ব্যবহারিক খাতায় পূর্ণাঙ্গ নম্বর পাওয়ার কৌশল এই বিষয়গুলো মেনে চললে এবং ব্যবহারিক খাতা পূর্ণাঙ্গ নম্বর পাওয়ার কৌশল গুলো অবলম্বন করলে পূর্ণাঙ্গ মার্ক পাবেন। SSC practical note
ব্যবহারিক খাতায় পূর্ণাঙ্গ নম্বর পাওয়ার কৌশল
(১) মনোযোগের সাথে সতর্কতা অবলম্বন করে পরীক্ষা দিবে।
(২) লটারীর মাধ্যমে বিষয়বস্তু নির্বাচন করলে প্রথমে যেটি উঠবে সেটিই নিতে হবে।
(৩) প্রশ্নটি একধিকবার পড়ে প্রশ্নপত্রের নির্দেশ মোতাবেক পরীক্ষণীয় বিষয়বস্তুর বর্ণনা, হিসাব-নিকাশ; মন্তব্য ইত্যাদি লিখতে হবে।
(৪) মৌখিক পরীক্ষার জন্য প্রতিটি পরীক্ষণের শেষে দেয়া মৌখিক পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নোত্তর ভালোকরে শিখে নিবে।
(৫) মনে রাখবে যে পরীক্ষাটি তুমি করেছ সেটার উপর পরীক্ষক মহোদয় সাধারণত বেশি জোর দেন।
(৬) মৌখিক পরীক্ষা দেয়ার সময় বোর্ডের (Viva Board) সামনে গিয়ে প্রথমে বিনয় সহকারে সালাম/আদাব দিবে।
(৭) শিক্ষক মহোদয় বসতে বললে নির্দিষ্ট স্থানে মেরুদণ্ড সোজা করে বসবে।
(৮) ভদ্রতাসহকারে প্রতিটি প্রশ্নের উত্তর দিবে এবং কোনো প্রশ্নের উত্তর নিয়ে তাঁদের সাথে কখনও কোনো ব্যাপারে চ্যালেঞ্জ করবে না।
(৯) বেমানান কোনো পোশাক পরে মৌখিক পরীক্ষায় আসবে না এবং মন সদা সর্বদা প্রফুল্ল রাখবে।
(১০) কোনো প্রশ্নের উত্তর না পারলে অযথা কালক্ষেপণ না করে স্বীকার করবে।
(১১) মৌখিক পরীক্ষা সমাপ্ত হলে উঠে আসবার সময় পুনরায় বিনয় সহকারে সালাম/আদাব দিবে।