বাংলা ২য় পত্র সাজেশন SSC-2023

বাংলা ২য় পত্র সাজেশন SSC-2023

SSC-2023 শিক্ষার্থীরা জন্য নাবু নিয়ে এলো বাংলা ২য় পত্র সেরা সাজেশন এখানে  বাছাইকৃত ১০০% কমন উপযোগী সাজেশন 

বাংলা ২য় পত্র সাজেশন SSC-2023

১। অনুচ্ছেদ রচনা 
২। ব্যক্তিগত পত্র
৩। আবেদন পত্র 
৪। অভিনন্দন পত্র 
৫। প্রতিবেদন প্রণয়ন 
৬। ভাব সম্প্রসারণ
৭। ব্যাকরণ অংশ 

অনুচ্ছেদ রচনা 

  • শীতের সকাল
  • বিশ্বায়ন
  • পরিবেশ দূষণ
  • যানজট
  • বই পড়া
  • সত্যবাদিতা
  • নারী শিক্ষা
  • সড়ক দুর্ঘটনা
  • স্বাধীনতা দিবস
  • বিজয় দিবস
  • বাংলা নববর্ষ
  • বিদ্যালয়ের শেষ দিন
  • ইন্টারনেট
  • পল্লী উন্নয়ন
  • শিশুশ্রম

২।ব্যক্তিগত পত্র সাজেশন

  • যেকোনো নিরক্ষরমুক্তি করার ক্ষেত্রে
  • বৃক্ষরোপন সম্পর্কিত
  • সড়ক দুর্ঘটনা বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধু কাছে
  • কম্পিউটার শিখার গুরুত্ব বর্ণনা করে
  • নিয়মিত সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে
  • বইমেলা সম্পর্কে বর্ণনা দিয়ে
  • এসএসসি পরীক্ষার পর অবসর সময় বন্ধুর নিকট বর্ণনা দিয়ে
  • একটি ঐতিহাসিক স্থাপনের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট
  • করোনাটিকা সম্পর্কিত

৩। আবেদন পত্র সাজেশন

  • প্রশংসা পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন।
  • শিক্ষা সকলের যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষক নিকট আবেদন।
  • দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রার্থীর জন্য তোমার বিদ্যালয় প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত।
  • পাঠাগার স্থাপনের জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন।
  • বিনা বেতনে অধ্যায়নের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন।
  • আর্সেনিকমুক্ত  পানি সরবরাহ ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভা মেয়রের কাছে আবেদন।
  • জরিমানা মওকুফ চেয়ে  প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত।
  • এলাকায় ঘূর্ণিঝড়  উপদ্রুত মানুষের জন্য ত্রাণসামগিরি জন্য দরখাস্ত।
  • স্কুলে একটি ক্যান্টিনেট স্থাপনের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত।

৪। অভিনন্দন/সংবাদ পত্র সাজেশন

  • বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা বর্ণনা করে জনমত ঘটনার উদ্দেশ্যে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি রচনা করো লিখ।
  • এলাকায় বনাতদের সাহায্যের আবেদন জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য পত্রিকায় সংবাদের নিকট একখানা পত্র
  • দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বিষয়ে সংবাদ তথ্য প্রকাশিত একটি পত্র লিখ
  • জলে আর্সেনিক দূষণ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র
  • বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র
  • সড়ক দুর্ঘটনার রোধে তোমার মতামত জানিয়ে পত্রিকায় একখানা পত্র

৫। প্রতিবেদন প্রণয়ন সাজেশন

  • বিদ্যালয় সাহিত্য সংস্কৃতি সপ্তাহের সম্পর্কিত একটি প্রতিবেদন।
  • বাংলার নববর্ষ বরন অনুষ্ঠান মালা বিবরণ দিয়ে একটি প্রতিবেদন।
  • স্কুল লাইব্রেরি জরিপ করে প্রধান শিক্ষকের বরাবর একটি প্রতিবে।
  • বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার উপর একটি প্রতিবেদন।
  • তুমি নিজে প্রতিবেদক ধরে। মহান বিজয় দিবস উদযাপন সম্প্রীতি একটি প্রতিবে।
  • নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে দৈনিক প্রতিক একটি প্রতিবেদন।
  • পরিবেশগত ভারসাম্যুর জন্য চাই বৃক্ষরো।
  • বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার উপর একটি প্রতিবেদন।

৬। ভাব সম্প্রসারণ সাজেশন

  • ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।
  • শিক্ষাই জাতির মেরুদন্ড।
  • দুর্নীতি জাতীয় জীবনের অভিশাপ সর।
  • বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে করতে।
  • অর্থই অনর্থের ম।
  • আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।
  • পাপীকে নয় পাপকে ঘৃণা ।
  • স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
  • জ্ঞানহীন মানুষ পশুর সম।
  • যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন।
  • বিশ্বে যা কিছু আছে মহান সৃষ্টির চির কল্যাণকর অর্ধেক তার কুরিয়ার সিনারি অর্ধেক তার।
  • নানা দেশের নানা ভাষা বিনা স্বদেশী ভাষা পড়ে কি আশা।
  • গ্রন্থবিদ্যা আর বরস্থ ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
  • শৈবাল দিঘিরে বলে উঁচু করি শির লিখে রেখো এক ফোটা দিলে শিশ।

৭। ব্যাকরণ অংশ সাজেশন

  • ধ্বনিতত্ত্ব
  • ধ্বনির পরিবর্তন
  • দ্বিরুক্ত শব্দ
  • সংখ্যা বাচক শব্দ
  • বাক্য প্রকরণ
  • উক্তির পরিবর্তন
  • বাক্যের শ্রেণীবিভাগ
  • সমাজ
  • উপসর্গ
  • পথ প্রকরণ

Post a Comment

Previous Post Next Post