SSC জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর PDF ( A+) ১০০% কমন উপযোগী

SSC জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর । ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান প্রশ্ন উত্তর

SSC জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

প্রশ্ন ১। আদিকোষ কী?
উত্তর : যে সকল কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকে না অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস অনুপস্থিত তাদেরকে আদিকোষ বলে।

প্রশ্ন ২। কোষ কী?
উত্তর : জীব দেহের গঠন ও কাজের একককে কোষ বলে।

প্রশ্ন ৩। প্রকৃত কোষ কাকে বলে?
উত্তর : যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়াস ঝিল্লি দ্বারা নিউক্লিও বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত সেসব কোষকে প্রকৃতকোষ বলে।

প্রশ্ন ৪। কোষ কঙ্কাল কী?
উত্তর : প্রকৃত কোষের সাইটোপ্লাজমের কঙ্কাল গঠনকারী প্রোটিন নির্মিত তন্তুময় অংশবিশেষই হলো কোষীয় কঙ্কাল

প্রশ্ন ৫। দেহকোষ কাকে বলে?
উত্তর : বহুকোষী জীবের দেহগঠনে যেসব কোষ অংশগ্রহণ করে তাকে দেহকোষ বলে।

প্রশ্ন ৬। জনন কোষ কাকে বলে?
উত্তর : বহুকোষী জীবের যে সকল কোষ শুধু জনন কাজে অংশগ্রহণ করে সেগুলোকে জনন কোষ বলে।

প্রশ্ন ৭। টনোপ্লাস্ট কী?
উত্তর : যে পাতলা পর্দা কোষগহ্বরকে বেষ্টন করে থাকে তাই টনোপ্লাস্ট।

প্রশ্ন ৮। প্রোটোপ্লাজম কাকে বলে?
উত্তর : কোষের ভিতরে যে অর্ধর্ষচ্ছ, থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে।

প্রশ্ন ৯। অক্সিসোম কাকে বলে? 
উত্তর : মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে বৃক্তযুক্ত গোলাকার যে বস্তু থাকে তাই অক্সিসোম।

প্রশ্ন ১০। বাস্ট ফাইবার কী?
উত্তর : বাস্ট ফাইবার এক ধরনের স্ক্লেরেনকাইমা কলা।

প্রশ্ন ১১। প্লাজমালেমা কী?
উত্তর : কোষের প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বিস্তরবিশিষ্ট পর্দা থাকে তাই কোষঝিল্লি বা প্লাজমালেমা।

প্রশ্ন ১২। কোষ প্রাচীরের পিট কাকে বলে?
উত্তর : কোষপ্রাচীরের গৌণপ্রাচীরের মাঝে মাঝে ছিদ্র থাকে, একে পিট বা কূপ বলা হয়।

প্রশ্ন ১৩। কোষ ঝিল্লি কী?
উত্তর : প্রোটোপ্লাজমের বাইরে দ্বিস্তরী যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বলে।

প্রশ্ন ১৪। প্লাজমোডেজমাটা কী?
উত্তর : পাশাপাশি অবস্থিত কোষগুলো কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রের ভিতর দিয়ে প্রোটোপ্লাজমের সুতার মতো অংশ দিয়ে পরস্পর যুক্ত থাকে। এই সুতার অংশই প্লাজমোডেজমাটা ।

প্রশ্ন ১৫। ক্রোমোপ্লাস্টের একটি বর্ণকণিকার নাম লিখ।
উত্তর : ক্রোমোপ্লাস্টের একটি বর্ণকণিকা হলো ক্যারোটিন।

প্রশ্ন ১৬। মাইক্রোভিল্লি কী?
উত্তর : কোষ ঝিল্লির ভাঁজই হলো মাইক্রোভিল্লি।

প্রশ্ন ১৭। প্লাস্টিড কী?
উত্তর : উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে সাধারণত বর্ণকণাযুক্ত যে অঙ্গাণু দেখা যায় তাই প্লাস্টিড

প্রশ্ন ১৮। স্ক্লেরাইড কী?
উত্তর : স্ক্লেরাইড হলো স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ যা স্টোনসেল

