SSC জীববিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর PDF ( A+) ১০০% কমন উপযোগী

SSC জীববিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান A+ পাওয়া পানির মত সহজ করে তুলবে এই প্রশ্নগুলি। ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান প্রশ্ন উত্তর

SSC জীববিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

প্রশ্ন ১। ইমবাইবিশন কী?
উত্তর : ইমবাইবিশন হলো কলয়েড জাতীয় শুকনো বা আধা শুকনো পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের প্রক্রিয়া

প্রশ্ন ২। অভিস্রবণ কী?
উত্তর : দ্রাবকের বৈষম্য ভেদ্য পর্দা ভেদ করে নিম্ন ঘনত্বের দিক থেকে উচ্চ ঘনত্বের দিকে প্রবাহিত হওয়াই অভিস্রবণ।

প্রশ্ন ৩। প্রস্বেদন কী?
উত্তর : যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয়, তাই প্রস্বেদন বা বাষ্পমোচন।

প্রশ্ন ৬। পত্ররন্দ্র কী?
উত্তর : পাতায়, কচিকাণ্ডে, ফুলের বৃতি ও পাপড়িতে দুটি রক্ষীকোষ বেষ্টিত এক প্রকার রন্ধ্র থাকে, এরাই পত্ররন্দ্র।

প্রশ্ন ৭। লেন্টিসেল কী?
উত্তর : উদ্ভিদের গৌণ বৃদ্ধির ফলে অনেক সময় কান্ডের বাকল ফেটে পাঠ উদ্ভিদে পরিবহন

প্রশ্ন ৮। কোষ রস কী?
উত্তর : কোষগহ্বরের মধ্যে অবস্থিত যে রসে, বিভিন্ন প্রকার অজৈব পানি ইত্যাদি বর্তমান থাকে তাই কোষরস। লবণ, আমিষ, শর্করা, চর্বিজাতীয় পদার্থ, জৈব এসিড, রঞ্জক পদার্থ,

প্রশ্ন ৯। জীবন কাকে বলে?
উত্তর : প্রোটোপ্লাজমের উপস্থিতি জীবকে জড় উপাদান থেকে পৃথক করে বিধায় প্রোটোপ্লাজমকেই জীবন বলে।

প্রশ্ন ১০। ক্যালোজ কী?
উত্তর : ক্যালোজ হলো এক প্রকার রাসায়নিক পদার্থ, যা উদ্ভিদের সিভনল কোষের প্রাচীরে জমা হয়ে খাদ্য চলাচলে বিঘ্ন ঘটায়।

প্রশ্ন ১১। ফাইব্রিন কী?
উত্তর : ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন, যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে এবং ক্ষতস্থানে রক্তক্ষরণ বন্ধ করে।

প্রশ্ন ১২ । সর্বজনীন রক্তদাতা কাকে বলে?
উত্তর : O গ্রুপের রক্তবিশিষ্ট ব্যাক্তি সব গ্রুপের রক্তের ব্যাক্তিকে রক্ত দিতে পারে। এদেরকে সর্বজনীন রক্তদাতা বলা হয়।

প্রশ্ন ১৩। রক্ত কী?
উত্তর : রক্ত একটি অস্বচ্ছ, মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ।

প্রশ্ন ১৪। রক্তকণিকার জন্ম কোথায়?
উত্তর : হাড়ের লাল অস্থিমজ্জাতে রক্তকণিকার জন্ম হয়।

প্রশ্ন ১৫ । পেরিকার্ডিয়াম কাকে বলে?
উত্তর : হৃৎপিণ্ড যে পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে তাকে পেরিকার্ডিয়াম বলে।

প্রশ্ন ১৬। টিউনিকা মিডিয়া কী?
উত্তর : টিউনিকা মিডিয়া হলো বৃত্তাকার অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি ধমনির মাঝের স্তর।

প্রশ্ন ১৭। অ্যাফারেন্ট অ্যাট্যারিওল কী?
উত্তর : অ্যাফারেন্ট আর্টারিওল হলো রেনাল ধমনি থেকে সৃষ্ট পাঠ রক্তবাহিকা

প্রশ্ন ১৮ । ধমনি কী?
উত্তর : অক্সিজেনসমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বহনকারি রক্তনালিই হলো ধর্মনি।

প্রশ্ন ১৯ । কৈশিক জালিকা কী? 
উত্তর : পেশি তন্তুতে চুলের মতো অতি সূক্ষ্ম রক্তনালি দেখা যায় পাঠ রক্তচাপ সেটিই কৈশিক জালিকা।

প্রশ্ন ২০। রক্তচাপ কাকে বলে?
উত্তর : রক্ত প্রবাহের সময় ধমনিগাত্রে যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে।

প্রশ্ন ২১। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী? 
উত্তর : রক্তচাপ মাপার যন্ত্রের নাম হলো স্ফিগমোম্যানোমিটার।

প্রশ্ন ২২। হাইপার টেনশন কী?
উত্তর : স্বাভাবিকের চেয়ে বেশি রক্তচাপই হলো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ।

প্রশ্ন ২৩। ক্লোলেস্টেরল কাকে বলে? 
উত্তর : হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন যৌগকে কোলেস্টেরল বলে।

প্রশ্ন ২৪। LDL কী? 
উত্তর : LDL (Low Density Lipoprotein) হলো খারাপ কোলেস্টেরল। কারণ এটি হৃৎরোগের ঝুঁকি বাড়ায়।

প্রশ্ন ২৫। মহিলাদের রক্তে HDL এর আদর্শ মান কত?
উত্তর : মহিলাদের রক্তে HDL এর আদর্শ মান হলো ০.৯০-১.৬৮ 

প্রশ্ন ২৬। লিউকেমিয়া কী?
উত্তর : লিউকেমিয়া হলো রক্ত উৎপাদন ব্যবস্থার অস্বাভাবিকতাজনিত
একটি রোগ, যা ক্যান্সার নামে পরিচিত। এতে প্রধানত যে অঙ্গটি
ক্যান্সারে আক্রান্ত হয় তা হলো অস্থিমজ্জা।

প্রশ্ন ২৭। অ্যানজিনা কী?
উত্তর : অ্যানজিনা হলো এক প্রকার হৃৎপিণ্ডজনিত বুক ব্যথা। হৃদপেশি যখন O2 সমৃদ্ধ পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না তখন বুকে এক ধরনের ব্যথা অনুভূত হয়, এই ব্যথাই হলো অ্যানজিনা।

SSC জীববিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
আরো যে সকল বিষয়গুলো জানতে পারবেন, নবম-দশম/SSC জীববিজ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। নবম দশম শ্রেণী জীববিজ্ঞান প্রশ্ন উত্তর।জীববিজ্ঞান জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান mcq । নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান সকল অধ্যায়ের mcq

Post a Comment

Previous Post Next Post