SSC জীববিজ্ঞান প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর PDF ( A+) ১০০% কমন উপযোগী

SSC জীববিজ্ঞান  প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর । ১০০% কমন উপযোগী। এই প্রশ্নগুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান প্রশ্ন উত্তর

SSC জীববিজ্ঞান প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

প্রশ্ন ১। জীববিজ্ঞানের জনক কে?
উত্তর : গ্রিক দার্শনিক অ্যারিস্টটল হলো জীববিজ্ঞানের জনক।

প্রশ্ন ২। জীববিজ্ঞানকে ইংরেজিতে কী বলে?
উত্তর : জীববিজ্ঞানকে ইংরেজিতে Biology বলে।

প্রশ্ন ৩। হিস্টোলজি কাকে বলে? 
উত্তর : জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের বিভিন্ন টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলি নিয়ে আলোচনা করা হয় তাই হিস্টোলজি।

প্রশ্ন ৪। এন্ডোক্রাইনোলজি কী?
উত্তর : ভৌত জবিবিজ্ঞানের যে শাখায় জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা করা হয় তাকে এন্ডোক্রাইনোলজি বলে।

প্রশ্ন ৫। কোন শাখায় জীবের হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়?
উত্তর : ভৌত জীববিজ্ঞানের এন্ডোক্রাইনোলজি শাখায় জীবের হরমোনের কার্যকারীতা নিয়ে আলোচনা করা হয়

প্রশ্ন ৬। বায়োইনফরমেটিক্স কী?
উত্তর : বায়োইনফরমেটিকস হলো কম্পিউটার প্রযুক্তিনির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন- ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান।

প্রশ্ন ৭। প্রত্নতত্ত্ববিদ্যা কী?
উত্তর : প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানই হলো প্রত্নতত্ত্ববিদ্যা।

প্রশ্ন ৮। ফলিত জীববিজ্ঞান কী?
উত্তর : জীববিজ্ঞানের যে শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো আলোচনা করা হয় তাই ফলিত জীববিজ্ঞান।

প্রশ্ন ৯। শ্রেণিবিন্যাস কাকে বলে?
উত্তর : পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে বিভক্ত করাকে শ্রেণিবিন্যাস বলে

প্রশ্ন ১০। শ্রেণিবিন্যাসের জনক কে? 
উত্তর : শ্রেণিবিন্যাসের জনক হলো ক্যারোলাস লিনিয়াস।

প্রশ্ন ১১। ট্যাক্সন কী?
উত্তর : শ্রেণিবিন্যাসে একেকটি ট্যাক্সন।

প্রশ্ন ১২। ডায়াটম কী? 
উত্তর : ডায়াটম হলো প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত এককোষী শৈবাল।

প্রশ্ন ১৩। ICZN এর পূর্ণরূপ কী?
উত্তর : ICZN এর পূর্ণরূপ হলো International Code of Zoological Nomenclature !

প্রশ্ন ১৪। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম লিখ।
উত্তর : দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম হলো Copsychus saularis.

প্রশ্ন ১৫। শাপলা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ।
উত্তর : শাপলা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম Nymphaea nouchali.

প্রশ্ন ১৬। জীবের বৈজ্ঞানিক নামের অংশ দুটি কী কী?
উত্তর : জীবের বৈজ্ঞানিক নামের অংশ দুটির মধ্যে প্রথম অংশটি তার গণের নাম এবং দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম।

প্রশ্ন ১৭। নেস্টেড হায়রার্কি কী?
উত্তর : জীবজগতের শ্রেণিবিন্যাসের আন্তর্জাতিক কোড চিহ্নিত সাতটি ধাপ অনুসরণ করে শ্রেণিবিন্যাসের পদ্ধতিকে নেস্টেড হায়ারার্কি বলে।

প্রশ্ন ১৮। গোল আলুর বৈজ্ঞানিক নাম লেখ।
উত্তর : গোল আলুর বৈজ্ঞানিক নাম হলো- Solanun tuberosum

প্রশ্ন ১৯। কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কী?
উত্তর : কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম Duttaphrynus melanostictus,

SSC জীববিজ্ঞান  প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
আরো যে সকল বিষয়গুলো জানতে পারবেন, নবম-দশম/SSC জীববিজ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন উত্তর। নবম-দশম/SSC  জীববিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। নবম দশম শ্রেণী জীববিজ্ঞান প্রশ্ন উত্তর।জীববিজ্ঞান জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান mcq । নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জীববিজ্ঞান সকল অধ্যায়ের mcq

Post a Comment

Previous Post Next Post