প্রশ্ন ১৯। টিস্যু কাকে বলে?
উত্তর : একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি বিভিন্ন হয় তখন তাদের টিস্যু বলে।

প্রশ্ন ২০। পেশি টিস্যু কাকে বলে?
উত্তর : ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশী টিস্যু বলে


প্রশ্ন ২১। ফ্যাগোসাইটোসিস কী?
উত্তর : যে প্রক্রিয়ায় শ্বেত রক্তকণিকা ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে রোগ জীবাণু ভক্ষণ করে তাই ফ্যাগোসাইটোসিস। 

প্রশ্ন ২৩। ক্লোরেনকাইমা কী?
উত্তর : উদ্ভিদের প্যারেনকাইমা কোয়গুলোতে যখন ক্লোরোপ্লাস্ট থাকে, তখন তাকে ক্লোরেনকাইমা বলে।

প্রশ্ন ২২। পরিবহন টিস্যু কী?
উত্তর : উদ্ভিদদেহে যে টিস্যু খাদ্যের কাঁচামাল ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে থাকে তাই পরিবহন টিস্যু।

প্রশ্ন ২৪। সিভনল কাকে বলে?
উত্তর : ফ্লোয়েম টিস্যুর অন্তর্গত নিউক্লিয়াসবিহীন চালুনির মতো ছিদ্রযুক্ত সজীব নলাকার কোষীয় উপাদানগুলোকে সিভনল বলে।

প্রশ্ন ২৫। অ্যারেনকাইমা কী?
উত্তর : জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাই হলো অ্যারেনকাইমা।

প্রশ্ন ২৬। বাস্ট ফাইবার কী?
উত্তর : বাস্ট ফাইবার বা ফ্লোয়েম ফাইবার স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে তৈরি এক ধরনের দীর্ঘ কোষ, যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে।

প্রশ্ন ২৭। স্টোন সেল কী?
উত্তর : স্ক্লেরাইড কোষই হচ্ছে স্টোন সেল। এরা খাটো, সমব্যসীয়,অত্যন্ত পুরু এবং লিগনিনযুক্ত।

প্রশ্ন ২৮। কোষ প্লেট কী?
উত্তর : উদ্ভিদকোষে বিষুবীয় অঞ্চলে একটি প্লেট গঠনের মাধ্যমে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে থাকে তাই কোষ প্লেট

প্রশ্ন ২৯। ঐচ্ছিক পেশি কী?
উত্তর : যে পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকোচন ও প্রসারণ হতে পারে তাই ঐচ্ছিক পেশি।

প্রশ্ন ৩০। কোমলাস্থি কী?
উত্তর : কোমলাস্থি এক ধরনের নমনীয় স্কেলিটাল যোজক টিস্যু।মানুষের নাক ও কানের পিনা কোমলাস্থি দিয়ে তৈরি।

প্রশ্ন ৩১। লসিকা কোষ কাকে বলে?
উত্তর : লসিকা তন্ত্রের মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে, তাদের লসিকা কোষ বলে।

প্রশ্ন ৩২। Synapse কী?
উত্তর : বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু গঠিত হয় সেটিই জটিল টিস্যু।

প্রশ্ন ৩৫। অঙ্গ কাকে বলে?
উত্তর : এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কার্য সম্পাদনে সক্ষম প্রাণিদেহের অংশবিশেষকে অঙ্গ বলে।

প্রশ্ন ৩৬। যোজক কলা কী?
উত্তর : যে সকল টিস্যুর মাতৃকার পরিমাণ তুলনামূলক বেশি এবংকোষের সংখ্যা কম তাই যোজক কলা।

SSC জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
আরো যে সকল বিষয়গুলো জানতে পারবেন, নবম-দশম/SSC জীববিজ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। নবম দশম শ্রেণী জীববিজ্ঞান প্রশ্ন উত্তর।জীববিজ্ঞান জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান mcq । নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান সকল অধ্যায়ের mcq

Post a Comment

Previous Post Next Post