SSC পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন । ১০০% কমন উপযোগী

SSC পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন

SSC পদার্থবিজ্ঞান ১ম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন ।১০০% কমন উপযোগী।SSC পদার্থবিজ্ঞান ১ম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন গুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে ।SSC পদার্থবিজ্ঞান ১ম ও ক্ষমতা  অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন গুলি নিম্নরূপ

প্রশ্ন ১। পদার্থবিজ্ঞান কাকে বলে?

উত্তর : বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয়,সেই শাখাকে বলা হয় পদার্থবিজ্ঞান।

প্রশ্ন ২। প্রকৃতির মেনে চলা বিভিন্ন গাণিতিক নিয়মাবলি আলোচনা হয় কোন বিজ্ঞানে?

উত্তর : প্রকৃতির মেনে চলা বিভিন্ন গাণিতিক নিয়মাবলি আলোচিত হয় পদার্থবিজ্ঞানে।

প্রশ্ন ৩। অ্যাস্ট্রোলাব নামক যন্ত্র কে আবিষ্কার করেন?

উত্তর : মুসলিম জ্যোতির্বিদ আল বাত্তানি ও আল ফাজারী গ্রহ নক্ষত্রের উন্নতি কোণ নির্ণয়ের জন্য অ্যাস্ট্রোলাব নামক যন্ত্র আবিষ্কার করেন।

প্রশ্ন ৪। পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য কী?

উত্তর : পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর ও সম্পর্ক উদঘাটন এবং পরিমাপগতভাবে তা প্রকাশ করা।

প্রশ্ন ৫। পরিমাপের একক কাকে বলে? 

উত্তর : যে নির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করে সব ভৌত রাশির পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে

প্রশ্ন ৬। মাত্রা কাকে বলে?

উত্তর : যেকোনো ভৌত রাশিকে বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায়। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে।

প্রশ্ন ৭। লব্ধ রাশি কাকে বলে? 

উত্তর : মৌলিক রাশিগুলো থেকে অন্য সব রাশি লাভ করা যায়। অর্থাৎ এক বা একাধিক মৌলিক রাশির গুণফল বা ভাগফল প্রতিপাদন করা যায়। এদেরকে বলা হয় লব্ধ রাশি বা যৌগিক রাশি।
উত্তর : পরিমাপ যোগ্য কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই পরিমাপ।

প্রশ্ন ৯। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? 

উত্তর : প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের একভাগ কতটুকু ছোট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে ।

প্রশ্ন ১০। লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক কী?

উত্তর : স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের মাত্র একভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে তাই যন্ত্রের লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক ।

প্রশ্ন ১১। পিচ কী? 

উত্তর : স্কুগজের বৃত্তাকার স্কেলটি একবার ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যেটুকু দূরত্ব অতিক্রম করে তাই স্ক্রুর পিচ। প্রথম অধ্যায়। ভৌত রাশি এবং পরিমাপ

প্রশ্ন ১২ । ভ্যার্নিয়ার স্কেল কী?

উত্তর : মূল বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য প্রধান স্কেলের পাশে যে আর একটি সচল স্কেল ব্যবহার করা হয় সেটিই ভার্নিয়ার স্কেল।

প্রশ্ন ১৩। স্কুগজ কী?

উত্তর : যে পরিমাপ যন্ত্রে একটি সমব্যাসার্ধের মাইক্রোমিটার স্ক্রু থাকে সেটিই স্ক্রুগজ নামে পরিচিত।

প্রশ্ন ১৪। আপেক্ষিক ত্রুটি কাকে বলে? 

উত্তর : পরিমাপের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি ও পরিমাপ করা মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে ।

প্রশ্ন ১৫। যান্ত্রিক ত্রুটি কী?

উত্তর : পদার্থবিজ্ঞানে পরীক্ষণের জন্য তথা মাপ-জোখের জন্য ব্যবহৃত যন্ত্রে যে ত্রুটি থাকে সেটাই যান্ত্রিক ত্রুটি ।

প্রশ্ন ১৬। ব্যক্তিগত ত্রুটি কী?

উত্তর : পরীক্ষণের সময় পর্যবেক্ষকের নিজের কারণে পাঠে যে ত্রুটি আসে তাই ব্যক্তিগত ত্রুটি।

Post a Comment

Previous Post Next Post