SSC রসায়ন চতুর্থ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর PDF ( A+) ১০০% কমন উপযোগী

SSC রসায়ন চতুর্থ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। রসায়নে A+ পাওয়া পানির মত সহজ করে তুলবে এই প্রশ্নগুলি। ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর রসায়ন চতুর্থ অধ্যায়  প্রশ্নের উত্তর। এগুলি নিম্নে দেওয়া হল

SSC রসায়ন চতুর্থ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর 

প্রশ্ন ১। পর্যায় সারণি কী?

উত্তর : প্রায় একই ধরনের ধর্মবিশিষ্ট মৌলসমূহকে একই শ্রেণিভুক্ত করে আবিষ্কৃত সব মৌলকে স্থান দিয়ে মৌলসমূহের যে সারণি বর্তমানে প্রচলিত তাই পর্যায় সারণি।

প্রশ্ন ২। IUPAC এর পূর্ণরূপ লিখ।
উত্তর : International Union of Pure and Applied Chemistry 

প্রশ্ন ৪। ত্রয়ী সূত্রটি লিখ ?
উত্তর : পারমাণবিক ভর অনুসারে তিনটি করে মৌলকে সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক [ প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি, যাকে ডোবেরাইনারের ত্রয়ীসূত্র বলা হয়।

প্রশ্ন ৫। পর্যায় সারণির অষ্টক তত্ত্বটি লিখ।
উত্তর : মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে প্রতি অষ্টম মৌলসমূহের ধর্মের মিল দেখা যায়, যা পর্যায় সারণির অষ্টক তত্ত্ব' নামে পরিচিত।

প্রশ্ন ৬। সংশোধিত পর্যায় সূত্রটি লিখ।
উত্তর : সংশোধিত পর্যায় সূত্র হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী আবর্তিত হয়।

প্রশ্ন ৭। নিষ্ক্রিয় গ্যাস কী?
উত্তর : পর্যায় সারণির গ্রুপ 18 এ অবস্থিত He, Ne, Ar, Kr, Xe, Rn এই ছয়টি গ্যাসীয় মৌলকে নিষ্ক্রিয় গ্যাস বলে।

প্রশ্ন ৮। II এর বেশির ভাগ ধর্ম কোন ধরনের মৌলের ধর্মের সাথে মিলে যায়?
উত্তর : H এর বেশির ভাগ ধর্ম ক্ষার ধাতুর ধর্মের সাথে মিলে যায়।

প্রশ্ন ৯। অ্যাকটিনাইড মৌল কাকে বলে?
উত্তর : যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত এ রকম 15টি মৌলকে অ্যাকটিনাইড মৌল বলা হয় পাঠ ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় : শ্রেণি নির্ণয়, পর্যায় নির্ণয়

প্রশ্ন ১০। H এর ইলেকট্রন বিন্যাসে s অরবিটালে কতটি e আছে?
উত্তর : II এর ইলেকট্রন বিন্যাসে অরবিটাল টিe আছে।

প্রশ্ন ১১। পর্যায়বৃত্ত ধর্ম কী?
উত্তর : পর্যায় সারণিতে অবস্থিত বিভিন্ন মৌলের সকল ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়, একে পর্যায়বৃত্ত ধর্ম বলে।

প্রশ্ন ১২। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে?
উত্তর : সমযোজী বন্ধন দ্বারা যুক্ত কোনো পরমাণুর নিজের দিকে শেয়ারকৃত ইলেকট্রন জোড়কে আকর্ষণ করার ক্ষমতাকে সংশ্লিষ্ট মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে।

প্রশ্ন ১৩। আয়নিকরণ শক্তি কাকে বলে?
উত্তর : গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে । মোল e অপসারণ করে। মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয়, তাকে আয়নিকরণ শক্তি বলে

প্রশ্ন ১৪। মৃৎক্ষার ধাতুসমূহের সক্রিয়তার ক্রম লিখ।
উত্তর : Ba> Sr> Ca> Mg > Be.

