SSC রসায়ন সপ্তম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর PDF ( A+) ১০০% কমন উপযোগী

SSC রসায়ন সপ্তম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। রসায়নে A+ পাওয়া পানির মত সহজ করে তুলবে এই প্রশ্নগুলি। ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর রসায়ন সপ্তম অধ্যায়  প্রশ্নের উত্তর। এগুলি নিম্নে দেওয়া হল

SSC রসায়ন সপ্তম  অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর 

প্রশ্ন ১। ভৌত পরিবর্তন কী?
উত্তর : যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন না ঘটে শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে ভৌত পরিবর্তন বলে ।

প্রশ্ন ২। রাসায়নিক পরিবর্তন কী?
উত্তর : যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে।

প্রশ্ন ৩। মোম জ্বালানোর সময় কী ধরনের পরিবর্তন ঘটে?
উত্তর : মোম জ্বালানোর সময় ভৌত ও রাসায়নিক উভয় ধরনের পরিবর্তন ঘটে।

প্রশ্ন ৪। তাপহারী বিক্রিয়া কাকে বলে?
উত্তর : বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপশক্তি শোষিত হলে তাকে তাপহারী বিক্রিয়া বলে।

প্রশ্ন ৫। তাপোৎপাদী বিক্রিয়া কাকে বলে?
উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে।

প্রশ্ন ৬। AH বলতে কী বুঝ?
উত্তর : AH দ্বারা বিক্রিয়ায় তাপীয় পরিবর্তনকে বুঝানো হয়।

প্রশ্ন ৭। বিক্রিয়ার হার কাকে বলে?
উত্তর : প্রতি একক সময়ে কোনো একটি বিক্রিয়া পাত্রে যে পরিমাণ উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি বা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় তাকে বিক্রিয়ার হার বলে

প্রশ্ন ৮। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে?
উত্তর : কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।

প্রশ্ন ৯। সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে?
উত্তর : যে বিক্রিয়ায় কোনো যৌগ তার উপাদান মৌলসমূহের প্রত্যক্ষ সংযোগে উৎপন্ন হয় তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে।

প্রশ্ন ১০। দহন বিক্রিয়া কাকে বলে?
উত্তর : কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে ৷

প্রশ্ন ১১। প্রশমন বিক্রিয়া কী?
উত্তর : যে বিক্রিয়ায় এসিড ও ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে প্রশমন বিক্রিয়া বলে।

১২। সংযোজন বিক্রিয়া কাকে বলে?
উত্তর : যে বিক্রিয়ায় দুই বা ততোধিক যৌগ বা মৌল যুক্ত হয়ে নতুন ও যৌগ উৎপন্ন করে, সে বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলে।

প্রশ্ন ১৩। জারণ কাকে বলে?
উত্তর : জারণ-বিজারণ বিক্রিয়ার সময় বিক্রিয়ক থেকে ইলেকট্রন বর্জন বা অপসারণ প্রক্রিয়াকে জারণ বলে।

প্রশ্ন ১৪। বিজারণের সংজ্ঞা দাও।
উত্তর : জারণ-বিজারণ বিক্রিয়ার সময় বিক্রিয়ক কর্তৃক ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াকে বিজারণ বলে।

প্রশ্ন ১৫। জারণ সংখ্যা কাকে বলে?
উত্তর : যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে তাকে মৌলের জারণ সংখ্যা বলে।

প্রশ্ন ১৬। মুক্ত মৌলের জারণসংখ্যা কত?
উত্তর : মুক্ত মৌলের জারণ সংখ্যা শূন্য।

প্রশ্ন ১৭। নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা কত?
উত্তর : নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা শূন্য (০)।

প্রশ্ন ১৮। জারক কাকে বলে?
উত্তর : ইলেকট্রনীয় মতবাদ অনুসারে, যেসব মৌল, মূলক বা আয়ন বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদের জারক বলে।

প্রশ্ন ১৯। KO, যৌগে O এর জারণ মান কত?
উত্তর : KO, যৌগে O এর জারণ মান 2175618

প্রশ্ন ২০। NaO2 এ অক্সিজেনের জারণ সংখ্যা কত?
উত্তর : NaO2 এ অক্সিজেনের জারণ সংখ্যা -2।

প্রশ্ন ২১। রাসায়নিক বিক্রিয়া কী?

উত্তর : যে রাসায়নিক প্রক্রিয়ায় বিক্রিয়কের বন্ধন ভাঙ্গে এবং উৎপাদে বন্ধন গঠিত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে

প্রশ্ন ২২। রেডক্স (Redox) শব্দটির অর্থ লিখ।
উত্তর : রেডক্স (Redox) শব্দটি বিজারণ, Reduction এর Red এবং জারণ; Oxidation-এর ox নিয়ে গঠিত। অর্থাৎ রেঁডক্স অর্থ জারণ-বিজারণ।

প্রশ্ন ২৩। পানিযোজন বিক্রিয়া কী?
উত্তর : আয়নিক কেলাস গঠনের সময় এক বা একাধিক সংখ্যক পানির অণুর সাথে যুক্ত হয়। এ প্রক্রিয়াই হলো পানিযোজন বিক্রিয়া ।

প্রশ্ন ২৪ । সমাণুকরণ বিক্রিয়া কাকে বলে?
উত্তর : কোনো রাসায়নিক বিক্রিয়ায় যৌগের পরমাণুসমূহের পুনর্বিন্যাসের মাধ্যমে একটি সমাণু থেকে অপর সমাণু উৎপন্ন হলে তাকে সমাণুকরণ বিক্রিয়া বলে।

প্রশ্ন ২৫। সমাণু কী?
উত্তর ; একই আণবিক সংকেতবিশিষ্ট একাধিক যৌগের ধর্ম ভিন্ন হলে তাদেরকে পরস্পরের সমাণু বলে।

প্রশ্ন ২৬। পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে?
উত্তর : যে বিক্রিয়ায় অসংখ্য মনোমার থেকে পলিমার উৎপন্ন হয় তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে।পাঠ প্রকৃতিতে সংঘটিত এবং গবেষণাগারে সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার হারের তুলনা

প্রশ্ন ২৭ । উভমুখী বিক্রিয়া কাকে বলে?
উত্তর : যে বিক্রিয়া একই সাথে সম্মুখ ও বিপরীত দিকে ঘটতে পারে তাকে উভমুখী বিক্রিয়া বলে।

প্রশ্ন ২৮। রাসায়নিক সাম্যাবস্থা কী?
উত্তর : রাসায়নিক সাম্যাবস্থা হলো একটি গতিশীল অবস্থা যে অবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের সমান হয় ।

প্রশ্ন ২৯। লা-শাতেলিয়ে নীতি কী?
উত্তর : উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ার যেকোনো একটি নিয়ামক (তাপমাত্রা/চাপ/বিক্রিয়কের ঘনমাত্রা) পরিবর্তন করলে বিক্রিয়ার সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।

SSC রসায়ন সপ্তম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
এসএসসি রসায়ন বই থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে যেমন। এসএসসির রসায়ন সকল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। এসএসসি রসায়ন সকল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর। এসএসসি রসায়নে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এসএসসি রসায়নের সকল অধ্যায়ের  নোট। এসএসসি রসায়ন সকল অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। এবং রসায়নের সাজেশন নবম । দশম শ্রেণীর রসায়ন সপ্তম অধ্যায়  প্রশ্নের উত্তর

রসায়নের সকল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

Post a Comment

Previous Post Next Post