তর : পলিমারকরণ বিক্রিয়ায় উৎপন্ন বৃহৎ অণুকে পলিমার বলে। 

প্রশ্ন ২৯। বায়োপলিমার কাকে বলে?
PEATE
উত্তর : প্রাণী ও উদ্ভিদ দেহে উপস্থিত জৈব প্রাকৃতিক পলিমারসমূহকে বায়োপলিমার বলা হয়।

প্রশ্ন ৩০ । ঘনীভবন পলিমার কাকে বলে?
উত্তর : যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন : H2O, CO, ইত্যাদি অপসারণ করে সেই পলিমারকরণ বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলা হয় । 

প্রশ্ন ৩১ । রিসাইকেল প্রক্রিয়া (recycling) মূলত কী?
উত্তর : রিসাইকেল প্রক্রিয়া বলতে ব্যবহারকৃত বস্তুসমূহকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলাকে বোঝায়।

প্রশ্ন ৩২। সাধারণত জৈব যৌগে কোন মৌলটি অবশ্যই থাকে?
উত্তর : সাধারণত জৈব যৌগটি কার্বন (C) মৌলটি অবশ্যই থাকে।

SSC রসায়ন একাদশ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
এসএসসি রসায়ন বই থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে যেমন। এসএসসির রসায়ন সকল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। এসএসসি রসায়ন সকল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর। এসএসসি রসায়নে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এসএসসি রসায়নের সকল অধ্যায়ের  নোট। এসএসসি রসায়ন সকল অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। এবং রসায়নের সাজেশন নবম । দশম শ্রেণীর রসায়ন সপ্তম অধ্যায়  প্রশ্নের উত্তর

রসায়নের সকল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

Post a Comment

Previous Post Next Post