SSC জীববিজ্ঞান অষ্টম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর ( PDF A+১০০% কমন উপযোগী প্রশ্ন )

SSC জীববিজ্ঞান অষ্টম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান A+ পাওয়া পানির মত সহজ করে তুলবে এই প্রশ্নগুলি। ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান জ্ঞানমূলক

SSC জীববিজ্ঞান অষ্টম  অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

প্রশ্ন ১। ইউরোক্রোম কী?
উত্তর : ইউরোক্রোম এক ধরনের রঞ্জক পদার্থ যার উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়।

প্রশ্ন ২। রেচন পদার্থ কী?
উত্তর : বিপাক কার্যের ফলে সৃষ্ট নাইট্রোজেনজাত জৈব, অপ্রয়োজনীয় ও বর্জ্য পদার্থই সার্বিকভাবে রেচন পদার্থ 

প্রশ্ন ৩। মূত্র কাকে বলে?
উত্তর : বৃক্ক বা কিডনির ভিতরে নেফ্রন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে ইউরিয়া, ইউরিক এসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি ক্ষতিকর বর্জ্য পদার্থ যুক্ত যে তরল উৎপন্ন করে তাকে মূত্র বলে।

প্রশ্ন ৪। মূত্রে কত ভাগ পানি থাকে?
উত্তর : মূত্রের প্রায় ৯০ ভাগ উপাদান হচ্ছে পানি।

প্রশ্ন ৫। পেলভিস কী?
উত্তর : বৃক্কের হাইলাসে অবস্থিত গহ্বরই হলো পেলভিস।

প্রশ্ন ৬। নেফ্রন কী?
উত্তর : বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ ও কার্ষিক এককই নেফ্রন।

প্রশ্ন ৭। রেনাল টিউব্যুল কী? 
উত্তর : বোম্যান্স ক্যাপসুলে অক্ষিয়দেশ থেকে সংগ্রাহী নালি পর্যন্ত বিস্তৃত চওড়া নালিকাটিই হলো রেনাল টিউবলে।

প্রশ্ন ৮। রেনাল করপাসল কী? 
উত্তর : বৃদ্ধের গঠনগত ও কার্ষিক একক নেফ্রনের অংশ হলো রেনাল করপাসল। রেনাল করপাসল গ্লোমেরুলাস ও বোম্যান্স ক্যাপসুল এ দুটি অংশে বিভক্ত।

প্রশ্ন ৯। মানবদেহের প্রতিটি বৃক্কে কী পরিমাণ নেফ্রন থাকে?
উত্তর : মানবদেহে প্রতিটি বৃদ্ধে প্রায় ১০ – ১২ লক্ষ নেফ্রন থাকে।

প্রশ্ন ১০। মেতুলায় কয়টি রেনাল পিরামিড থাকে?
উত্তর : মেতূলায় সাধারণত ৮-১২টি রেনাল পিরামিড থাকে।

প্রশ্ন ১১ । ইউটেরোস্কোপিক কী? 
উত্তর : বৃক্কে পাথর অপসারণ করার একটি পদ্ধতির নাম ইউটেরোস্কোপিক

প্রশ্ন ১২। অসমোরেগুলেশন কী?
উত্তর : দেহের পানি ও সোডিয়াম, পটাসিয়াম লবণ ও ক্লোরাইড আয়নের মধ্যে একটি আন্তঃসাম্য রক্ষা প্রক্রিয়াকেঁ অসমোরেগুলেশন বলে ।

প্রশ্ন ১৩ ৷ ডায়ালাইসিস কী?
উত্তর : বৃক্ক সম্পূর্ণ অকেজো বা বিকল হওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম ডায়ালাইসিস।

প্রশ্ন ১৪। ডায়ালাইসিস ফ্লুইড কী?
উত্তর : ডায়ালাইসিস ফ্লুইড হলো এমন একটি তরল যার গঠন রক্তের প্লাজমার অনুরূপ হয়।


SSC জীববিজ্ঞান অষ্টম  অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
আরো যে সকল বিষয়গুলো জানতে পারবেন, নবম-দশম/SSC জীববিজ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। নবম দশম শ্রেণী জীববিজ্ঞান প্রশ্ন উত্তর।জীববিজ্ঞান জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান mcq । নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান সকল অধ্যায়ের mcq

Post a Comment

Previous Post Next Post