বাংলা ২য় পত্র ভাব সম্প্রসারণ সাজেশন SSC

বাংলা ২য় পত্র ভাব সম্প্রসারণ সাজেশন SSC

SSC শিক্ষার্থীরা জন্য নাবু নিয়ে এলো বাংলা ২য় পত্র ভাব সম্প্রসারণ সেরা সাজেশন এখানে প্রিভিয়াস বোর্ডগুলো বিশ্লেষণ করে এবং বাছাইকৃত ১০০% কমন উপযোগী ভাবসম্প্রসারণ দেওয়া হলো

ভাব সম্প্রসারণ

  • ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।
  • শিক্ষাই জাতির মেরুদন্ড।
  • দুর্নীতি জাতীয় জীবনের অভিশাপ অভিশাপ স্বরূ।
  • বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে ।
  • অর্থই অনর্থের মূল ।
  • আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।
  • পাপীকে নয় পাপকে ঘৃণা কর।
  • স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
  • জ্ঞানহীন মানুষ পশুর সমান।
  • যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন।
  • বিশ্বে যা কিছু আছে মহান সৃষ্টির চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারি অর্ধেক নর।
  • নানা দেশের নানা ভাষা বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা।
  • গ্রন্থবিদ্যা আর বরস্থ ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
  • শৈবাল দিঘিরে বলে উঁচু করি শির লিখে রেখো এক ফোটা দিলেম শিশির।

Post a Comment

Previous Post Next Post