SSC পদার্থবিজ্ঞান ৭ম/তরঙ্গ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন

SSC পদার্থবিজ্ঞান ৭ম/তরঙ্গ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন

SSC পদার্থবিজ্ঞান ৭ম/তরঙ্গ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন ।১০০% কমন উপযোগী।SSC পদার্থবিজ্ঞান ৭ম/তরঙ্গ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন গুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে ।SSC পদার্থবিজ্ঞান ৭ম/তরঙ্গ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন গুলি নিম্নরূপ।

প্রশ্ন ১। পর্যাবৃত্ত বা ছন্দিত গতি কাকে বলে?

উত্তর : কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই গতিকে পর্যাবৃত্ত বা ছন্দিত গতি বলে।

প্রশ্ন ২। তরঙ্গ কাকে বলে? 

উত্তর : যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকে তরঙ্গ বলে।

প্রশ্ন ৩। অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে?

উত্তর : যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে।

প্রশ্ন ৪। অনুপ্রস্থ তরঙ্গ কী?

উত্তর : যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে।

প্রশ্ন ৫। বিস্তার কাকে বলে?

উত্তর : সাম্যাবস্থান থেকে যেকোনো একদিকে তরঙ্গস্থিত কোনো কণার সর্বাধিক সরণকে বিস্তার বলে।

প্রশ্ন ৬। পর্যায়কাল কাকে বলে?

উত্তর : তরঙ্গের উপরস্থ কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় প্রয়োজন সেই সময়ই পর্যায়কাল

প্রশ্ন ৭। তরঙ্গ বেগ কাকে বলে?

উত্তর : নির্দিষ্ট দিকে তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে।

প্রশ্ন ৮। কম্পাঙ্ক কাকে বলে?

উত্তর : প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণতরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে।

প্রশ্ন ৯। দশা কী?

উত্তর : কোনো একটি তরঙ্গায়িত কণার যেকোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিই হলো দশা।

প্রশ্ন ১০। পূর্ণ স্পন্দন কী?

উত্তর : তরঙ্গের উপরিস্থিত কোনো কণা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে সেটি একটি পূর্ণ স্পন্দন ।

প্রশ্ন ১১। তরঙ্গের পর্যায়কাল কী?

উত্তর : তরঙ্গের উপরস্থ কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় প্রয়োজন সেই সময়ই পর্যায়কাল।

প্রশ্ন ১২। তরঙ্গ দৈর্ঘ্য কী?

উত্তর : কম্পমান বস্তুর একটি পূর্ণ কম্পনে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে তাই তরঙ্গ দৈর্ঘ্য।

প্রশ্ন ১৩। শব্দেতর তরঙ্গ কাকে বলে?

উত্তর : যে তরঙ্গের কম্পাঙ্ক 20 Hz এর কম তাকে শব্দেতর তরঙ্গ বলে।

প্রশ্ন ১৪। শ্রাব্যতার সীমা কী?

উত্তর: 20 Hz থেকে 20000 Hz পর্যন্ত কম্পাঙ্কের পাল্লাকে শ্রাব্যতার সীমা বলে।

প্রশ্ন ১৫। শব্দানুভূতির স্থায়ীত্বকাল কত?

উত্তর : শব্দানুভূতির স্থায়ীত্বকাল 0.1 s

প্রশ্ন ১৬। পারমাণবিক বিস্ফোরণে কোন ধরনের কম্পন সৃষ্টি হয়?

উত্তর : পারমাণবিক বিস্ফোরণের সময় শব্দেতর কম্পনের সৃষ্টি হয়।

প্রশ্ন ১৭। শব্দ কী?

উত্তর : শব্দ এক প্রকার শক্তি, যা একটি কম্পনশীল বস্তু হতে উৎপন্ন হয়ে ঐ বস্তুসংলগ্ন জড় মাধ্যমের সাহায্যে আমাদের কানে পৌঁছে শ্রুতির অনুভূতি জাগায়।

প্রশ্ন ১৮। প্রতিধ্বনি কাকে বলে?

উত্তর : যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে, তখন ঐ প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে। লেকচার SSC Exam 2022 পদার্থবিজ্ঞান বিশেষ প্রভূত

প্রশ্ন ১৯। সমুদ্রের গভীরতা নির্ণয়ে ব্যবহৃত SONAR যন্ত্রের পুরো নাম কী?

উত্তর : SONAR এর পুরো নাম Sound Navigation and Ranging |

প্রশ্ন ২০। শব্দের প্রাবল্য কাকে বলে? 

উত্তর : শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্যদিয়ে প্রতিসেকেন্ডে যে পরিমাণ শব্দশক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বা প্রাবল্য বলে।

প্রশ্ন ২১। শব্দের তীক্ষ্ণতা কাকে বলে?

উত্তর : সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য বুঝা যায় তাকে শব্দের তীক্ষ্ণতা বলে।

প্রশ্ন ২২। সুরযুক্ত শব্দ কাকে বলে?

উত্তর : শব্দ উৎসের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এবং যা আমাদের কানে শ্রুতিমধুর বলে মনে হয় তাকে সুরযুক্ত শব্দ বলে।

প্রশ্ন ২৩। শব্দ দূষণ কী?

উত্তর : বিভিন্ন উৎস থেকে উৎপন্ন জোরালো এবং অপ্রয়োজনীয় শব্দ মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে বিরক্তি ঘটানো এবং স্বাস্থ্যের ক্ষতিসাধন করাই হলো শব্দ দূষণ।

প্রশ্ন ২৪। টিম্বার কাকে বলে? 

উত্তর : ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় তাকে টিম্বার বলে।

প্রশ্ন ২৫। শব্দের তীক্ষ্ণতা কীসের উপর নির্ভর করে?

উত্তর : শব্দের তীক্ষ্ণতা উৎসের কম্পাঙ্কের উপর নির্ভর করে।

Post a Comment

Previous Post Next Post