SSC পদার্থবিজ্ঞান ৪র্থ /কাজ ও ক্ষমতা অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন

SSC পদার্থবিজ্ঞান ৪র্থ/কাজ ও ক্ষমতা অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন

SSC পদার্থবিজ্ঞান ৪র্থ /কাজ ও ক্ষমতা  অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন ।১০০% কমন উপযোগী।SSC পদার্থবিজ্ঞান ৪র্থ /কাজ ও ক্ষমতা  অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন গুলো শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে ।SSC পদার্থবিজ্ঞান ৪র্থ /কাজ ও ক্ষমতা  অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন গুলি নিম্নরূপ

প্রশ্ন ১। কাজ কাকে বলে?

উত্তর : কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ হয়, তাহলে প্রযুক্ত বল কাজ করেছে বলা হয়।

প্রশ্ন ২। কাজের একক কী

উত্তর : কাজের একক জুল (J)

প্রশ্ন ৩। বলের দ্বারা কাজ কী?

উত্তর : বল প্রয়োগের ফলে বস্তুর সরণ বলের দিকে ঘটলে সেই কাজকে বলের দ্বারা কাজ বলে।

প্রশ্ন ৪। ঋণাত্মক কাজ কী?

উত্তর : বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগবিন্দু বলের বিপরীত দিকে সরে যায় বা বলের বিপরীতদিকে সরণের উপাংশ থাকে তাহলে সেই কাজকে ঋণাত্মক কাজ বলে ।

প্রশ্ন ৫। এক জুল কাকে বলে?

উত্তর : কোনো বস্তুর ওপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে এক মিটার (m) সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে এক জুল (J) বলে 

প্রশ্ন ৬। শক্তি কাকে বলে?

উত্তর : বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে ।

প্রশ্ন ৭। যান্ত্রিক শক্তি কাকে বলে?

উত্তর : কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে।

প্রশ্ন ৮। নিউক্লিয় শক্তি কী?

উত্তর : নিউক্লিয় ফিশন বিক্রিয়ায় উৎপন্ন শক্তিই নিউক্লিয় শক্তি 

প্রশ্ন ৯। গতিশক্তি কাকে বলে?

উত্তর : কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে।

 প্রশ্ন ১০। স্থিতিশক্তি কাকে বলে?

উত্তর : স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে স্থিতিশক্তি বা বিভবশক্তি বলে।

প্রশ্ন ১১। অভিকর্ষজ বিভবশক্তি কাকে বলে?

উত্তর : অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন করলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে অভিকর্ষজ বিভব শক্তি বলে।

প্রশ্ন ১২। বায়োমাস শক্তি কাকে বলে?

উত্তর : বায়োমাস হলো সেই সকল জৈব পদার্থ যাদেরকে শক্তিতে রূপান্তরিত করা যায়। আর এই বায়োমাস থেকে প্রাপ্ত শক্তিকে বায়োমাস

প্রশ্ন ১৩। হটস্পট কী?

19. উত্তর : ভূ-তাত্ত্বিক পরিবর্তনের ফলে গলিত ম্যাগমা উপরের দিকে  উঠে যে স্থানে জমা হয় তাকে হটস্পট বলে ।

প্রশ্ন ১৪। ভূতাপীয় শক্তি কী?

23. উত্তর : পৃথিবীর অভ্যন্তরে যে তাপীয় শক্তি জমা

প্রশ্ন ১৫। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?

উত্তর : প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন।

প্রশ্ন ১৬। নবায়নযোগ্য শক্তি কী?

উত্তর : যে শক্তির সরবরাহ সহজে ফুরায় না এবং নবায়ন করা যায় সেটিই নবায়নযোগ্য শক্তি।

প্রশ্ন ১৭। সৌরশক্তি কাকে বলে?

উত্তর : সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে

প্রশ্ন ১৮। শক্তির নিত্যতা সূত্র লিখ।

উত্তর : শক্তির নিত্যতা সূত্রটি হলো- শক্তি অবিনশ্বর, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। এটি কেবল একরূপ হতে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। রূপান্তরের পূর্বে ও পরে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়।

প্রশ্ন ১৯। কন্ট্রোল রড কাকে বলে?

উত্তর : নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে নিউট্রনকে শোষণ করার জন্য যে বিশেষ ধরনের রড নিউক্লিয়ার রি-অ্যাক্টরে থাকে তাকে কন্ট্রোল রড বলে।

প্রশ্ন ২০। জলবিদ্যুৎ উৎপাদনে কোন শক্তি ব্যবহৃত হয়?

উত্তর : জলবিদ্যুৎ উৎপাদনে পানির বিভব শক্তি ব্যবহৃত হয়।

প্রশ্ন ২১। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য কি ব্যবহৃত হয়?

উত্তর : কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পানির বিভব শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

প্রশ্ন ২২। 1 MeV সমান কত?

উত্তর : 1 MeV সমান 1.6 x 10-13 J

প্রশ্ন ২৩। ক্ষমতা কাকে বলে?

উত্তর : ক্ষমতা হচ্ছে কাজ করার বা শক্তি রূপান্তরের হার।

প্রশ্ন ২৪। এক ওয়াট কাকে বলে?

উত্তর : এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে ।

প্রশ্ন ২৫। কর্মদক্ষতা কাকে বলে?

উত্তর : কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে ঐ যন্ত্রের কর্মদক্ষতা বলে।

এসএসসি পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

Post a Comment

Previous Post Next Post