প্রশ্ন ১৫। ধাতুর অক্সাইড কোন ধর্মী?
উত্তর : ধাতুর অক্সাইডসমূহ ক্ষারধর্মী। পাঠ বিভিন্ন শ্রেণিতে উপস্থিত মৌলসমূহের বিশেষ নাম। (ক্ষারধাতু, মৃৎক্ষারধাতু, মুদ্রাধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস,
অবস্থান্তর মৌল); পর্যায় সারণির সুবিধা

প্রশ্ন ১৬। মুদ্রা ধাতু কী?
উত্তর : পর্যায় সারণির গ্রুপ-11 তে অবস্থিত ধাতব বৈশিষ্ট্যসম্পন্ন (উজ্জ্বলতা) অবস্থান্তর মৌল যেমন– তামা (Cu), রুপা (Ag) ও স্বর্ণকে (Au) মুদ্রা ধাতু বলা হয়।
লেকচার SSC Exam 2022 রসায়ন বিশেষ প্রভৃতি

প্রশ্ন ১৭। হ্যালোজেন কাকে বলে?
উত্তর : পর্যায় সারণির গ্রুপ-17 এ অবস্থিত মৌল F, CI, Br, I ও At এই পাঁচটি মৌলকে একত্রে হ্যালোজেন বলে।

প্রশ্ন ১৮। ক্ষার ধাতু কাকে বলে?
উত্তর : পর্যায় সারণির গ্রুপ-1 এর অন্তর্ভুক্ত ছয়টি মৌল Li, Na, K, Rb Cs ও Frকে ক্ষারধাতু বলা হয়।

প্রশ্ন ১৯। অবস্থান্তর মৌল কাকে বলে?
উত্তর : যেসব মৌলের স্থিতিশীলতা আয়নের ইলেকট্রন বিন্যাসে এ অরবিটাল আংশিক পূর্ণ থাকে অর্থাৎ d' -' হয় তাদেকে অবস্থান্তর মৌল বলে।

প্রশ্ন ২০। ক্ষার ধাতুর সাথে পানির বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
উত্তর : ক্ষার ধাতুর সাথে পানির বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস ও ক্ষার দ্রবণ তৈরি হয়।

প্রশ্ন ২১। হ্যালোজেনসমূহের মূল উৎস কী?
উত্তর : হ্যালোজেনসমূহের মূল উৎস সামুদ্রিক লবণ।

প্রশ্ন ২২। একটি অভিজাত ধাতুর নাম লিখ।
উত্তর : একটি অভিজাত ধাতু হলো- রূপা (Ag)।

পাঠ। ব্যবহারিক বিষয়বস্তু : ধাতব কার্বনেট যৌগের সাথে লঘু
এসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস শনাক্তকরণ

প্রশ্ন ২৩। চুনের ঘোলা পানিতে অতিরিক্ত CO2 গ্যাস চালনা করলে কী ঘটে?
উত্তর : চুনের ঘোলা পানিতে অতিরিক্ত CO., গ্যাস চালনা করলে ঘোলা পানি পরিষ্কার হয়ে যায়।

প্রশ্ন ২৪। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ১টি ধর্ম লিখ।
উত্তর : কার্বন ডাইঅক্সাইড (CO2) গ্যাসের ১টি ধর্ম হচ্ছে- CO, গ্যাস চুনের পানিকে ঘোলা করে।

SSC রসায়ন চতুর্থ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
এসএসসি রসায়ন বই থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে যেমন। এসএসসির রসায়ন সকল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। এসএসসি রসায়ন সকল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর। এসএসসি রসায়নে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এসএসসি রসায়নের সকল অধ্যায়ের  নোট। এসএসসি রসায়ন সকল অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। এবং রসায়নের সাজেশন নবম । দশম শ্রেণীর রসায়ন সপ্তম অধ্যায়  প্রশ্নের উত্তর

রসায়নের সকল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

Post a Comment

Previous Post Next Post