SSC পদার্থবিজ্ঞান ৮ম/আলোর প্রতিফলন অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন

SSC পদার্থবিজ্ঞান ৮ম/আলোর প্রতিফলন অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন

SSC পদার্থবিজ্ঞান ৮ম/আলোর প্রতিফলন অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন।১০০% কমন উপযোগী।SSC পদার্থবিজ্ঞান ৮ম/আলোর অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন গুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে ।SSC পদার্থবিজ্ঞান ৮ম/আলোর অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন গুলি নিম্নরূপ।

প্রশ্ন ১। দীপ্তিমান বস্তু কী?

উত্তর : যেসব বস্তু নিজে থেকে আলো নিঃসরণ করে তাই দীপ্তিমান বস্তু ।

প্রশ্ন ২। দীপ্তিহীন বস্তু কী? 

উত্তর : যেসব বস্তুর নিজের আলো নেই বা নিজে আলো নিঃসরণ করতে পারে না তাই দীপ্তিহীন বস্তু।

প্রশ্ন ৩। আলোর প্রতিফলন কাকে বলে?

উত্তর : আলোকরশ্মি এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের তলে আপতিত হলে দুই মাধ্যমের বিভেদতল হতে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। এ ঘটনাকে আলোর প্রতিফলন বলে ।

প্রশ্ন ৪। আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি লেখ।

উত্তর : আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি হলো- আপতন রশ্মি এবং লম্ব দিয়ে আমরা যে সমতলটি কল্পনা করে নিয়েছিলাম প্রতিফলিত রশ্মিটি সেই সমতলেই থাকবে।

প্রশ্ন ৫। ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে?

উত্তর : একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরাল না থাকে বা অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত না হয় তবে আলোর সে প্রতিফলনকে ব্যাপ্ত প্রতিফলন বলে।

প্রশ্ন ৬। সুষম প্রতিফলন কাকে বলে?

উত্তর : একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ যদি সমান্তরাল থাকে বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় তবে আলোর সেই প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন বলে ।বলে?

প্রশ্ন ৭। যে পৃষ্ঠ থেকে বাধা পেয়ে আলোক রশ্মি ফিরে আসে তাকে কী?

উত্তর : যে পৃষ্ঠ থেকে বাধা পেয়ে আলোক রশ্মি ফিরে আসে তাকে প্রতিফলন পৃষ্ঠ বলে ।

প্রশ্ন ৮। প্রতিবিম্ব কাকে বলে?

উত্তর : কোনো বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।

প্রশ্ন ৯। দর্পণের প্রধান অক্ষ কাকে বলে?

উত্তর : গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরলরেখাকে দর্পণের প্রধান অক্ষ বলে।

প্রশ্ন ১০। সমতল দর্পণ কাকে বলে?

উত্তর : যে দর্পণের পৃষ্ঠটি মসৃণ ও সমতল হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে সমতল দর্পণ বলে।

প্রশ্ন ১১। রুপার প্রলেপ দেওয়া বলতে কী বোঝ?

উত্তর : রুপার প্রলেপ দেওয়া বলতে পারা লাগানো’ বা সিলভারিং বোঝায়। কাচের উপর রুপার প্রলেপ দেওয়া পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠটি প্রতিফলক পৃষ্ঠ বা আয়না হিসেবে কাজ করে।

প্রশ্ন ১২। আয়না কাকে বলে?

উত্তর : যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আয়না বলে।

প্রশ্ন ১৩। দর্পণের প্রধান অক্ষের সংজ্ঞা দাও।

উত্তর : গোলীয় দর্পণের মেরু ও বক্তৃতার কেন্দ্রের
অতিক্রমকারী সরলরেখাকে দর্পণের প্রধান অক্ষ বলে

প্রশ্ন ১৪। ফোকাস দূরত্ব কাকে বলে?

উত্তর : গোলীয় দর্পণের মেরু বিন্দু থেকে দূরত্বকে ফোকাস দূরত্ব বলে।

প্রশ্ন ১৫। দর্পণের ফোকাস কাকে বলে? 

উত্তর : প্রধান অক্ষের নিকটবর্তী সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় (অবতল দর্পণে) বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে
মনে হয় (উত্তল দর্পণে) তাকে ঐ দর্পণের ফোকাস বলে

প্রশ্ন ১৬। বক্তৃতার ব্যাসার্ধ কাকে বলে?

উত্তর : গোলীয় আয়না যে গোলকের অংশ, সে গোলকের ব্যাসার্ধকে ঐ গোলীয় আয়নার বক্তৃতার ব্যাসার্ধ বলে

প্রশ্ন ১৭। গৌণ অক্ষ কাকে বলে? 

উত্তর : মেরু বিন্দু ব্যতীত আয়নার প্রতিফলক পৃষ্ঠের উপরস্থ যেকোনে বিন্দু ও বক্তৃতার কেন্দ্রের মধ্যদিয়ে অতিক্রমকারী সরলরেখাকে গৌণঅক্ষ বলে।

প্রশ্ন ১৮। গোলীয় আয়না কাকে বলে?

উত্তর : কোনো ফাঁপা গোলকের পৃষ্ঠের অংশবিশেষ যদি মসৃণ হয় এবংতাতে আলোক রশ্মির নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে গোলীয় আয়না বলে।

প্রশ্ন ১৯। উত্তল দর্পণ কাকে বলে?

উত্তর : কোনো গোলকের উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে কাজ করে অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন যদি গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ হতে সংঘটিত হয়, তবে সে দর্পণকে উত্তল দর্পণ বলে।

প্রশ্ন ২০। ফোকাস তল কী?

উত্তর : প্রধান ফোকাসের মধ্য দিয়ে লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত কল্পিত সমতলই হলো ফোকাস তল।

প্রশ্ন ২১। বাস্তব বিশ্ব কাকে বলে?

উত্তর : কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয় তাহলে ঐ দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিঘ্ন বলে। এ

প্রশ্ন ২২। অবতল দর্পণ কাকে বলে?

উত্তর : কোনো গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন যদি গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ হতে সংঘটিত হয় তবে সে দর্পণকে অবতল দর্পণ বলে।

প্রশ্ন ২৩। বিবর্ধন কাকে বলে?

উত্তর : প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বা বিবর্ধন বলে।


Post a Comment

Previous Post Next Post