SSC রসায়ন পঞ্চম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর PDF ( A+) ১০০% কমন উপযোগী

SSC রসায়ন পঞ্চম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। রসায়নে A+ পাওয়া পানির মত সহজ করে তুলবে এই প্রশ্নগুলি। ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর রসায়ন পঞ্চম অধ্যায়  প্রশ্নের উত্তর। এগুলি নিম্নে দেওয়া হল

SSC রসায়ন পঞ্চম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

প্রশ্ন ১। যোজনী কাকে বলে? 
উত্তর : অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়।

প্রশ্ন ২। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে?
উত্তর : কোনো মৌলের পরমাণুর শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে।

প্রশ্ন ৩। ফসফরাস (P) অণুতে কয়টি পরমাণু বিদ্যমান?
উত্তর : ফসফরাস (P) অণুতে চারটি (Pa) পরমাণু বিদ্যমান।

প্রশ্ন ৪। সুপ্ত যোজনী কাকে বলে?
উত্তর : কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে ।

প্রশ্ন ৫। পরিবর্তনশীল যোজনী কাকে বলে?
উত্তর : কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে ।

প্রশ্ন ৬। যৌগমূলক কাকে বলে?
উত্তর : একাধিক মৌলের একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণুগুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে সেসব যৌগকে যৌগমূলক বলে। 

প্রশ্ন ১। যোজনী কাকে বলে? 
উত্তর : অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়।

প্রশ্ন ২। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে?
উত্তর : কোনো মৌলের পরমাণুর শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে।

প্রশ্ন ৩। ফসফরাস (P) অণুতে কয়টি পরমাণু বিদ্যমান?
উত্তর : ফসফরাস (P) অণুতে চারটি (Pa) পরমাণু বিদ্যমান।

প্রশ্ন ৪। সুপ্ত যোজনী কাকে বলে?
উত্তর : কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে ।

প্রশ্ন ৫। পরিবর্তনশীল যোজনী কাকে বলে?
উত্তর : কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে ।

প্রশ্ন ৬। যৌগমূলক কাকে বলে?
উত্তর : একাধিক মৌলের একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণুগুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে সেসব যৌগকে যৌগমূলক বলে।

প্রশ্ন ১৮। সমযোজী বন্ধন কাকে বলে?
উত্তর : বহিঃস্থ স্তরে ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে।

প্রশ্ন ১৯। CO, অণুর আকৃতি কীরূপ?
উত্তর : CO2 অণুর আকৃতি সরল রৈখিক।

প্রশ্ন ২০। মিথেন (CH4) অণুর আকৃতি কীরূপ?
উত্তর : মিথেন (CH4) অণুর আকৃতি চতুস্তলকীয়।

প্রশ্ন ২১। অ্যামোনিয়ার অণুর আকৃতি কীরূপ?
উত্তর : অ্যামোনিয়ার অণুর আকৃতি ত্রিকোণীয় পিরামিড

প্রশ্ন ২২। পোলার যৌগ কী?
উত্তর : যেসব যৌগ দ্রাবকে দ্রবীভূত অবস্থায় ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিযোজিত হয়, তারা পোলার যৌগ

প্রশ্ন ২৩। পোলারিটি কী?
উত্তর : সমযোজী যৌগের অণুতে বন্ধনে আবদ্ধ পরমাণুগুলোর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে অণুতে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক চার্জবিশিষ্ট প্রান্তের সৃষ্টি হয়। এই ঘটনাকে বলা হয় পোলারিটি।

প্রশ্ন ২৪। ধাতব বন্ধন কী? 
উত্তর : ধাতব বন্ধন হলো ধাতুতে পরমাণুসমূহ এর মধ্যে বিদ্যমান আকর্ষণ বল যা দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে।

প্রশ্ন ২৫। পারমাণবিক শাঁস কাকে বলে?
উত্তর : ধাতুতে পরমাণুসমূহ তার সর্বশেষ শক্তিস্তরের এক বা একাধিক ইলেকট্রনকে ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক আয়নকে পারমাণবিক শাঁস বলা হয়।

প্রশ্ন ২৬। সঞ্চরণশীল ইলেকট্রন কাকে বলে?
উত্তর : ধাতব পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রনগুলো পারমাণবিক শাঁসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে ঘোরাফেরা করলে সেই ইলেকট্রনকে সঞ্চরণশীল ইলেকট্রন বলে।

SSC রসায়ন পঞ্চম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
সএসসি রসায়ন বই থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে যেমন। এসএসসির রসায়ন সকল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। এসএসসি রসায়ন সকল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর। এসএসসি রসায়নে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এসএসসি রসায়নের সকল অধ্যায়ের  নোট। এসএসসি রসায়ন সকল অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। এবং রসায়নের সাজেশন নবম । দশম শ্রেণীর রসায়ন সপ্তম অধ্যায়  প্রশ্নের উত্তর

রসায়নের সকল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

Post a Comment

Previous Post Next Post