SSC ব্যবহারিক মৌখিক সেরা প্রশ্ন উত্তর ।

অষ্টম অধ্যায় আলো প্রতিফলন থেকে প্রশ্ন SSC ব্যবহারিক মৌখিক প্রশ্ন উত্তর। ১০০% কমন উপযোগী প্রশ্ন। SSC Physics Chapter 8 । প্রশ্ন নিম্ন রূপ

SSC ব্যবহারিক মৌখিক প্রশ্ন উত্তর

প্রশ্ন-১। প্রতিফলন কাকে বলে?
উত্তর : আলো যখন বায়ু বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পায় তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। একে আলোর প্রতিফলন বলে
প্রশ্ন-২। নিয়মিত প্রতিফলন কাকে বলে?
প্রশ্ন-৩। আপতিত রশ্মি কী?
প্রশ্ন-৪। আপতন বিন্দু কী?
 প্রশ্ন-৫। অভিলম্ব কী?
প্রশ্ন-৬।প্রতিফলিত রশ্মি কী?
উত্তর: প্রতিফলকে বাধা পেয়ে যে রশ্মি আগের মাধ্যমে ফিরে সে তাকে প্রতিফলিত রশ্মি বলে।
প্রশ-৭।আপতন কোণ কী?
প্রশ্ন-৮।প্রতিফলন কোণ কী?
উত্তর: প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে 
প্রশ্ন-৯। দর্পণ কাকে বলে?
প্রশ্ন-১০। সমতল দর্পণ কাকে বলে?
প্রশ্ন-১১। গোলীয় দর্পণ কাকে বলে?
প্রশ্ন-১২। বিশ্ব কাকে বলে?
প্রশ্ন-১৩। অবতল দর্পণ কাকে বলে?
উত্তর : কোনো ফাঁপা গোলকের ভিতরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, অর্থাৎ গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে কাজ করে, তবে তাকে অবতল দর্পণ বলে।
প্রশ্ন-১৪। উত্তল দর্পণ-এর সংজ্ঞা দাও।
প্রশ্ন-১৫। মেরু কী?
প্রশ্ন-১৬। বক্রতার কেন্দ্র কী?
প্রশ্ন-১৭। বক্রতার ব্যাসার্ধ কাকে বলে?
উত্তর : গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে ঐ গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে।
প্রশ্ন-১৮। প্রধান অঙ্ক কাকে বলে?


SSC ব্যবহারিক মৌখিক প্রশ্ন উত্তর

Post a Comment

Previous Post Next Post