এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লিখ উদাহরণ সহ


এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লিখ উদাহরণ সহ


‘এ’ ধ্বনি সাধারণত দুই ধরনের উচ্চারণ সৃষ্টি করে - সংবৃত ও বিবৃত


1.শব্দের শেষে ‘এ’ ধ্বনি ধরনের উচ্চারণ ও অবিকৃত থাকে যেমন । পাশে, শেষে, দেশে


2,একাক্ষর সর্বনামে এ ধ্বনির উচ্চারণ ও অবিকৃত থাকে যেমন  ।  সে, যে


3.ই/উ কারন্ত বর্ণের পূর্বে এ ধ্বনির উচ্চারণ ও অবিকৃত থাকে। নেই দেই


4.অ/আ কারন্ত বর্ণের পূর্বে এ ধ্বনির উচ্চারণ অ্যা মত হয়। খেলি খ্যালা


5.কিছু দেশি শব্দে এর উচ্চারণ অ্যা মত হয়। দেওয়া = দ্যাওয়া

Download PDF

Post a Comment

Previous Post Next Post