SSC পদার্থবিজ্ঞান ৫ম/পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন । ১০০% কমন উপযোগী

SSC পদার্থবিজ্ঞান ৫ম/পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন

SSC পদার্থবিজ্ঞান ৫ম/পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন ।১০০% কমন উপযোগী।SSC পদার্থবিজ্ঞান ৫ম/পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন গুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে ।SSC ৫ম/পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন গুলি নিম্নরূপ।

প্রশ্ন ১। চাপ কাকে বলে?

উত্তর : কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে।

প্রশ্ন ২। চাপের একক লেখ।

উত্তর : চাপের একক প্যাসকেল (Pa) বা নিউটন/মিটার (Nm)।

প্রশ্ন ৩। Pa এর সংজ্ঞা দাও। 

উত্তর : একক ক্ষেত্রফলের ওপর । N বল লম্বভাবে প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয় তাকে। Pa বলে।

প্রশ্ন ৪। ঘনত্ব কাকে বলে?

উত্তর : কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে।

প্রশ্ন ৫। ঘনত্বের একক কী?

উত্তর : ঘনত্বের একক kgm"।

প্রশ্ন ৬। 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব কত?

উত্তর : 4°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির ঘনত্ব 1000 kgm"।

প্রশ্ন ৭ প্লবতা কাকে বলে?

উত্তর : তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে।

প্রশ্ন ৮। প্যাসকেলের সূত্রটি বিবৃত কর। 

উত্তর : প্যাসকেলের সূত্রটি হলো- পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।

প্রশ্ন ৯। আর্কিমিডিসের সূত্রটি লিখ?

উত্তর : আর্কিমিডিসের সূত্রটি হলো- বস্তুকে কোনো স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায়। এ হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান।

প্রশ্ন ১০। বল বৃদ্ধিকরণ নীতি কী?

উত্তর : বল বৃদ্ধিকরণ নীতি হলো- আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম পিস্টনগুলোতে সেই বলের বহুগুণ বেশি বল প্রযুক্ত হতে পারে।

প্রশ্ন ১১। বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে?

উত্তর : বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ঐ স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে।

প্রশ্ন ১২। টরিসেলির শূন্যস্থান কী?

উত্তর : বায়ুর চাপ পরিমাপক যন্ত্র ব্যারোমিটারের কাচনলে যে পারদস্তম্ভ দাঁড়িয়ে থাকে তার উপর হতে নলের বদ্ধ প্রান্ত পর্যন্ত শূন্যস্থানই হলো টরিসেলির শূন্যস্থান।

প্রশ্ন ১৩। সমুদ্র সমতলে বায়ুর সাধারণ চাপ কত?

উত্তর : সমুদ্র সমতলে বায়ুর সাধারণ চাপ হলো 76 cm পারদস্তম্ভের চাপের সমান।

উত্তর : হুকের সূত্রটি হলো- স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক।

প্রশ্ন ১৫। স্থিতিস্থাপকতা কাকে বলে?

উত্তর : যখন কোনো বস্তুকে বল প্রদান করা হয় তখন তার ভেতরে একটা বিকৃতি ঘটে এবং এই বিকৃতির জন্য একটা পাল্টা বলের সৃষ্টি হয়। বলটি সরিয়ে নিলে বিকৃতির অবসান ঘটে এবং বস্তুটি পুনরায় তার আগের অবস্থায় ফিরে যায়। পদার্থের এই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে।

প্রশ্ন ১৬। পীড়ন কাকে বলে? 

উত্তর : বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতর একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত প্রতিরোধকারী বলকে পীড়ন বলে।

প্রশ্ন ১৭। বিকৃতি কী?

উত্তর : স্থিতিস্থাপক সীমার মধ্যে বাহ্যিক বল প্রয়োগ করলে কোনো বস্তুর আকার বা আয়তন বা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে। একক দৈর্ঘ্যের বা একক আয়তনের এ পরিবর্তনই বিকৃতি।

প্রশ্ন ১৮। স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে?

উত্তর : পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুবক এই ধ্রুবকটিকে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে ।

Post a Comment

Previous Post Next Post