SSC পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন । ১০০% কমন উপযোগী।

SSC পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন

SSC পদার্থবিজ্ঞান বল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন ।১০০% কমন উপযোগী। SSC পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন গুলো, শিখে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। কারণ এখানে বাছাইকৃতভাবে বিভিন্ন নামিদামি ক্যাডেট স্কুল এবং বোর্ড বিশ্লেষণ করে প্রশ্নগুলো সংরক্ষণ করা হয়েছে । SSC পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের জ্ঞানমূলক,প্রশ্ন গুলি নিম্নর।

প্রশ্ন ১। পরম গতি কী?

উত্তর : পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিই পরম গতি।

প্রশ্ন ২। গতি কাকে বলে?

উত্তর : সময়ের সাথে যখন বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে গতি বলে।

প্রশ্ন ৩। প্রসঙ্গ কাঠামো কাকে বলে?

উত্তর : যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো ব তোস্তুর গতি বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে ।

প্রশ্ন ৪। জড়তা কাকে বলে?

উত্তর : বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে।

প্রশ্ন ৫। স্থিতি কাকে বলে?

উত্তর : সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে স্বীয় অবস্থানের পরিবর্তন ঘটে না তখন এর অবস্থাকে স্থিতি বলে ৷

প্রশ্ন ৬। ঘূর্ণন গতি কাকে বলে?

উত্তর : কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো ্ববস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে।

প্রশ্ন ৭। চলন গতি কাকে বলে?

উত্তর : কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ঐ গতিকে চলন গতি বলে।

প্রশ্ন ৮। পর্যাবৃত্ত গতি কাকে বলে?

উত্তর : কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে । এ গতি  বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে।

 প্রশ্ন ৯। স্পন্দন গতি কাকে বলে?

উত্তর : পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যাযকালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তারৎবিপরীত দিকে চলে তবে ঐ বস্তুর গতিকে স্পন্দন গতি বলে।

প্রশ্ন ১০। সরল ছন্দিত স্পন্দনের সংজ্ঞা দাও

উত্তর : স্পন্দনরত কোনো কণার গতিপথ যদি সরলরৈখিক হয়, ত্বরণ সর্বদা সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক হয় এবং ত্বরণ সরণে  বিপরীত অর্থাৎ সাম্যাবস্থান অভিমুখী হয়, তবে কণার সেই স্পন্দনকে

 প্রশ্ন ১১। ভেক্টর রাশি কাকে বলে? 

 উত্তর : যেসব ভৌতরাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ওতাদেরকে দিক , ভেক্টর রাশি বলে।হউভয়েপ্রয়োজনরয়

 প্রশ্ন ১২। স্কেলার রাশি কাকে বলে?

 উত্তর : যে সকল রাশির শুধুমাত্র মান আছে, দিক নেই তাদেরকে স্কেলার রাশি বলে।

প্রশ্ন ১৩। সরণ কাকে বলে?

উত্তর : একটি নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর আদি এবং শেষ অবস্থানের ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে সরণ বলে।

প্রশ্ন ১৪। সরণ কোন ধরনের রাশি?

উত্তর : সরণ একটি ভেক্টর রাশি।

প্রশ্ন ১৫। দ্ৰুতি কী?

উত্তর : (দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার) অর্থাৎ কোনো বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্বই দ্রুতি।

প্রশ্ন ১৬। গড় দ্রুতি কাকে বলে?

উত্তর : বস্তু যদি সুষম দ্ৰুতিতে না চলে তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়। একে গড় দ্রুতি বলে।

প্রশ্ন ১৭। তাৎক্ষণিক দ্ৰুতি কাকে বলে? 

উত্তর : গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে।

প্রশ্ন ১৩। সরণ কাকে বলে?

উত্তর : একটি নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর আদি এবং শেষ অবস্থানের ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে সরণ বলে।

প্রশ্ন ১৪। সরণ কোন ধরনের রাশি?

উত্তর : সরণ একটি ভেক্টর রাশি।

প্রশ্ন ১৫। দ্ৰুতি কী?

উত্তর : (দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার) অর্থাৎ কোনো বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্বই দ্রুতি।

প্রশ্ন ১৬। গড় দ্রুতি কাকে বলে।

উত্তর : বস্তু যদি সুষম দ্ৰুতিতে না চলে তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়। একে গড় দ্রুতি বলে।

প্রশ্ন ১৭। তাৎক্ষণিক দ্ৰুতি কাকে বলে? 

উত্তর : গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে।

প্রশ্ন ১৮। বেগ কাকে বলে? 

উত্তর : সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে।

প্রশ্ন ১৯। ত্বরণ কাকে বলে? 

উত্তর : সময়ের পরিপ্রেক্ষিতে কোনো একটি বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে।

প্রশ্ন ২০। মন্দন কাকে বলে? 

উত্তর : সময়ের সাথে বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলা কাকে বলে?

SSC। পদার্থবিজ্ঞান বল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন । ১০০% কমন উপযোগী (A+)

Post a Comment

Previous Post Next Post