SSC রসায়ন দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর PDF ( A+) ১০০% কমন উপযোগী

SSC রসায়ন দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর । রসায়নে A+ পাওয়া পানির মত সহজ করে তুলবে এই প্রশ্নগুলি। ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর রসায়ন দ্বিতীয় অধ্যায়  প্রশ্নের উত্তর। এগুলি নিম্নে দেওয়া হল

SSC রসায়ন দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর 

প্রশ্ন ১। তরল কোন শর্তে গ্যাসে পরিণত হয়?
উত্তর : তরলকে তাপ দিলে তা স্ফুটনাঙ্কে পৌঁছে এবং গ্যাসীয় অবস্থায় পরিণত হয়।

প্রশ্ন ২। কঠিন পদার্থ কোন তাপমাত্রায় তরলে পরিণত হয়?
উত্তর : কঠিন পদার্থে তাপ দিলে তা গলনাঙ্কে পৌঁছালে তরলে পরিণত হয়।

প্রশ্ন ৩। কোন ধরনের পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে?
উত্তর : কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে।

প্রশ্ন ৪। আন্তঃআণবিক শক্তি কাকে বলে?
উত্তর : পদার্থের অণুসমূহের মধ্যকার আকর্ষণ শক্তিকে আন্তঃআণবিক শক্তি বলে ।

প্রশ্ন ৫। কোন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম থাকে?
উত্তর : কঠিন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম থাকে।

প্রশ্ন ৬। পদার্থের কণাসমূহের গতিশীলতা কোনটির মাধ্যমে ব্যাখ্যা করা যায়?
উত্তর : পদার্থের কণাসমূহের গতিশীলতা কণার গতিতত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায।

প্রশ্ন ৭। তাপমাত্রা পরিবর্তনে পদার্থের অণুর গঠনের কী ধরনের পরিবর্তন সাধিত হয়?
উত্তর : তাপমাত্রা পরিবর্তনে পদার্থের অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না।

প্রশ্ন ৮ ব্যাপন কি?
উত্তর : ব্যাপন হলো কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়া

প্রশ্ন ৯। পটাসিয়াম পারম্যাঙ্গানেট কোন বর্ণের?
উত্তর : পটাসিয়াম পারম্যাঙ্গানেট হালকা গোলাপি।

প্রশ্ন ১০। ব্যাপন প্রক্রিয়াটির উপর কোন নিয়ামকের প্রভাব নেই?
উত্তর : ব্যাপন প্রক্রিয়াটির উপর চাপের প্রভাব নেই।

প্রশ্ন ১১। তাপমাত্রা বাড়ালে ব্যাপন হারের কিরূপ পরিবর্তন ঘটে?
উত্তর : তাপমাত্রা বাড়ালে ব্যাপন হার দ্রুত হয়।

প্রশ্ন ১২।নিঃসরণ কী?
উত্তর : সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে

প্রশ্ন ১৩। মোম কী?
উত্তর : মোম হচ্ছে উচ্চতর অ্যালকেন যা স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কঠিন।
প্রশ্ন ১৪। মোমের দহন বিক্রিয়াটি লিখ।

উত্তর : মোম + O2(g)→CO2(g) + H2O(g) + তাপ + আলো পাঠ গলন ও স্ফুটন, বাষ্পীভবন, ঘনীভবন, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, পাতন ও ঊর্ধ্বপাতন

প্রশ্ন ১৫৷ গলনাঙ্ক কাকে বলে?
উত্তর : স্বাভাবিক চাপে ( 1 atm) যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে সেই পদার্থের গলনাঙ্ক বলে।

প্রশ্ন ১৬। স্ফুটনাঙ্ক কী?
উত্তর : স্বাভাবিক চাপে (I atm) যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় সে তাপমাত্রাকে উক্ত পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়।

প্রশ্ন ১৭। সুপার হিটেড ওয়াটার কাকে বলে?
উত্তর : অতিরিক্ত চাপে 100°C থেকে 374°C তাপমাত্রার মধ্যবর্তী যেকোনো তাপমাত্রার পানিকে সুপার হিটেড ওয়াটার বলে।

প্রশ্ন ১৮। NaCl এর গলনাঙ্ক কত?
উত্তর : NaCl এর গলনাঙ্ক 801 °C

প্রশ্ন ১৯। শুষ্ক বরফ কী?
উত্তর : কঠিন CO2 কে শুদ্ধ বরফ বলে ।

প্রশ্ন ২০। কর্পূরের সংকেত লিখ।
উত্তর : কর্পূরের সংকেত হচ্ছে– ClpHisO

প্রশ্ন ২১। ঊর্ধ্বপাতন কী?
উত্তর : যদি কঠিন পদার্থকে তাপ দিলে তা সরাসরি গ্যাসে পরিণত হয়। এবং ঠাণ্ডা করলে তা সরাসরি কঠিনে রূপান্তরিত হয় তবে উক্ত প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে।

প্রশ্ন ২২। পাতন কাকে বলে?
উত্তর : কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে।

প্রশ্ন ২৩। বাষ্পীভবন কাকে বলে?
উত্তর : কোনো তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে।

প্রশ্ন ২৪। স্ফুটন কী?
উত্তর : তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে ।

প্রশ্ন ২৫। ঘনীভবন কাকে বলে?
উত্তর : তাপ প্রয়োগে তরলকে বাষ্প এবং তাপ হ্রাস করে বাষ্পকে তরলে পরিণত করার প্রক্রিয়াকে ঘনীভবন বলে।

প্রশ্ন ২৬। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সংকেত কী?
উত্তর : পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সংকেত : KMnO4

প্রশ্ন ২৭। কঠিন KMnO4 এর বর্ণ কীরূপ?
উত্তর : কঠিন KMnO4 দানার বর্ণ সামান্য গোলাপি ।

এসএসসি রসায়ন বই থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে যেমন। এসএসসির রসায়ন সকল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। এসএসসি রসায়ন সকল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর। এসএসসি রসায়নে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এসএসসি রসায়নের সকল অধ্যায়ের  নোট। এসএসসি রসায়ন সকল অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। এবং রসায়নের সাজেশন নবম । দশম শ্রেণীর রসায়ন সপ্তম অধ্যায়  প্রশ্নের উত্তর

SSC রসায়ন দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

এসএসসি রসায়ন বই থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে যেমন। এসএসসির রসায়ন সকল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। এসএসসি রসায়ন সকল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর। এসএসসি রসায়নে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এসএসসি রসায়নের সকল অধ্যায়ের  নোট। এসএসসি রসায়ন সকল অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। এবং রসায়নের সাজেশন নবম । দশম শ্রেণীর রসায়ন সপ্তম অধ্যায়  প্রশ্নের উত্তর

রসায়নের সকল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

Post a Comment

Previous Post Next Post